রাজবাড়ীতে এক দিনের মেহমানখানা

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১২: ৩০
Thumbnail image

রাজবাড়ীতে ‘তৃপ্তি সহকারে এক বেলার আহার’ প্রতিপাদ্য নিয়ে অসহায় ও প্রতিবন্ধীদের খাবারের জন্য সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার আলাদীপুরের আলোর পথে ফাউন্ডেশন ও রাজবাড়ী প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন পরিষদের সহযোগিতায় একদিনের মেহমানখানার মাধ্যমে প্রায় দুই শতাধিক অসহায় ও প্রতিবন্ধীর জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করা হয়।

এতে সিডিএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. তাইজুদ্দিন, কোষাধ্যক্ষ মাহবুল হাসান শুভ, রাজবাড়ী আলাদীপুরের আলোর পথে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ফারজানা ইসলাম, রাজবাড়ী প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন পরিষদের সভাপতি ও আলোর পথে ফাউন্ডেশনের সভাপতি মো. মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফজলু সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সিডিএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. তাইজুদ্দিন বলেন, প্রতিবন্ধী ও অসহায় মানুষদের একবেলা ভালো খাবার মুখে তুলে দিতে মেহমানখানার কর্মসূচি নিয়েছেন। যার ধারাবাহিকতায় রাজবাড়ীতে প্রথমবারের মতো প্রায় ২০০ জন অসহায় ও প্রতিবন্ধীদের খাবার ব্যবস্থা করেছেন। এভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এই আয়োজন শেষ করে আবারও রাজবাড়ীতে আসবেন। তাঁদের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বৃত্তবানদের অনুরোধ জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত