বাগেরহাট প্রতিনিধি
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি-বিষয়ক সংস্থা ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত স্থাপনা খানজাহান আলীর (রহ.) বসতভিটা খনন শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। খননের মাধ্যমে ভূমির স্তরবিন্যাস, স্থাপত্যশৈলী ও কালানুক্রমিক বের করার চেষ্টা করা হবে।
মাটির নিচে পাওয়া বিভিন্ন বস্তু পরীক্ষা-নিরীক্ষা শেষে নিবন্ধন করে বিভিন্ন জাদুঘরে রাখা হবে। এই গবেষণার ফলাফল খানজাহান আমলের বিভিন্ন স্থাপনার প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বৃদ্ধি করবে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাগেরহাটের কাস্টোডিয়ান মো. যায়েদ।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা যায়, ইউনেসকো ১৯৮৫ সালে খান জাহান আলী (রহ.)-এর নির্মিত ষাটগম্বুজ মসজিদসহ ১৭টি স্থাপনাকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় অবস্থিত খানজাহান আলীর (রহ.) বসতভিটা অন্যতম।
বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হওয়ার পরও দীর্ঘদিন ধরে খানজাহানের বসতভিটা অবহেলিত ছিল। স্থানীয়দের গোচারণ ভূমিতে পরিণত হয়েছিল বসতভিটার ঢিবিগুলো। ২০০০ সালের পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বসতভিটাকে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব নির্ণয়ের জন্য কয়েক দফায় খনন করে। টিনশেডের একটি সাইড অফিসও তৈরি করা হয়। এরই ধারাবাহিকতায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতার নেতৃত্বে আবারও খননকাজ শুরু হয়েছে। বিভিন্ন গ্রেডের সাতজন কর্মকর্তা ও অনিয়মিত ১৪ জন শ্রমিক এই খননকাজ ও গবেষণায় অংশগ্রহণ করছেন। গত ৩১ ডিসেম্বর শুরু হওয়া খননকাজে ইতিমধ্যে মাটির নিচে ইটের দেয়াল, সিমেন্ট ও বালুর তৈরি মেঝে, সুলতানি আমলে ব্যবহৃত মাটির তৈরি পানির পাত্র, মাটির ঢাকনাসহ নানা তৈজসপত্র ও বস্তু পাওয়া গেছে। এসব বস্তু দেখতে প্রতিদিন স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও দর্শনার্থীরা ভিড় করছেন। সাড়ে ৬০০ বছর আগের নিদর্শন দেখে খুশি তাঁরা।
বাগেরহাট সদর উপজেলার বাগমারা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তিথি বলে, ‘স্কুলে এসে শুনলাম খানজাহান আলীর (রহ.) বসতভিটা খনন করা হচ্ছে।
পুরোনো আমলের অনেক কিছু পাওয়া গেছে। এখানে এসে দেখলাম। সাড়ে ৬০০ বছরের পুরোনো ইটের দেয়াল ও মাটির তৈরি তৈজসপত্র দেখে খুব ভালো লাগল।’
ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী চাঁদনি বলে, ‘বন্ধুদের সঙ্গে এখানে খননকাজ দেখতে এসেছি। যাঁরা খনন করছেন, তাঁরা আমাদের বিভিন্ন বস্তু দেখিয়ে ইতিহাস বলেন।
কীভাবে এগুলো মাটির নিচে এসেছে তা জেনে আমাদের খুবই ভালো লেগেছে।’
চাকরির সুবাদে রাজশাহী থেকে বাগেরহাটে আসা মো. শফিকুর রহমান বলেন, ‘এখানে মাটির নিচের দেয়াল ও মেঝে দেখে বুঝলাম সাড়ে ৬০০ বছর আগেও আমাদের পূর্বপুরুষদের ইতিহাস সমৃদ্ধ ছিল। এটা নিজ চোখে দেখে খুবই ভালো লাগল।’
প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনার আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার আল আমিন বলেন, আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতার নেতৃত্বে তাঁরা বিভিন্ন গ্রেডের সাতজন কর্মকর্তা এই গবেষণাকাজ করছেন। এ ছাড়া খননের জন্য ১৪ জন অনিয়মিত শ্রমিক সকাল সাড়ে ৬টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কাজ করছেন। এই কাজ খুবই সূক্ষ্মভাবে করতে হয়। একটু এদিক-ওদিক বা উল্টোপাল্টা হলে অনেক গুরুত্বপূর্ণ বস্তু নষ্ট হতে পারে।
আল আমিন আরও বলেন, গত ৩১ ডিসেম্বর শুরু হওয়া এই খননকাজ ৩১ জানুয়ারি শেষ হবে। এরপরও এই বসতভিটা নিয়ে তাঁদের গবেষণা চলমান থাকবে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাগেরহাটের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, তাঁদের খননকাজের মূল উদ্দেশ্য ভূমির স্তরবিন্যাস, স্থাপত্যশৈলী ও কালানুক্রম বের করা। খনন
করে পাওয়া স্থাপনা, ইট ও তৈজসপত্রসহ নানা তথ্য-উপাত্ত নিয়ে তাঁরা গবেষণা করবেন। এ ছাড়া খনন করে পাওয়া গুরুত্বপূর্ণ বস্তুর পরীক্ষা-নিরীক্ষা শেষে নিবন্ধন করা হবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশে এসব বস্তু জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি-বিষয়ক সংস্থা ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত স্থাপনা খানজাহান আলীর (রহ.) বসতভিটা খনন শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। খননের মাধ্যমে ভূমির স্তরবিন্যাস, স্থাপত্যশৈলী ও কালানুক্রমিক বের করার চেষ্টা করা হবে।
মাটির নিচে পাওয়া বিভিন্ন বস্তু পরীক্ষা-নিরীক্ষা শেষে নিবন্ধন করে বিভিন্ন জাদুঘরে রাখা হবে। এই গবেষণার ফলাফল খানজাহান আমলের বিভিন্ন স্থাপনার প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বৃদ্ধি করবে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাগেরহাটের কাস্টোডিয়ান মো. যায়েদ।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা যায়, ইউনেসকো ১৯৮৫ সালে খান জাহান আলী (রহ.)-এর নির্মিত ষাটগম্বুজ মসজিদসহ ১৭টি স্থাপনাকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় অবস্থিত খানজাহান আলীর (রহ.) বসতভিটা অন্যতম।
বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হওয়ার পরও দীর্ঘদিন ধরে খানজাহানের বসতভিটা অবহেলিত ছিল। স্থানীয়দের গোচারণ ভূমিতে পরিণত হয়েছিল বসতভিটার ঢিবিগুলো। ২০০০ সালের পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বসতভিটাকে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব নির্ণয়ের জন্য কয়েক দফায় খনন করে। টিনশেডের একটি সাইড অফিসও তৈরি করা হয়। এরই ধারাবাহিকতায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতার নেতৃত্বে আবারও খননকাজ শুরু হয়েছে। বিভিন্ন গ্রেডের সাতজন কর্মকর্তা ও অনিয়মিত ১৪ জন শ্রমিক এই খননকাজ ও গবেষণায় অংশগ্রহণ করছেন। গত ৩১ ডিসেম্বর শুরু হওয়া খননকাজে ইতিমধ্যে মাটির নিচে ইটের দেয়াল, সিমেন্ট ও বালুর তৈরি মেঝে, সুলতানি আমলে ব্যবহৃত মাটির তৈরি পানির পাত্র, মাটির ঢাকনাসহ নানা তৈজসপত্র ও বস্তু পাওয়া গেছে। এসব বস্তু দেখতে প্রতিদিন স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও দর্শনার্থীরা ভিড় করছেন। সাড়ে ৬০০ বছর আগের নিদর্শন দেখে খুশি তাঁরা।
বাগেরহাট সদর উপজেলার বাগমারা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তিথি বলে, ‘স্কুলে এসে শুনলাম খানজাহান আলীর (রহ.) বসতভিটা খনন করা হচ্ছে।
পুরোনো আমলের অনেক কিছু পাওয়া গেছে। এখানে এসে দেখলাম। সাড়ে ৬০০ বছরের পুরোনো ইটের দেয়াল ও মাটির তৈরি তৈজসপত্র দেখে খুব ভালো লাগল।’
ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী চাঁদনি বলে, ‘বন্ধুদের সঙ্গে এখানে খননকাজ দেখতে এসেছি। যাঁরা খনন করছেন, তাঁরা আমাদের বিভিন্ন বস্তু দেখিয়ে ইতিহাস বলেন।
কীভাবে এগুলো মাটির নিচে এসেছে তা জেনে আমাদের খুবই ভালো লেগেছে।’
চাকরির সুবাদে রাজশাহী থেকে বাগেরহাটে আসা মো. শফিকুর রহমান বলেন, ‘এখানে মাটির নিচের দেয়াল ও মেঝে দেখে বুঝলাম সাড়ে ৬০০ বছর আগেও আমাদের পূর্বপুরুষদের ইতিহাস সমৃদ্ধ ছিল। এটা নিজ চোখে দেখে খুবই ভালো লাগল।’
প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনার আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার আল আমিন বলেন, আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতার নেতৃত্বে তাঁরা বিভিন্ন গ্রেডের সাতজন কর্মকর্তা এই গবেষণাকাজ করছেন। এ ছাড়া খননের জন্য ১৪ জন অনিয়মিত শ্রমিক সকাল সাড়ে ৬টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কাজ করছেন। এই কাজ খুবই সূক্ষ্মভাবে করতে হয়। একটু এদিক-ওদিক বা উল্টোপাল্টা হলে অনেক গুরুত্বপূর্ণ বস্তু নষ্ট হতে পারে।
আল আমিন আরও বলেন, গত ৩১ ডিসেম্বর শুরু হওয়া এই খননকাজ ৩১ জানুয়ারি শেষ হবে। এরপরও এই বসতভিটা নিয়ে তাঁদের গবেষণা চলমান থাকবে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাগেরহাটের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, তাঁদের খননকাজের মূল উদ্দেশ্য ভূমির স্তরবিন্যাস, স্থাপত্যশৈলী ও কালানুক্রম বের করা। খনন
করে পাওয়া স্থাপনা, ইট ও তৈজসপত্রসহ নানা তথ্য-উপাত্ত নিয়ে তাঁরা গবেষণা করবেন। এ ছাড়া খনন করে পাওয়া গুরুত্বপূর্ণ বস্তুর পরীক্ষা-নিরীক্ষা শেষে নিবন্ধন করা হবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশে এসব বস্তু জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে