আজকের পত্রিকা ডেস্ক
নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও নারীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’- এ প্রতিপাদ্যে এবারের দিবসটি উদ্যাপন করা হয়।
ফেনী: দিবসটি উপলক্ষে পৌরসভার নারী পরিচ্ছন্নতাকর্মী ও বিশেষ অবদান রাখায় জেলার নারীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। গত সোমবার রাত ১২টার দিকে পৌরসভার সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ এর উদ্যোগে পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী অর্ধশতাধিক নারী পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে উপহার হিসেবে শাড়ি, কম্বল ও উন্নতমানের খাবার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে ফেনী পুলিশ সুপার কার্যালয় চত্বরে নারী দিবসের বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) উদ্যোগে আলোচনা সভায় কর্মরত নারী পুলিশসহ বিশেষ অবদান রাখায় বিভিন্ন পেশার নারীদের সম্মাননা দেওয়া হয়। ফেনীর সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ জাহানারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জের সিআইডির বিশেষ পুলিশ সুপার নাছিমা আক্তার, মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা রহিমা বেগম, জেলা পরিষদের প্যানেল মেয়র লায়লা জেসমিন বড় মনি, সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উন্মে রুমা, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা।
পরশুরাম: উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে নারী দিবসের আলোচনা সভা হয়। এ সময় ইউএনও প্রিয়াংকা দত্ত বলেন, ‘আমার মায়ের মাত্র চৌদ্দ বছর বয়সে বিয়ে হয়ে যায়, তাই আমার মা চাইতেন তার মেয়ের যেন কম বয়সে বিয়ে না হয়। কিন্তু মায়ের কম বয়সে বিয়ে হলেও মা থেমে থাকেননি, হাল ছাড়েননি। পড়া লেখা চালিয়ে গেছেন, আমার এক ভাই আর আমাকে নিয়ে চট্টগ্রাম থেকে মা ডিগ্রি পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছেন। শুধু তাই নয় পড়ালেখা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নেন। কথা গুলি বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত।’
দাগনভূঞা: উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, তহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা সিদ্দিকী, পরিদর্শক তদন্ত পার্থপ্রতিম দেব প্রমুখ।
কোম্পানীগঞ্জ: উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইএনও মো. জিয়াউল হক মীরের সভাপতিত্বে ও দক্ষিণ পূর্ব চরকাঁকড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুন নূরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, বীর মুক্তিযোদ্ধা আবু নাছের, পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নাছিমা ফেরদৌসি, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নূরুল আলম ভূঁইয়া প্রমুখ।
কমলনগর: উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহিন আলম প্রমুখ।
সোনাগাজী: দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জোবেদা নাহার মিলি, তথ্যসেবা অফিসার শিউলি আক্তার প্রমুখ।
নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও নারীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’- এ প্রতিপাদ্যে এবারের দিবসটি উদ্যাপন করা হয়।
ফেনী: দিবসটি উপলক্ষে পৌরসভার নারী পরিচ্ছন্নতাকর্মী ও বিশেষ অবদান রাখায় জেলার নারীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। গত সোমবার রাত ১২টার দিকে পৌরসভার সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ এর উদ্যোগে পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী অর্ধশতাধিক নারী পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে উপহার হিসেবে শাড়ি, কম্বল ও উন্নতমানের খাবার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে ফেনী পুলিশ সুপার কার্যালয় চত্বরে নারী দিবসের বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) উদ্যোগে আলোচনা সভায় কর্মরত নারী পুলিশসহ বিশেষ অবদান রাখায় বিভিন্ন পেশার নারীদের সম্মাননা দেওয়া হয়। ফেনীর সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ জাহানারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জের সিআইডির বিশেষ পুলিশ সুপার নাছিমা আক্তার, মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা রহিমা বেগম, জেলা পরিষদের প্যানেল মেয়র লায়লা জেসমিন বড় মনি, সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উন্মে রুমা, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা।
পরশুরাম: উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে নারী দিবসের আলোচনা সভা হয়। এ সময় ইউএনও প্রিয়াংকা দত্ত বলেন, ‘আমার মায়ের মাত্র চৌদ্দ বছর বয়সে বিয়ে হয়ে যায়, তাই আমার মা চাইতেন তার মেয়ের যেন কম বয়সে বিয়ে না হয়। কিন্তু মায়ের কম বয়সে বিয়ে হলেও মা থেমে থাকেননি, হাল ছাড়েননি। পড়া লেখা চালিয়ে গেছেন, আমার এক ভাই আর আমাকে নিয়ে চট্টগ্রাম থেকে মা ডিগ্রি পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছেন। শুধু তাই নয় পড়ালেখা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নেন। কথা গুলি বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত।’
দাগনভূঞা: উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, তহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা সিদ্দিকী, পরিদর্শক তদন্ত পার্থপ্রতিম দেব প্রমুখ।
কোম্পানীগঞ্জ: উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইএনও মো. জিয়াউল হক মীরের সভাপতিত্বে ও দক্ষিণ পূর্ব চরকাঁকড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুন নূরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, বীর মুক্তিযোদ্ধা আবু নাছের, পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নাছিমা ফেরদৌসি, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নূরুল আলম ভূঁইয়া প্রমুখ।
কমলনগর: উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহিন আলম প্রমুখ।
সোনাগাজী: দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জোবেদা নাহার মিলি, তথ্যসেবা অফিসার শিউলি আক্তার প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে