রয়টার্স, লিমা
শেয়ালের চরিত্র কারও অজানা নয়। এ কারণেই ধূর্ত মানুষকে শেয়ালের সঙ্গে তুলনা করা হয়। চুপিসারে হানা দিয়ে হাঁস-মুরগি ধরে নিয়ে যাওয়া কিংবা খেয়ে পালক-হাড় ফেলে যাওয়া শেয়ালের জন্য তেমন কঠিন কাজ নয়। আর এ কারণেই অনেকে বাড়িতে কুকুর পোষেন। প্রভুভক্ত এই প্রাণীটিকে যে শেয়াল জমের মতো ভয় পায়, তা সবারই জানা। কিন্তু পেরুর একটি পরিবার ‘কুকুর’ ভেবে যে ছানাটি কিনে এনেছিল, তা কিছুতেই কুকুর ছিল না। প্রতিবেশীদের হাঁস-মুরগি সামনে পেয়েই প্রাণীটি প্রমাণ করে দেয়, সে শেয়াল ছাড়া আর কিছু নয়।
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমার বাসিন্দা মারিবেল সোতেলো ও তাঁর পরিবার কিছুদিন আগে দোকান থেকে একটি ‘কুকুরছানা’ কিনে আনেন। তখন তাঁরা ভুলেও ভাবতে পারেননি তাঁরা আসলে একটি শেয়ালছানা কিনেছেন। ছানাটিও প্রথমদিকে কুকুরের মতোই আচরণ করেছে, প্রতিবেশীদের কুকুরের সঙ্গে খেলা করেছে। কিন্তু ছানাটি একটু বড় হতেই গোলমাল ধরা পড়ে। প্রাণীটি প্রতিবেশীদের হাঁস-মুরগি ধাওয়া করতে শুরু করে। ভাবটা এমন যে সেগুলোকে তেড়ে ধরে খেয়ে ফেলবে সে।
এভাবে কয়েক দিন চলার পর প্রতিবেশীরা অভিযোগ করতে শুরু করলেন। আরেকটু বড় হতেই শারীরিক গঠন ও বৈশিষ্ট্য আরও স্পষ্ট হলো। চিকন পায়ের প্রাণীটির লেজ লোমশ, মুখমণ্ডল চোখা আর কান খাড়া হয়ে উঠল। পরে জানা যায়, এটি আসলে আন্দিয়ান প্রজাতির শেয়াল।
আন্দিয়ান প্রজাতির শেয়াল আসলে ঠিক পুরোপুরি শেয়াল নয়। মূলত নেকড়ে আর খেঁকশেয়ালের মাঝামাঝি একটি প্রজাতি এটি। বিজ্ঞানীদের মতে, দক্ষিণ আমেরিকান প্রজাতির শেয়ালের একটি অংশ প্রাকৃতিকভাবে বিবর্তিত হয়ে আজকের আন্দিয়ান শেয়ালে পরিণত হয়েছে। এই প্রজাতি জোরো কালপিও, আন্দিয়ান জোরো, পারামো নেকড়ে, আন্দিয়ান নেকড়ে এবং কলপিও শেয়াল নামেও পরিচিত।
শেয়ালটির মালিক মারিবেল সোতেলো বলেন, ‘আমরা ভেবেছিলাম, প্রাণীটি খাঁটি কুকুরছানা। ছয় মাস আগে আমার কিশোর ছেলে একটি দোকান থেকে ১৩ মার্কিন ডলার দিয়ে ছানাটি কিনে আনে।’ কিছুটা অনুশোচনা নিয়েই তিনি বলেন, ‘একদিন প্রতিবেশী এক নারী অভিযোগ করলেন, আমাদের পোষা প্রাণী তাঁর তিনটি গিনিপিগ খেয়ে ফেলেছে। ওই তিন গিনিপিগের মূল্য পরিশোধ করতে হয়েছে আমাদের।’ তিনি আরও জানান, কিছুদিন আগে শেয়ালটি বাড়ি ছেড়ে পালায়। পেরুর পুলিশ এবং জাতীয় বন ও বন্য প্রাণী সংস্থার কর্মকর্তারা তাকে খুঁজছে। প্রাণীটিকে পাওয়া গেলে বিশেষ কোনো প্রাণী কেন্দ্র বা চিড়িয়াখানায় রাখা হবে।
পশুচিকিৎসক ও পেরুর জাতীয় বন ও বন্য প্রাণী সংস্থার বিশেষজ্ঞ ওয়াল্টার সিলভা বলেন, আমাজন অঞ্চল থেকে পাচারকারীরা অনেক প্রাণী লিমায় আনে। ওই শেয়ালটিও পাচারের শিকার। এরপর সেটিকে কুকুর বলে চালিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, চলতি বছর তাঁর সংস্থা শুধু রাজধানী লিমাতেই ১২৮টি অভিযান চালিয়ে বন্য প্রাণী উদ্ধার করেছে। পেরুতে বন্য প্রাণী পাচার ও অবৈধভাবে কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে ৩ থেকে ৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তারপরও পাচার বন্ধ করা যাচ্ছে না।
শেয়ালের চরিত্র কারও অজানা নয়। এ কারণেই ধূর্ত মানুষকে শেয়ালের সঙ্গে তুলনা করা হয়। চুপিসারে হানা দিয়ে হাঁস-মুরগি ধরে নিয়ে যাওয়া কিংবা খেয়ে পালক-হাড় ফেলে যাওয়া শেয়ালের জন্য তেমন কঠিন কাজ নয়। আর এ কারণেই অনেকে বাড়িতে কুকুর পোষেন। প্রভুভক্ত এই প্রাণীটিকে যে শেয়াল জমের মতো ভয় পায়, তা সবারই জানা। কিন্তু পেরুর একটি পরিবার ‘কুকুর’ ভেবে যে ছানাটি কিনে এনেছিল, তা কিছুতেই কুকুর ছিল না। প্রতিবেশীদের হাঁস-মুরগি সামনে পেয়েই প্রাণীটি প্রমাণ করে দেয়, সে শেয়াল ছাড়া আর কিছু নয়।
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমার বাসিন্দা মারিবেল সোতেলো ও তাঁর পরিবার কিছুদিন আগে দোকান থেকে একটি ‘কুকুরছানা’ কিনে আনেন। তখন তাঁরা ভুলেও ভাবতে পারেননি তাঁরা আসলে একটি শেয়ালছানা কিনেছেন। ছানাটিও প্রথমদিকে কুকুরের মতোই আচরণ করেছে, প্রতিবেশীদের কুকুরের সঙ্গে খেলা করেছে। কিন্তু ছানাটি একটু বড় হতেই গোলমাল ধরা পড়ে। প্রাণীটি প্রতিবেশীদের হাঁস-মুরগি ধাওয়া করতে শুরু করে। ভাবটা এমন যে সেগুলোকে তেড়ে ধরে খেয়ে ফেলবে সে।
এভাবে কয়েক দিন চলার পর প্রতিবেশীরা অভিযোগ করতে শুরু করলেন। আরেকটু বড় হতেই শারীরিক গঠন ও বৈশিষ্ট্য আরও স্পষ্ট হলো। চিকন পায়ের প্রাণীটির লেজ লোমশ, মুখমণ্ডল চোখা আর কান খাড়া হয়ে উঠল। পরে জানা যায়, এটি আসলে আন্দিয়ান প্রজাতির শেয়াল।
আন্দিয়ান প্রজাতির শেয়াল আসলে ঠিক পুরোপুরি শেয়াল নয়। মূলত নেকড়ে আর খেঁকশেয়ালের মাঝামাঝি একটি প্রজাতি এটি। বিজ্ঞানীদের মতে, দক্ষিণ আমেরিকান প্রজাতির শেয়ালের একটি অংশ প্রাকৃতিকভাবে বিবর্তিত হয়ে আজকের আন্দিয়ান শেয়ালে পরিণত হয়েছে। এই প্রজাতি জোরো কালপিও, আন্দিয়ান জোরো, পারামো নেকড়ে, আন্দিয়ান নেকড়ে এবং কলপিও শেয়াল নামেও পরিচিত।
শেয়ালটির মালিক মারিবেল সোতেলো বলেন, ‘আমরা ভেবেছিলাম, প্রাণীটি খাঁটি কুকুরছানা। ছয় মাস আগে আমার কিশোর ছেলে একটি দোকান থেকে ১৩ মার্কিন ডলার দিয়ে ছানাটি কিনে আনে।’ কিছুটা অনুশোচনা নিয়েই তিনি বলেন, ‘একদিন প্রতিবেশী এক নারী অভিযোগ করলেন, আমাদের পোষা প্রাণী তাঁর তিনটি গিনিপিগ খেয়ে ফেলেছে। ওই তিন গিনিপিগের মূল্য পরিশোধ করতে হয়েছে আমাদের।’ তিনি আরও জানান, কিছুদিন আগে শেয়ালটি বাড়ি ছেড়ে পালায়। পেরুর পুলিশ এবং জাতীয় বন ও বন্য প্রাণী সংস্থার কর্মকর্তারা তাকে খুঁজছে। প্রাণীটিকে পাওয়া গেলে বিশেষ কোনো প্রাণী কেন্দ্র বা চিড়িয়াখানায় রাখা হবে।
পশুচিকিৎসক ও পেরুর জাতীয় বন ও বন্য প্রাণী সংস্থার বিশেষজ্ঞ ওয়াল্টার সিলভা বলেন, আমাজন অঞ্চল থেকে পাচারকারীরা অনেক প্রাণী লিমায় আনে। ওই শেয়ালটিও পাচারের শিকার। এরপর সেটিকে কুকুর বলে চালিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, চলতি বছর তাঁর সংস্থা শুধু রাজধানী লিমাতেই ১২৮টি অভিযান চালিয়ে বন্য প্রাণী উদ্ধার করেছে। পেরুতে বন্য প্রাণী পাচার ও অবৈধভাবে কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে ৩ থেকে ৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তারপরও পাচার বন্ধ করা যাচ্ছে না।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে