‘সী মোরগ’ দিয়ে আজ মঞ্চ খুলছে শিল্পকলার

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

প্রায় তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বল্পপরিসরে চালু হচ্ছে নাট্য প্রদর্শনী। প্রথম দিন জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদর্শিত হবে বাংলাদেশ থিয়েটারের ‘সী মোরগ’।

কয়েক দিন আগে জানা গিয়েছিল, ১১ অক্টোবর থেকে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন ও দুটি মহড়াকক্ষ নাটক মঞ্চায়ন এবং মহড়ার জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত বুধবার একাডেমির জনসংযোগ বিভাগ মিলনায়তন বরাদ্দের তালিকা প্রকাশ করে। তাতে দেখা গেছে, চলতি মাসে ছয়টি নাটকের প্রদর্শনী এবং লালন তিরোধান দিবসের অনুষ্ঠান হবে জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে। যার শুরুটা হচ্ছে বাংলাদেশ থিয়েটারের সী মোরগ দিয়ে। আসাদুল্লাহ ফারাজীর রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন হুমায়ূন কবীর। এটি নাট্যদলটির ষষ্ঠ প্রযোজনা। আজ সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি।

১২ অক্টোবর আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করবে নাটক ‘ময়ূরসিংহাসন’, ১৩ অক্টোবর এথিক মঞ্চস্থ করবে ‘রাজদ্রোহী’। ১৮ অক্টোবর মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের ‘পুলসিরাত’, ১৯ অক্টোবর শিল্পকলা একাডেমি আয়োজন করবে লালন তিরোধান দিবসের অনুষ্ঠান। ২৫ অক্টোবর রয়েছে নাট্যদল স্বপ্নদলের নাটক ‘ত্রিংশ শতাব্দী’ এবং ২৬ অক্টোবর থিয়েটার (আরামবাগ) মঞ্চস্থ করবে ‘নিখাই’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় থেকে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার বিভিন্ন কক্ষে সেনাবাহিনীর কর্মকর্তা ও সেনাসদস্যরা অবস্থান করছেন। তাই নাট্যকর্মী ও দর্শকদের জন্য বন্ধ ছিল একাডেমি। দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটায় এবং সংস্কৃতিকর্মী ও সংগঠনের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বল্পপরিসরে জাতীয় নাট্যশালা মিলনায়তন এবং দুটি মহড়াকক্ষ নাটক মঞ্চায়ন ও মহড়ার জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাডেমি কর্তৃপক্ষ। এখনো সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা সেখানে অবস্থান করায় নিরাপত্তার স্বার্থে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে একাডেমির পক্ষ থেকে।

জুলাই-আগস্টের অস্থিরতা কাটিয়ে আগস্টের শেষ দিকে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে এথিক নাট্যদলের ‘হাঁড়ি ফাটিবে’ দিয়ে ঢাকার মঞ্চে ফেরে নাটক। এবার শিল্পকলা একাডেমি চালু হওয়ায় খুশি নাট্যকর্মীরা। বাংলাদেশ থিয়েটারের খন্দকার শাহ আলম বলেন, ‘৫ আগস্টের অনেক আগে থেকে শিল্পকলা একাডেমি বন্ধ। নবনিযুক্ত ডিজিকে ধন্যবাদ। দায়িত্ব গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে তিনি শিল্পকলা একাডেমি খুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। শিল্পকলা বন্ধ থাকলে সংস্কৃতিকর্মীদের মধ্যে হতাশা আরও বাড়ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত