Ajker Patrika

করোনায় ১৩ দিন মৃত্যুহীন বিভাগ

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১২: ৩৬
করোনায় ১৩ দিন মৃত্যুহীন বিভাগ

সিলেটে করোনায় আরও একটি মৃত্যুহীন দিন পার করেছে সিলেট। এ নিয়ে টানা ১৩ দিন মৃত্যুহীন রয়েছে বিভাগের চার জেলা।

এদিকে ২৪ ঘণ্টায় দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। ৬৯৪ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার শূন্য দশমিক ২৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টার মধ্যে বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছে দুজন। তাদের একজন সিলেট ও অপরজন মৌলভীবাজারের বাসিন্দা।

নতুন আক্রান্তদের নিয়ে বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৯২৯ জন। এদের মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৮৫৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৫ জন, মৌলভীবাজারে ৮ হাজার ১৭১ জন এবং হবিগঞ্জে ৬ হাজার ৬৫৪ জন।

সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ১৭৭ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৯৮৪ জন। সুনামগঞ্জে ৭৩ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৪৮ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাতজন করোনা রোগী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত