বিনোদন ডেস্ক
আর জি কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল কলকাতা। বিচারের দাবিতে সাধারণ মানুষের পাশাপাশি পথে নেমেছেন তারকারাও। এই উত্তাল পরিস্থিতিতে বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ করা নারীদের অধিকারের বিষয়টিও জোরেশোরে উঠে আসছে।
মালয়ালম ইন্ডাস্ট্রিতে একাধিক যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে আসার পর প্রভাব পড়েছে অন্য ইন্ডাস্ট্রিতেও। কলকাতার ইন্ডাস্ট্রির অনেকে দাবি তুলেছিলেন নারী সুরক্ষা কমিটি তৈরির জন্য। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে গঠন করা হয়েছে সুরক্ষা বন্ধু নামের একটি কমিটি, যা ইন্ডাস্ট্রির নারীদের যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করবে।
এ ঘটনার এক সপ্তাহের মধ্যেই ডিরেক্টরস গিল্ড থেকে বরখাস্ত করা হলো টালিউডের জনপ্রিয় পরিচালক ও অভিনেতা অরিন্দম শীলকে। শোনা যাচ্ছে, যৌন হেনস্তার অভিযোগ রয়েছে পরিচালকের বিরুদ্ধে। ইতিমধ্যে এ বিষয়ে পরিচালককে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যম। ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচালকের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে। যার প্রাথমিক প্রমাণ রয়েছে এবং তা অত্যন্ত উদ্বেগের। এমন অভিযোগ সংগঠনের পক্ষে ক্ষতিকর। সে কারণেই অনির্দিষ্টকালের জন্য পরিচালককে সাসপেন্ড করা হয়েছে। যত দিন না পর্যন্ত পরিচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা প্রমাণিত হচ্ছে, তত দিন এই সিদ্ধান্ত বহাল থাকবে।
কয়েক দিন আগে অরিন্দম শীলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনেন এক অভিনেত্রী। এ বিষয়ে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি সুব্রত সেন বলেন, ‘মহিলা কমিশন থেকে অভিযোগ আসার পরেই আমরা এ বিষয়টি নিয়ে আলোচনায় বসি। সবার সম্মতিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’ তবে নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক অরিন্দম শীল। তিনি জানান, বিষয়টি ‘একটি খুনির সন্ধানে’ সিনেমার সেটে হয়েছে। সাহেব ও অভিযোগকারী অভিনেত্রীকে তিনি একটি শট বুঝিয়ে দিচ্ছিলেন। সেই সময় অনিচ্ছাকৃতভাবে পরিচালকের মুখ অভিনেত্রীর গালে লেগে যায়। তখন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া হয়নি।
অরিন্দম শীল বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, আমি শট বোঝাতে গিয়ে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছি। সে সময় ক্য়ামেরা পারসন থেকে শুরু করে সবাই সেটে উপস্থিত ছিলেন। গত শুক্রবার মহিলা কমিশন থেকে আমাকে ডাকা হয়েছিল। আমি সেখানেও বলেছি, অনিচ্ছাকৃত কিছু কারণে ওই অভিনেত্রী আমাকে ভুল বুঝেছেন। যদি আমার ভুলবশত ওই অভিনেত্রী আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। তবে ডিরেক্টরস গিল্ড, আমার সঙ্গে কোনো কথা না বলেই এ সিদ্ধান্ত নিয়েছে।’
অরিন্দম শীল প্রায় দুই যুগ ধরে টালিউডের চলচ্চিত্রে অভিনয় করছেন। ২০১৩ সালে ‘আবর্ত’ দিয়ে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন তিনি। এরপর ‘এবার শবর’, ‘ঈগলের চোখ’, ‘মিতিন মাসি’সহ ২০টির বেশি সিনেমা বানিয়েছেন তিনি।
আর জি কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল কলকাতা। বিচারের দাবিতে সাধারণ মানুষের পাশাপাশি পথে নেমেছেন তারকারাও। এই উত্তাল পরিস্থিতিতে বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ করা নারীদের অধিকারের বিষয়টিও জোরেশোরে উঠে আসছে।
মালয়ালম ইন্ডাস্ট্রিতে একাধিক যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে আসার পর প্রভাব পড়েছে অন্য ইন্ডাস্ট্রিতেও। কলকাতার ইন্ডাস্ট্রির অনেকে দাবি তুলেছিলেন নারী সুরক্ষা কমিটি তৈরির জন্য। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে গঠন করা হয়েছে সুরক্ষা বন্ধু নামের একটি কমিটি, যা ইন্ডাস্ট্রির নারীদের যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করবে।
এ ঘটনার এক সপ্তাহের মধ্যেই ডিরেক্টরস গিল্ড থেকে বরখাস্ত করা হলো টালিউডের জনপ্রিয় পরিচালক ও অভিনেতা অরিন্দম শীলকে। শোনা যাচ্ছে, যৌন হেনস্তার অভিযোগ রয়েছে পরিচালকের বিরুদ্ধে। ইতিমধ্যে এ বিষয়ে পরিচালককে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যম। ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচালকের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে। যার প্রাথমিক প্রমাণ রয়েছে এবং তা অত্যন্ত উদ্বেগের। এমন অভিযোগ সংগঠনের পক্ষে ক্ষতিকর। সে কারণেই অনির্দিষ্টকালের জন্য পরিচালককে সাসপেন্ড করা হয়েছে। যত দিন না পর্যন্ত পরিচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা প্রমাণিত হচ্ছে, তত দিন এই সিদ্ধান্ত বহাল থাকবে।
কয়েক দিন আগে অরিন্দম শীলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনেন এক অভিনেত্রী। এ বিষয়ে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি সুব্রত সেন বলেন, ‘মহিলা কমিশন থেকে অভিযোগ আসার পরেই আমরা এ বিষয়টি নিয়ে আলোচনায় বসি। সবার সম্মতিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’ তবে নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক অরিন্দম শীল। তিনি জানান, বিষয়টি ‘একটি খুনির সন্ধানে’ সিনেমার সেটে হয়েছে। সাহেব ও অভিযোগকারী অভিনেত্রীকে তিনি একটি শট বুঝিয়ে দিচ্ছিলেন। সেই সময় অনিচ্ছাকৃতভাবে পরিচালকের মুখ অভিনেত্রীর গালে লেগে যায়। তখন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া হয়নি।
অরিন্দম শীল বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, আমি শট বোঝাতে গিয়ে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছি। সে সময় ক্য়ামেরা পারসন থেকে শুরু করে সবাই সেটে উপস্থিত ছিলেন। গত শুক্রবার মহিলা কমিশন থেকে আমাকে ডাকা হয়েছিল। আমি সেখানেও বলেছি, অনিচ্ছাকৃত কিছু কারণে ওই অভিনেত্রী আমাকে ভুল বুঝেছেন। যদি আমার ভুলবশত ওই অভিনেত্রী আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। তবে ডিরেক্টরস গিল্ড, আমার সঙ্গে কোনো কথা না বলেই এ সিদ্ধান্ত নিয়েছে।’
অরিন্দম শীল প্রায় দুই যুগ ধরে টালিউডের চলচ্চিত্রে অভিনয় করছেন। ২০১৩ সালে ‘আবর্ত’ দিয়ে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন তিনি। এরপর ‘এবার শবর’, ‘ঈগলের চোখ’, ‘মিতিন মাসি’সহ ২০টির বেশি সিনেমা বানিয়েছেন তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে