বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়িতে থানা-পুলিশের পক্ষ থেকে দুর্যোগ সহনীয় ঘর পেয়েছেন বিধবা প্রতিভা রানী চাকমা (৫০)। কাজ শুরুর এক মাসের মধ্যেই বিশেষ নকশার নতুন ঘরে বসবাস শুরু করেছে পরিবারটি।
গত শুক্রবার সকালে বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের জীবতলী-শান্তিপুর এলাকায় প্রতিভা রানী চাকমার পরিবারকে নতুন বাড়িতে দেখা যায়। প্রতিভা রানীর ছেলে বাবলুমণি চাকমা বলেন, ‘স্বপ্নেও ভাবিনি আমাদের এমন ঘর হবে।’ এ জন্য রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন ও বাঘাইছড়ি থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি আনোয়ার হোসেন খানের প্রতি তাঁরা কৃতজ্ঞতা জানান।
জানা গেছে, দেশের প্রতিটি থানা-পুলিশের পক্ষ থেকে ২ শতক জমিসহ একটি করে নতুন ঘর উপহার পাবে ভূমি ও গৃহহীন পরিবার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর সব গৃহহীন দুস্থ পরিবারের আশ্রয়ণ বাস্তবায়নের অংশ হিসেবে এই ঘর দেওয়া হচ্ছে।
দীর্ঘদিন এক সন্তানকে নিয়ে জরাজীর্ণ ঘরে বসবাস করতেন বিধবা প্রতিভা রানী চাকমা। উপজেলা সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকায় পান-সিগারেট বিক্রি করে কোনোরকমে জীবনযাপন করেন। ব্যাংকে যাতায়াতের সুবাদে বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খানের নজরে আসে বিষয়টি। তাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ঘরের জন্য তাঁকে মনোনয়ন করে খুব অল্প সময়ের মধ্যে একটি দুর্যোগ সহশীল ঘর তৈরি করে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এদিকে পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন জনপ্রতিনিধিরাও। উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, ‘থানার ওসি মহোদয় প্রতিভার বিষয়ে আমাকে জিজ্ঞেস করেছেন। আমিও সায় দিয়ে বলেছি, একজন যোগ্য প্রার্থী বাছাই করেছেন। প্রতিভা রানীর মতো অসহায় পরিবারগুলোই এমন সহায়তা পাওয়ার যোগ্য।’
নারী ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা বলেন, ‘পুলিশের এমন জনহিতকর কাজে আমরা আনন্দিত। এমন ভালো কাজ আরও বেশি আশা করি।’
বাঘাইছড়ি থানার সার্কেলের এএসপি আবদুল আওয়াল বলেন, ‘বাংলাদেশ পুলিশের জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে দেশের প্রতিটি থানার মতো বাঘাইছড়িতে ঘর পেয়েছেন প্রতিভা রানী চাকমা। এতে পরিবারটি বাকি জীবন কিছুটা হলেও স্বচ্ছন্দ্যে কাটাতে পারবে।’
রাঙামাটির বাঘাইছড়িতে থানা-পুলিশের পক্ষ থেকে দুর্যোগ সহনীয় ঘর পেয়েছেন বিধবা প্রতিভা রানী চাকমা (৫০)। কাজ শুরুর এক মাসের মধ্যেই বিশেষ নকশার নতুন ঘরে বসবাস শুরু করেছে পরিবারটি।
গত শুক্রবার সকালে বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের জীবতলী-শান্তিপুর এলাকায় প্রতিভা রানী চাকমার পরিবারকে নতুন বাড়িতে দেখা যায়। প্রতিভা রানীর ছেলে বাবলুমণি চাকমা বলেন, ‘স্বপ্নেও ভাবিনি আমাদের এমন ঘর হবে।’ এ জন্য রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন ও বাঘাইছড়ি থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি আনোয়ার হোসেন খানের প্রতি তাঁরা কৃতজ্ঞতা জানান।
জানা গেছে, দেশের প্রতিটি থানা-পুলিশের পক্ষ থেকে ২ শতক জমিসহ একটি করে নতুন ঘর উপহার পাবে ভূমি ও গৃহহীন পরিবার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর সব গৃহহীন দুস্থ পরিবারের আশ্রয়ণ বাস্তবায়নের অংশ হিসেবে এই ঘর দেওয়া হচ্ছে।
দীর্ঘদিন এক সন্তানকে নিয়ে জরাজীর্ণ ঘরে বসবাস করতেন বিধবা প্রতিভা রানী চাকমা। উপজেলা সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকায় পান-সিগারেট বিক্রি করে কোনোরকমে জীবনযাপন করেন। ব্যাংকে যাতায়াতের সুবাদে বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খানের নজরে আসে বিষয়টি। তাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ঘরের জন্য তাঁকে মনোনয়ন করে খুব অল্প সময়ের মধ্যে একটি দুর্যোগ সহশীল ঘর তৈরি করে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এদিকে পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন জনপ্রতিনিধিরাও। উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, ‘থানার ওসি মহোদয় প্রতিভার বিষয়ে আমাকে জিজ্ঞেস করেছেন। আমিও সায় দিয়ে বলেছি, একজন যোগ্য প্রার্থী বাছাই করেছেন। প্রতিভা রানীর মতো অসহায় পরিবারগুলোই এমন সহায়তা পাওয়ার যোগ্য।’
নারী ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা বলেন, ‘পুলিশের এমন জনহিতকর কাজে আমরা আনন্দিত। এমন ভালো কাজ আরও বেশি আশা করি।’
বাঘাইছড়ি থানার সার্কেলের এএসপি আবদুল আওয়াল বলেন, ‘বাংলাদেশ পুলিশের জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে দেশের প্রতিটি থানার মতো বাঘাইছড়িতে ঘর পেয়েছেন প্রতিভা রানী চাকমা। এতে পরিবারটি বাকি জীবন কিছুটা হলেও স্বচ্ছন্দ্যে কাটাতে পারবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে