ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ডিএনসিসির কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ১৩: ১৮

রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫ কার্যালয়ের ভবনের একাধিক জায়গায় ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে। সিঁড়ি ও দেয়ালে দেখা দিয়েছে ফাটল। যেকোনো সময় ভবনটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এক দশক আগেই এই ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তারপরও ঝুঁকি নিয়েই চলছে সেবা কার্যক্রম।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, সম্প্রতি ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কক্ষের ছাদের একাংশ খসে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি। কক্ষটি বর্তমানে তালাবদ্ধ করে রাখা হয়েছে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদ এখন অন্য এক কর্মকর্তার কক্ষে অফিস করেন।

সরেজমিনে দেখা যায়, কারওয়ান বাজারে রংচটা দোতলা ভবনটির সিঁড়ি বেয়ে উঠতে চোখে পড়েছে দেয়াল ফাটলের চিহ্ন। ভবনের এমন পরিস্থিতিতেও আঞ্চলিক কার্যালয়ের সেবা কার্যক্রম থেমে নেই।

ওই কার্যালয়ে কথা হয় ফার্মগেটের ব্যবসায়ী আশিকুজ্জামানের সঙ্গে। তিনি নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স করতে এসেছেন। আশিকুজ্জামান বলেন, ‘বেশ ঝুঁকিপূর্ণ ভবন। ট্রেড লাইসেন্সটা খুব প্রয়োজন, তাই এখানে আসতে হয়েছে।’

ঝুঁকির কথা জেনেও কারওয়ান বাজার আঞ্চলিক কার্যালয়ে প্রতিদিন অফিস করেন উপসহকারী প্রকৌশলী রোটন ভৌমিক। তিনি বলেন, ভয় তো লাগেই। না এসে তো উপায় নেই। 
ডিএনসিসির অঞ্চল-৫-এর তথ্যমতে, আঞ্চলিক এই কার্যালয়টিতে ডিএনসিসির প্রায় ১৫০ জন কর্মী কাজ করেন। এতে প্রতিদিন সেবা নিতে আসে ডিএনসিসির ৯টি ওয়ার্ডের (২৬-৩৪ ওয়ার্ড) ১ হাজারের বেশি সেবাগ্রহীতা।

এ বিষয়ে জানতে চাইলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত অনেক আগে থেকেই। সম্প্রতি ভবনের ছাদ থেকে আস্তরণ খসে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতিমধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ভবনটি পরিদর্শন করেছেন। কারওয়ান বাজার থেকে আঞ্চলিক কার্যালয় দ্রুত স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

২০১৩ সালে কারওয়ান বাজারের আঞ্চলিক কার্যালয়ের ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বুয়েট। এর সঙ্গে ঢাকা উত্তর সিটির মালিকানাধীন আরও ১১টি মার্কেট ভবনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের বাজার শাখার তালিকায়ও ওই মার্কেট ভবনকে পরিত্যক্ত দেখানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫ কার্যালয়ের ভবনের একাধিক জায়গায় ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে। সিঁড়ি ও দেয়ালে দেখা দিয়েছে ফাটল। যেকোনো সময় ভবনটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এক দশক আগেই এই ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তারপরও ঝুঁকি নিয়েই চলছে সেবা কার্যক্রম।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, সম্প্রতি ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কক্ষের ছাদের একাংশ খসে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি। কক্ষটি বর্তমানে তালাবদ্ধ করে রাখা হয়েছে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদ এখন অন্য এক কর্মকর্তার কক্ষে অফিস করেন।

সরেজমিনে দেখা যায়, কারওয়ান বাজারে রংচটা দোতলা ভবনটির সিঁড়ি বেয়ে উঠতে চোখে পড়েছে দেয়াল ফাটলের চিহ্ন। ভবনের এমন পরিস্থিতিতেও আঞ্চলিক কার্যালয়ের সেবা কার্যক্রম থেমে নেই।

ওই কার্যালয়ে কথা হয় ফার্মগেটের ব্যবসায়ী আশিকুজ্জামানের সঙ্গে। তিনি নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স করতে এসেছেন। আশিকুজ্জামান বলেন, ‘বেশ ঝুঁকিপূর্ণ ভবন। ট্রেড লাইসেন্সটা খুব প্রয়োজন, তাই এখানে আসতে হয়েছে।’

ঝুঁকির কথা জেনেও কারওয়ান বাজার আঞ্চলিক কার্যালয়ে প্রতিদিন অফিস করেন উপসহকারী প্রকৌশলী রোটন ভৌমিক। তিনি বলেন, ভয় তো লাগেই। না এসে তো উপায় নেই। 
ডিএনসিসির অঞ্চল-৫-এর তথ্যমতে, আঞ্চলিক এই কার্যালয়টিতে ডিএনসিসির প্রায় ১৫০ জন কর্মী কাজ করেন। এতে প্রতিদিন সেবা নিতে আসে ডিএনসিসির ৯টি ওয়ার্ডের (২৬-৩৪ ওয়ার্ড) ১ হাজারের বেশি সেবাগ্রহীতা।

এ বিষয়ে জানতে চাইলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত অনেক আগে থেকেই। সম্প্রতি ভবনের ছাদ থেকে আস্তরণ খসে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতিমধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ভবনটি পরিদর্শন করেছেন। কারওয়ান বাজার থেকে আঞ্চলিক কার্যালয় দ্রুত স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

২০১৩ সালে কারওয়ান বাজারের আঞ্চলিক কার্যালয়ের ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বুয়েট। এর সঙ্গে ঢাকা উত্তর সিটির মালিকানাধীন আরও ১১টি মার্কেট ভবনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের বাজার শাখার তালিকায়ও ওই মার্কেট ভবনকে পরিত্যক্ত দেখানো হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত