Ajker Patrika

ডামুড্যায় ‘অপপ্রচারের’ বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২: ৩২
ডামুড্যায় ‘অপপ্রচারের’ বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আদালতের রায়ে তিন দখলদারকে উচ্ছেদের ঘটনায় ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ নেতা আ. ছালাম শিকদারকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার দুপুরে কনেশ্বর ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন ছালাম শিকদার। তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘গত বুধবার কনেশ্বর ইউনিয়নের খাম্বা এলাকার পান্না পাইকের বাড়িতে বিজ্ঞ আদালতের রায়ের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে তিনটি পরিবারকে উচ্ছেদ করা হয়। এ ঘটনায় একটি মহল আমাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। অথচ এ ঘটনায় আমি ও আমার পরিবারের কেউ সম্পৃক্ত নন।’

ছালাম শিকদার আরও বলেন, ‘আসন্ন ইউপি নির্বাচনে আমার পক্ষে জনতার জোয়ার দেখে একটি পক্ষ নানা রকমের মিথ্যা ও বানোয়াট কল্পকাহিনি রটিয়ে দিচ্ছে।’

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার কনেশ্বর ইউনিয়নের তিন খাম্বা এলাকার পাইকের বাড়ির তিনটি পরিবারকে উচ্ছেদ করা হয়। এ মামলার বাদী পান্না বেগম। তিনি ২০০৬ সালে প্রথম মামলা দায়ের করেন। তাঁর ওপর ভিত্তি করে, নিম্ন আদালত ও পরে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের যৌথ অভিযানে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ উচ্ছেদের মাধ্যমে বিবাদী মমতাজ বেগমের ছেলে বাবুল, নাতি নিজাম খান ও জামাতা মোস্তফা মোল্লার চারটি বসতঘর ও দুটি পাকা ঘর ভেঙে সরিয়ে দেওয়া হয়। বিবাদী পক্ষের অভিযোগ, কোনোরকম নোটিশ না দিয়ে তাদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার বলেন, ‘আদালতের রায় অনুযায়ী নিয়মনীতি মেনেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত