Ajker Patrika

ধানের দাম ভালো থাকায় আগ্রহ বেড়েছে আউশে

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
ধানের দাম ভালো থাকায় আগ্রহ বেড়েছে আউশে

বোরো ধান কাটা শেষ না হতেই নেত্রকোনার বারহাট্টা উপজেলার কৃষকেরা আউশ ধান চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকেরা আউশ ধান চাষে আগ্রহী হয়েছেন।

 উপজেলা কৃষি অফিস বলছে, এ বছর উপজেলায় আউশ ধানের আবাদ হচ্ছে ৩৮ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬২ মেট্রিক টন। কৃষকদের দাবি গত বছরের তুলনায় এ বছর বেশি জমিতে আউশ ধানের চাষ হচ্ছে। আউশ ধান চাষের উপযুক্ত সময় বৈশাখ মাস থেকে শুরু করে ভাদ্র মাসের মাঝামাঝি সময়। ৫ মাসের আয়ুস্কালে কৃষকেরা ধানের ফলন পেয়ে থাকেন। বর্তমানে বারহাট্টা উপজেলায় আউশ ধান চাষ ও চারার পরিচর্চায়  ব্যস্ত কৃষকেরা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার বারহাট্টা সদর ইউনিয়ন, আসমা ইউনিয়ন, সিংধা ইউনিয়ন, সাহতা ইউনিয়ন ও বাউসি ইউনিয়নের কৃষকেরা আউশ ধান আবাদে ব্যস্ত। তাঁরা জমি প্রস্তুতকরণ ও বীজ রোপণে তাঁদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছেন।

উপজেলার বীর পাগলী গ্রামের কৃষক এরশাদুর রহমান বলেন, ‘১০ থেকে ১২ দিন আগে থেকে আউশ ধান বুনা শুরু করেছেন তিনি।’ সাহতা ইউনিয়নের কৃষক জলিল মিয়া, সুবাস চন্দ্র  ও শাহীন মৃধা বলেন, ‘আমরা প্রত্যেকেই প্রায় চার কাঠা করে জমিতে আউশ ধানের চারা রোপণ শেষ করেছি। বাকি জমি প্রস্তুত শেষ হয়েছে। দ্রুত রোপন শুরু করব।’

বাউসি ইউনিয়নের কৃষক আব্দুল মান্নান বলেন, ‘৫ একর জমিতে আউশ ধানের চারা রোপণ করেছি। উপজেলা কৃষি অফিস থেকে আউশ ধান চাষ করতে সার ও বীজ পেয়েছি। আশা করি লাভবান হব।’

বারহাট্টা উপজেলা কৃষি অফিসার রাকিবুল হাসান করিম বলেন, ‘৩৮ হেক্টর জমিতে আউশ ধান চাষ হচ্ছে এই মৌসুমে। আশা করি আবহাওয়া অনুকূলে থাকলে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তিনি আরও বলেন, ‘কৃষকদের আউশ ধান চাষে উৎসাহ দিতে ২০০ জন কৃষককে সার ও বীজ দেওয়া হয়েছে। কৃষকেরা লাভবান হলে সামনের মৌসুমে আউশ ধানের চাষ আরও বাড়তে পারে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত