চৌগাছা প্রতিনিধি
বাড়ি থেকে ভ্যান ও টাকা চুরিতে বাধা দেওয়ায় ঝিকরগাছার বৃদ্ধ ইকরাম হোসেনকে শ্বাসরোধে হত্যা করার দায় স্বীকার করে যশোর আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার এক আসামি। তাঁর নাম আলমগীর হোসেন। তাঁকে গ্রেপ্তারের পর গত রোববার আদালতে সোপর্দ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান আসামির জবানবন্দি নেওয়া শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বছরের ২০ জুলাই এ হত্যাকাণ্ড ঘটে।
গত শনিবার গভীর রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদীপুর গ্রামের একটি ইটভাটা থেকে আলমগীরকে গ্রেপ্তার করে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁর বাড়ি পাটকেলঘাটা থানার মির্জাপুর গ্রামে।
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আলমগীর বলেন, তাঁরা ভ্যান ও টাকা চুরির উদ্দেশ্যে ইকরামের বাড়িতে গিয়েছিলেন। চুরিতে বাধা দেওয়ায় ইকরামকে শ্বাসরোধ করে হত্যা করে চোরেরা। এ ঘটনায় পাঁচজন জড়িত ছিল বলেও জানিয়েছে আলমগীর।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই ঝিকরগাছার কৃত্তিপুর গ্রামের বাড়ির পাশের কলাবাগান থেকে ভ্যানচালক বৃদ্ধ ইকরাম হোসেনের লাশ উদ্ধার করা হয়। বাড়িতে বৃদ্ধ ইকরাম একাই বাস করতেন। তিনি ভ্যান চালিয়ে ও গরু পালন করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার আগের দিন ১৯ জুলাই তিনি ৫৯ হাজার টাকায় একটি গরু বিক্রি করেন। পরদিন বাড়ির পাশের কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে ছালমা খাতুন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা করেন। ঘটনাটি সূত্র বিহীন (ক্লুলেস) ছিল। থানা-পুলিশের তদন্তের পর পিবিআই স্বপ্রণোদিত হয়ে তদন্ত করে মামলাটির রহস্য উদ্ঘাটন করে। মামলায় বিভিন্ন সময়ে চার আসামিকে আটক করা হয়। একই সঙ্গে চুরি হওয়া ভ্যানটিও উদ্ধার করে পিবিআই।
উপপরিদর্শক (এসআই) স্নেহাশীষের তদন্তে উঠে আসে, ঘটনার রাতে অভিযুক্তরা ইকরামের বাড়িতে ভ্যান ও গরু বেচা টাকা চুরির উদ্দেশ্যে যান। তাঁরা কৃত্তিপুর গ্রামের হাওয়ার মোড়ে একটি দোকানের আশপাশে ঘোরাফেরা করেন। তখন ইকরামকে বাড়ির পাশে পেয়ে তাঁর কোমরে থাকা ভ্যানের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন আসামিরা। ইকরাম বাধা দিলে একপর্যায়ে তাঁরা চাবি কেড়ে নেন এবং তাঁকে মাটিতে ফেল চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন। এরপর লাশ বাড়ির পাশে কলাবাগানে ফেলে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় আগে ঝিকরগাছার গদখালীর পটুয়াপাড়া গ্রামের মোহাম্মদ সজীব, মোবারকপুরের ইমন হোসেন, সাতক্ষীরার তালার ধলবাড়িয়া গ্রামের ওয়াসিম সরদার, পাটকেলঘাটার ক্যাশা গ্রামের সালাম সরদারকে গ্রেপ্তার করা হয়।
বাড়ি থেকে ভ্যান ও টাকা চুরিতে বাধা দেওয়ায় ঝিকরগাছার বৃদ্ধ ইকরাম হোসেনকে শ্বাসরোধে হত্যা করার দায় স্বীকার করে যশোর আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার এক আসামি। তাঁর নাম আলমগীর হোসেন। তাঁকে গ্রেপ্তারের পর গত রোববার আদালতে সোপর্দ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান আসামির জবানবন্দি নেওয়া শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বছরের ২০ জুলাই এ হত্যাকাণ্ড ঘটে।
গত শনিবার গভীর রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদীপুর গ্রামের একটি ইটভাটা থেকে আলমগীরকে গ্রেপ্তার করে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁর বাড়ি পাটকেলঘাটা থানার মির্জাপুর গ্রামে।
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আলমগীর বলেন, তাঁরা ভ্যান ও টাকা চুরির উদ্দেশ্যে ইকরামের বাড়িতে গিয়েছিলেন। চুরিতে বাধা দেওয়ায় ইকরামকে শ্বাসরোধ করে হত্যা করে চোরেরা। এ ঘটনায় পাঁচজন জড়িত ছিল বলেও জানিয়েছে আলমগীর।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই ঝিকরগাছার কৃত্তিপুর গ্রামের বাড়ির পাশের কলাবাগান থেকে ভ্যানচালক বৃদ্ধ ইকরাম হোসেনের লাশ উদ্ধার করা হয়। বাড়িতে বৃদ্ধ ইকরাম একাই বাস করতেন। তিনি ভ্যান চালিয়ে ও গরু পালন করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার আগের দিন ১৯ জুলাই তিনি ৫৯ হাজার টাকায় একটি গরু বিক্রি করেন। পরদিন বাড়ির পাশের কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে ছালমা খাতুন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা করেন। ঘটনাটি সূত্র বিহীন (ক্লুলেস) ছিল। থানা-পুলিশের তদন্তের পর পিবিআই স্বপ্রণোদিত হয়ে তদন্ত করে মামলাটির রহস্য উদ্ঘাটন করে। মামলায় বিভিন্ন সময়ে চার আসামিকে আটক করা হয়। একই সঙ্গে চুরি হওয়া ভ্যানটিও উদ্ধার করে পিবিআই।
উপপরিদর্শক (এসআই) স্নেহাশীষের তদন্তে উঠে আসে, ঘটনার রাতে অভিযুক্তরা ইকরামের বাড়িতে ভ্যান ও গরু বেচা টাকা চুরির উদ্দেশ্যে যান। তাঁরা কৃত্তিপুর গ্রামের হাওয়ার মোড়ে একটি দোকানের আশপাশে ঘোরাফেরা করেন। তখন ইকরামকে বাড়ির পাশে পেয়ে তাঁর কোমরে থাকা ভ্যানের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন আসামিরা। ইকরাম বাধা দিলে একপর্যায়ে তাঁরা চাবি কেড়ে নেন এবং তাঁকে মাটিতে ফেল চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন। এরপর লাশ বাড়ির পাশে কলাবাগানে ফেলে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় আগে ঝিকরগাছার গদখালীর পটুয়াপাড়া গ্রামের মোহাম্মদ সজীব, মোবারকপুরের ইমন হোসেন, সাতক্ষীরার তালার ধলবাড়িয়া গ্রামের ওয়াসিম সরদার, পাটকেলঘাটার ক্যাশা গ্রামের সালাম সরদারকে গ্রেপ্তার করা হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে