হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
সকাল থেকে জরুরি বিভাগে দায়িত্ব পালন করছেন। চিকিৎসা নিতে আসা এক রোগীর হঠাৎ রক্তের প্রয়োজন হয়। চিকিৎসকের পরামর্শে রক্ত দেওয়ার জন্য লোকও ঠিক করা হয়। কিন্তু সেই লোক না আসায় রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরে রোগীকে বাঁচাতে চিকিৎসক নিজেই রক্ত দান করলেন।
এ সময় পাশে বসে থাকা কয়েকজন কয়েকটি ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেন। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকে সেই চিকিৎসককে কৃতজ্ঞতা জানিয়ে পোস্টও দেন। গত রোববার সন্ধ্যায় ঘটনাটি ঘটে নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সেই চিকিৎসক হলেন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিমান চন্দ্র আচার্য। যাকে রক্ত দেওয়া হলো তিনি মিতা সাহা (৪৫)। মিতা সাহা হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী নান্টু সাহার স্ত্রী।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, জরুরি বিভাগের চিকিৎসকের চেয়ারে বসা বিমান চন্দ্র আচার্য। হাতে রক্ত নেওয়ার জন্য স্যালাইনের সুঁই লাগানো। পাশে একটি টেবিলে রাখা ব্যাগে রক্ত এসে জমা হচ্ছে। সামনের টেবিলে জরুরি বিভাগের রেজিস্ট্রার বই ও পেশার মাপার যন্ত্র পড়ে আছে। মুখে ক্লান্তি নেই, আছে মুমূর্ষু রোগীকে জীবন ফিরিয়ে দেওয়া আনন্দের ছাপ।
বিমান চন্দ্র আচার্য জানান, রোগীটি তাদের প্রতিবেশী। দীর্ঘদিন ধরে তিনি লিভার সমস্যা ও রক্ত শূন্যতায় ভুগছেন। জরুরি বিভাগে দায়িত্ব পালন করা অবস্থায় হাসপাতালে আসেন তিনি। কাগজপত্র ও শরীরের বিভিন্ন অংশ দেখে দ্রুত তাঁকে রক্ত দিতে বলা হয়। কিন্তু দীর্ঘ তিন ঘণ্টা অপেক্ষা করার পরও রোগীর জন্য রক্তের ব্যবস্থা করতে পারেনি স্বজনেরা। ইতিমধ্যে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। রক্তের গ্রুপ দেখে নিজের রক্তের সঙ্গে মিলে যাওয়ায় পরে নিজেই রোগীকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন।
বিমান চন্দ্র আচার্য আরও জানান, আগে তিনি আরও ১৪ বার বিভিন্ন সময় মুমূর্ষু রোগীদের রক্ত দান করেছেন। করোনাকালীন দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিজেই করোনায় আক্রান্ত হন।
রোগী মিতা সাহার মেয়ের জামাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিলাস জানান, তাঁর শাশুড়ি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছেন। দেশে আসার পর হঠাৎ তাঁর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন বলেন, ‘ডা. বিমান জরুরি বিভাগে দায়িত্ব পালন করা অবস্থায় এক রোগীকে রক্ত দিয়েছেন। বিষয়টি শোনার পরপরই তাঁকে ছুটি দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি। বিষয়টি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।’
সকাল থেকে জরুরি বিভাগে দায়িত্ব পালন করছেন। চিকিৎসা নিতে আসা এক রোগীর হঠাৎ রক্তের প্রয়োজন হয়। চিকিৎসকের পরামর্শে রক্ত দেওয়ার জন্য লোকও ঠিক করা হয়। কিন্তু সেই লোক না আসায় রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরে রোগীকে বাঁচাতে চিকিৎসক নিজেই রক্ত দান করলেন।
এ সময় পাশে বসে থাকা কয়েকজন কয়েকটি ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেন। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকে সেই চিকিৎসককে কৃতজ্ঞতা জানিয়ে পোস্টও দেন। গত রোববার সন্ধ্যায় ঘটনাটি ঘটে নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সেই চিকিৎসক হলেন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিমান চন্দ্র আচার্য। যাকে রক্ত দেওয়া হলো তিনি মিতা সাহা (৪৫)। মিতা সাহা হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী নান্টু সাহার স্ত্রী।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, জরুরি বিভাগের চিকিৎসকের চেয়ারে বসা বিমান চন্দ্র আচার্য। হাতে রক্ত নেওয়ার জন্য স্যালাইনের সুঁই লাগানো। পাশে একটি টেবিলে রাখা ব্যাগে রক্ত এসে জমা হচ্ছে। সামনের টেবিলে জরুরি বিভাগের রেজিস্ট্রার বই ও পেশার মাপার যন্ত্র পড়ে আছে। মুখে ক্লান্তি নেই, আছে মুমূর্ষু রোগীকে জীবন ফিরিয়ে দেওয়া আনন্দের ছাপ।
বিমান চন্দ্র আচার্য জানান, রোগীটি তাদের প্রতিবেশী। দীর্ঘদিন ধরে তিনি লিভার সমস্যা ও রক্ত শূন্যতায় ভুগছেন। জরুরি বিভাগে দায়িত্ব পালন করা অবস্থায় হাসপাতালে আসেন তিনি। কাগজপত্র ও শরীরের বিভিন্ন অংশ দেখে দ্রুত তাঁকে রক্ত দিতে বলা হয়। কিন্তু দীর্ঘ তিন ঘণ্টা অপেক্ষা করার পরও রোগীর জন্য রক্তের ব্যবস্থা করতে পারেনি স্বজনেরা। ইতিমধ্যে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। রক্তের গ্রুপ দেখে নিজের রক্তের সঙ্গে মিলে যাওয়ায় পরে নিজেই রোগীকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন।
বিমান চন্দ্র আচার্য আরও জানান, আগে তিনি আরও ১৪ বার বিভিন্ন সময় মুমূর্ষু রোগীদের রক্ত দান করেছেন। করোনাকালীন দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিজেই করোনায় আক্রান্ত হন।
রোগী মিতা সাহার মেয়ের জামাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিলাস জানান, তাঁর শাশুড়ি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছেন। দেশে আসার পর হঠাৎ তাঁর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন বলেন, ‘ডা. বিমান জরুরি বিভাগে দায়িত্ব পালন করা অবস্থায় এক রোগীকে রক্ত দিয়েছেন। বিষয়টি শোনার পরপরই তাঁকে ছুটি দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি। বিষয়টি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে