মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। উপজেলার ১৪টি ইউপির মধ্যে মাত্র তিনটিতে নৌকার প্রার্থী বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর ১১টিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
বিজয়ীদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী রয়েছেন চারজন। বাকি সাতজনের মধ্যে চারজন বিএনপি ও তিনজন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। একটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট পড়েছে ৭৬ দশমিক ৫৬ শতাংশ।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, উপজেলার ১৪টি ইউপির মধ্যে ২০১৬ সালের নির্বাচনে আটটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছিলেন। কিন্তু এবারের নির্বাচনে বেশ কিছু ইউপিতে একেবারে অপরিচিত ও অযোগ্য লোকদের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তাই এসব ইউপিতে বিদ্রোহী প্রার্থী থাকায় নৌকার ভরাডুবি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা বলেন, এবারের নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে যাঁকে মনোনয়ন দেওয়া হয়, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীর কাছেই পছন্দের ছিলেন না। তৃণমূলের সিদ্ধান্তকে উপেক্ষা করে এ ইউপিতে গাজীবুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়। এ কারণে ইউনিয়ন আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীই তাঁর পক্ষে কাজ করেননি। মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরেই আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় অনুমেয় ছিল। ভোটের ফলাফল বের হওয়ার পর তার প্রমাণ মিলল।
মান্দা সদর, নুরুল্যাবাদ ও তেঁতুলিয়া ইউপিতে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াত নেতারা বিজয়ী হয়েছেন। এ ছাড়া মৈনম, কাঁশোপাড়া, বিষ্ণুপুর ও ভালাইন ইউপিতে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা এবং প্রসাদপুর, গনেশপুর, কুশুম্বা ও কালিকাপুর ইউপিতে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি নেতারা বিজয়ী হন।
আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের পরাজয়ের কারণ সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘দলীয় প্রার্থীদের শোচনীয় পরাজয় হলেও, মান্দায় আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন কমে গেছে এটা বলা যাবে না। এবারের ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে অনেক ভুল-ত্রুটি ছিল। আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব দেখে হাইব্রিড জাতীয় নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।’
জানতে চাইলে মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল বলেন, ‘বিদ্রোহী প্রার্থী থাকায় ভোট ভাগাভাগির কারণে দলীয় প্রার্থীদের পরাজয় হয়েছে। তা ছাড়া আরও কিছু কারণ রয়েছে। এসব ভুলত্রুটি চিহ্নিত ও সেগুলোর সমাধান করে ভবিষ্যতে দলকে সুসংগঠিত করতে দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’
চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারশোঁ ইউপিতে মোস্তাফিজুর রহমান সুমন (আ. লীগ), ভালাইনে গোলাম মোস্তফা মণ্ডল (আ. লীগের বিদ্রোহী), পরানপুরে মাহফুজুর রহমান (আ. লীগ), মান্দা সদর ইউনিয়নে তোফাজ্জল হোসেন (স্বতন্ত্র, জামায়াত), গনেশপুরে শফিকুল ইসলাম বাবুল চৌধুরী (স্বতন্ত্র, বিএনপি), মৈনমে আনিছুর রহমান (আ. লীগের বিদ্রোহী), প্রসাদপুরে আব্দুল মতিন মণ্ডল (স্বতন্ত্র, বিএনপি), কুসুম্বাতে নওফেল আলী মণ্ডল (স্বতন্ত্র, বিএনপি), তেঁতুলিয়ায় এসএম মখলেছুর রহমান (স্বতন্ত্র, জামায়াত), নুরুল্লাবাদে ইয়াছিন আলী প্রামাণিক (স্বতন্ত্র, জামায়াত), কালিকাপুরে আশরাফুল ইসলাম (স্বতন্ত্র, বিএনপি), কাঁশোপাড়ায় আব্দুস সালাম (আ. লীগের বিদ্রোহী), কসবে ফজলুর রহমান (আ. লীগ) ও বিষ্ণুপুরে এসএম গোলাম আজম (আ. লীগের বিদ্রোহী)।
নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। উপজেলার ১৪টি ইউপির মধ্যে মাত্র তিনটিতে নৌকার প্রার্থী বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর ১১টিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
বিজয়ীদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী রয়েছেন চারজন। বাকি সাতজনের মধ্যে চারজন বিএনপি ও তিনজন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। একটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট পড়েছে ৭৬ দশমিক ৫৬ শতাংশ।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, উপজেলার ১৪টি ইউপির মধ্যে ২০১৬ সালের নির্বাচনে আটটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছিলেন। কিন্তু এবারের নির্বাচনে বেশ কিছু ইউপিতে একেবারে অপরিচিত ও অযোগ্য লোকদের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তাই এসব ইউপিতে বিদ্রোহী প্রার্থী থাকায় নৌকার ভরাডুবি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা বলেন, এবারের নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে যাঁকে মনোনয়ন দেওয়া হয়, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীর কাছেই পছন্দের ছিলেন না। তৃণমূলের সিদ্ধান্তকে উপেক্ষা করে এ ইউপিতে গাজীবুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়। এ কারণে ইউনিয়ন আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীই তাঁর পক্ষে কাজ করেননি। মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরেই আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় অনুমেয় ছিল। ভোটের ফলাফল বের হওয়ার পর তার প্রমাণ মিলল।
মান্দা সদর, নুরুল্যাবাদ ও তেঁতুলিয়া ইউপিতে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াত নেতারা বিজয়ী হয়েছেন। এ ছাড়া মৈনম, কাঁশোপাড়া, বিষ্ণুপুর ও ভালাইন ইউপিতে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা এবং প্রসাদপুর, গনেশপুর, কুশুম্বা ও কালিকাপুর ইউপিতে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি নেতারা বিজয়ী হন।
আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের পরাজয়ের কারণ সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘দলীয় প্রার্থীদের শোচনীয় পরাজয় হলেও, মান্দায় আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন কমে গেছে এটা বলা যাবে না। এবারের ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে অনেক ভুল-ত্রুটি ছিল। আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব দেখে হাইব্রিড জাতীয় নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।’
জানতে চাইলে মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল বলেন, ‘বিদ্রোহী প্রার্থী থাকায় ভোট ভাগাভাগির কারণে দলীয় প্রার্থীদের পরাজয় হয়েছে। তা ছাড়া আরও কিছু কারণ রয়েছে। এসব ভুলত্রুটি চিহ্নিত ও সেগুলোর সমাধান করে ভবিষ্যতে দলকে সুসংগঠিত করতে দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’
চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারশোঁ ইউপিতে মোস্তাফিজুর রহমান সুমন (আ. লীগ), ভালাইনে গোলাম মোস্তফা মণ্ডল (আ. লীগের বিদ্রোহী), পরানপুরে মাহফুজুর রহমান (আ. লীগ), মান্দা সদর ইউনিয়নে তোফাজ্জল হোসেন (স্বতন্ত্র, জামায়াত), গনেশপুরে শফিকুল ইসলাম বাবুল চৌধুরী (স্বতন্ত্র, বিএনপি), মৈনমে আনিছুর রহমান (আ. লীগের বিদ্রোহী), প্রসাদপুরে আব্দুল মতিন মণ্ডল (স্বতন্ত্র, বিএনপি), কুসুম্বাতে নওফেল আলী মণ্ডল (স্বতন্ত্র, বিএনপি), তেঁতুলিয়ায় এসএম মখলেছুর রহমান (স্বতন্ত্র, জামায়াত), নুরুল্লাবাদে ইয়াছিন আলী প্রামাণিক (স্বতন্ত্র, জামায়াত), কালিকাপুরে আশরাফুল ইসলাম (স্বতন্ত্র, বিএনপি), কাঁশোপাড়ায় আব্দুস সালাম (আ. লীগের বিদ্রোহী), কসবে ফজলুর রহমান (আ. লীগ) ও বিষ্ণুপুরে এসএম গোলাম আজম (আ. লীগের বিদ্রোহী)।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে