বেড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার বেড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে এ মানববন্ধন হয়।
এ সময় তাঁরা হামলার জন্য সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নায়েব আলীকে দায়ী করেন। মানববন্ধন থেকে মো. নায়েব আলীকে দুর্নীতিবাজ, চরিত্রহীন ও সন্ত্রাসী আখ্যা দিয়ে অবিলম্বে তাঁকে গ্রেপ্তার ও বিচার দাবি করেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।
সন্ত্রাসী হামলার শিকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, গত সোমবার আমি দাপ্তরিক কাজে রাজশাহী যাচ্ছিলাম। সকাল পৌনে সাতটার দিকে বেড়া সিঅ্যান্ডবি বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে আমার ওপর নায়েব আলীসহ তাঁর সহযোগীরা হামলা করে। এ সময় নায়েব আলী আমির সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেন। ওই ব্যাগের ৫০ হাজার টাকা ও বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র ছিল। এ বিষয়ে সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
মানববন্ধনে বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মো. আব্দুস সালাম বলেন, ‘সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নায়েব আলীকে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ বরখাস্ত করার পর থেকেই তিনি নানাভাবে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকি দিচ্ছিলেন। এই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
বিদ্যালয়ের দপ্তরি মনিরুল ইসলাম অভিযোগে বলেন, ‘নায়েব আলী আমাকে প্রায় সময়ই বিভিন্ন অনৈতিক ফরমায়েশ করতেন। সেসব ফরমায়েশ না শুনলে অকথ্য ভাষায় গালাগাল করতেন।’
ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ‘সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নায়েব আলী আমাকে সবসময় মানসিক নির্যাতন করতেন। আমার মাকে বিয়ের প্রস্তাব দিয়ে তাঁকে বাবা ডাকতে বাধ্য করতেন।’
অভিযোগের বিষয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নায়েব আলী বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। আমি ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে অত্যন্ত সততা ও স্বচ্ছতার স্বাক্ষর রেখেছি। যা এলাকাবাসী ও সচেতন অভিভাবকেরা জানেন।’
সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নেওয়া করা হয়েছে। খুব অল্পসময়ে মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পাবনার বেড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে এ মানববন্ধন হয়।
এ সময় তাঁরা হামলার জন্য সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নায়েব আলীকে দায়ী করেন। মানববন্ধন থেকে মো. নায়েব আলীকে দুর্নীতিবাজ, চরিত্রহীন ও সন্ত্রাসী আখ্যা দিয়ে অবিলম্বে তাঁকে গ্রেপ্তার ও বিচার দাবি করেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।
সন্ত্রাসী হামলার শিকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, গত সোমবার আমি দাপ্তরিক কাজে রাজশাহী যাচ্ছিলাম। সকাল পৌনে সাতটার দিকে বেড়া সিঅ্যান্ডবি বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে আমার ওপর নায়েব আলীসহ তাঁর সহযোগীরা হামলা করে। এ সময় নায়েব আলী আমির সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেন। ওই ব্যাগের ৫০ হাজার টাকা ও বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র ছিল। এ বিষয়ে সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
মানববন্ধনে বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মো. আব্দুস সালাম বলেন, ‘সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নায়েব আলীকে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ বরখাস্ত করার পর থেকেই তিনি নানাভাবে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকি দিচ্ছিলেন। এই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
বিদ্যালয়ের দপ্তরি মনিরুল ইসলাম অভিযোগে বলেন, ‘নায়েব আলী আমাকে প্রায় সময়ই বিভিন্ন অনৈতিক ফরমায়েশ করতেন। সেসব ফরমায়েশ না শুনলে অকথ্য ভাষায় গালাগাল করতেন।’
ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ‘সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নায়েব আলী আমাকে সবসময় মানসিক নির্যাতন করতেন। আমার মাকে বিয়ের প্রস্তাব দিয়ে তাঁকে বাবা ডাকতে বাধ্য করতেন।’
অভিযোগের বিষয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নায়েব আলী বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। আমি ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে অত্যন্ত সততা ও স্বচ্ছতার স্বাক্ষর রেখেছি। যা এলাকাবাসী ও সচেতন অভিভাবকেরা জানেন।’
সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নেওয়া করা হয়েছে। খুব অল্পসময়ে মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৩ ঘণ্টা আগেপর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে