আজ ‘চিত্রাঙ্গদা’র দুই প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৮: ১৭

আজ স্বপ্নদলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘ঐতিহ্য অন্বেষণে শৈল্পিক শুদ্ধতা’ স্লোগানে ২০০১ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় নাট্যদলটি। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এ বছর দলটি তাদের প্রযোজনা কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র দুটি প্রদর্শনীর আয়োজন করেছে। আজ সন্ধ্যা ৬টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে পরপর দুটি প্রদর্শনী হবে। গবেষণাগার নাট্যরীতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’র নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। 

কাব্যনাট্যটিতে উপস্থাপিত হয়েছে মহাবীর অর্জুন ও মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদার গল্প। সত্য পালনের জন্য এক যুগ ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে মণিপুর বনে আসেন অর্জুন। মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন ও যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন।

এবার অর্জুন চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হতে থাকে। অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তাঁর প্রকৃত অস্তিত্বকে? এভাবে ‘চিত্রাঙ্গদা’ পৌরাণিক কাহিনির আড়ালে যেন এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের প্রেরণারূপে উপস্থাপিত হয়। 
চিত্রাঙ্গদার গ্রন্থিকেরা হলেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, সুমাইয়া, সামাদ, ঊষা, জেবু, আলী, বিপুল, নিসর্গ, মাসুদ, হাসান, সুকুমার, তুষার, অনিন্দ্য প্রমুখ। আজ হবে প্রযোজনাটির ৯৭ ও ৯৮তম প্রদর্শনী।

স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি ২০১১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ অনুদানে নির্মিত হয়। প্রযোজনাটি দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও সুনাম অর্জন করেছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত