Ajker Patrika

মেয়াদোত্তীর্ণ প্যাকেটে মেয়াদ বসিয়ে প্রতারণা

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪: ২৯
মেয়াদোত্তীর্ণ প্যাকেটে মেয়াদ বসিয়ে প্রতারণা

মেয়াদোত্তীর্ণ আটার প্যাকেটে মেয়াদ বসিয়ে প্রতারণা করায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগরে মেসার্স অন্নপূর্ণা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার আসাননগর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। এ সময় বসুন্ধরার কোম্পানির ডিলারের গুদামে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ প্যাকেট আটা জব্দ করা হয়। জব্দকৃত আটার মেয়াদোত্তীর্ণ হলেও ডিলার ওই প্যাকেটের মেয়াদ মুছে নতুন সিলের মাধ্যমে মেয়াদ বসিয়ে দেন। পরে মেসার্স অন্নপূর্ণা ট্রেডার্সের মালিক অসিম সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে সজল আহম্মেদ বলেন, জব্দ আটা নষ্ট করা হয়েছে। অভিযানে সহযোগিতায় ছিলেন উপপরিদর্শক তারিফের নেতৃত্বে আলমডাঙ্গা থানা–পুলিশের একটি টিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত