Ajker Patrika

‘স্বপ্নেও ভাবিনি আমাদের এমন ঘর হবে’

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১০: ২৪
‘স্বপ্নেও ভাবিনি আমাদের এমন ঘর হবে’

রাঙামাটির বাঘাইছড়িতে থানা-পুলিশের পক্ষ থেকে দুর্যোগ সহনীয় ঘর পেয়েছেন বিধবা প্রতিভা রানী চাকমা (৫০)। কাজ শুরুর এক মাসের মধ্যেই বিশেষ নকশার নতুন ঘরে বসবাস শুরু করেছে পরিবারটি।

গত শুক্রবার সকালে বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের জীবতলী-শান্তিপুর এলাকায় প্রতিভা রানী চাকমার পরিবারকে নতুন বাড়িতে দেখা যায়। প্রতিভা রানীর ছেলে বাবলুমণি চাকমা বলেন, ‘স্বপ্নেও ভাবিনি আমাদের এমন ঘর হবে।’ এ জন্য রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন ও বাঘাইছড়ি থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি আনোয়ার হোসেন খানের প্রতি তাঁরা কৃতজ্ঞতা জানান।

জানা গেছে, দেশের প্রতিটি থানা-পুলিশের পক্ষ থেকে ২ শতক জমিসহ একটি করে নতুন ঘর উপহার পাবে ভূমি ও গৃহহীন পরিবার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর সব গৃহহীন দুস্থ পরিবারের আশ্রয়ণ বাস্তবায়নের অংশ হিসেবে এই ঘর দেওয়া হচ্ছে।

দীর্ঘদিন এক সন্তানকে নিয়ে জরাজীর্ণ ঘরে বসবাস করতেন বিধবা প্রতিভা রানী চাকমা। উপজেলা সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকায় পান-সিগারেট বিক্রি করে কোনোরকমে জীবনযাপন করেন। ব্যাংকে যাতায়াতের সুবাদে বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খানের নজরে আসে বিষয়টি। তাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ঘরের জন্য তাঁকে মনোনয়ন করে খুব অল্প সময়ের মধ্যে একটি দুর্যোগ সহশীল ঘর তৈরি করে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এদিকে পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন জনপ্রতিনিধিরাও। উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, ‘থানার ওসি মহোদয় প্রতিভার বিষয়ে আমাকে জিজ্ঞেস করেছেন। আমিও সায় দিয়ে বলেছি, একজন যোগ্য প্রার্থী বাছাই করেছেন। প্রতিভা রানীর মতো অসহায় পরিবারগুলোই এমন সহায়তা পাওয়ার যোগ্য।’

নারী ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা বলেন, ‘পুলিশের এমন জনহিতকর কাজে আমরা আনন্দিত। এমন ভালো কাজ আরও বেশি আশা করি।’

বাঘাইছড়ি থানার সার্কেলের এএসপি আবদুল আওয়াল বলেন, ‘বাংলাদেশ পুলিশের জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে দেশের প্রতিটি থানার মতো বাঘাইছড়িতে ঘর পেয়েছেন প্রতিভা রানী চাকমা। এতে পরিবারটি বাকি জীবন কিছুটা হলেও স্বচ্ছন্দ্যে কাটাতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত