Ajker Patrika

ধনবাড়ীতে ব্রি ধান-৮৭ চাষে কৃষকের মুখে হাসি

ধনবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৮: ১৯
ধনবাড়ীতে ব্রি ধান-৮৭ চাষে কৃষকের মুখে হাসি

ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নে আগাম জাতের ব্রি ধান-৮৭ চাষে সফল হয়েছেন কৃষকেরা। প্রদর্শনী প্লটের কৃষকেরা মনে করেন এই জাতের ধান চাষে পাল্টে যেতে পারে এ এলাকার কৃষকের অবস্থা। নতুন জাতের এ ধান হাসি ফুটিয়েছে তাঁদের মুখে।

এই ইউনিয়নের ওপর দিয়ে বয়ে গেছে বৈরান ও ঝিনাই নদী। নিম্নাঞ্চল হওয়ায় প্রায় প্রতিবছর এখানে আমন চাষের সময় দেখা দেয় বন্যা। ফলে ধানসহ সবজি চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন কৃষকেরা। তাই এবার কৃষি অফিসের পরামর্শে এ অঞ্চলে প্রথমবারের মতো চাষ করা হয়েছে ব্রি ধান-৮৭।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এ উপজেলায় সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেমস বিভাগ উদ্যোগে আধুনিক উচ্চফলনশীল ব্রি ধান-৭৫, ব্রি ধান-৮৭ প্রায় সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে।

এসব প্রদর্শনী প্লটের ধান গত বুধবার দুপুরে কর্তন শুরু হয়। বিঘাপ্রতি কৃষকেরা ২২-২৬ মণ ধান পাচ্ছেন। আগাম জাতের ধান হওয়ায় প্রতি মণ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা দরে। অপর দিকে বিঘাপ্রতি ধানের বিচালি বিক্রি হয়েছে ৫-৬ হাজার টাকায়।

মুশুদ্দি মধ্যপাড়া গ্রামের কৃষক মিজানুর রহমান শিবলী বলেন, ‘ব্রি ধান-৮৭ আবাদ করে ভালো ফলন পেয়েছি। কম সময়ে ধান আসায় দুই ফসলের মাঝখানে সরিষা আবাদ করে লাভবান হওয়া যাবে। এতে করে দুই ফসলি জমি এখন তিন ফসলিতে রূপান্তর হবে।’

ওই ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনা খাতুন বলেন, ধনবাড়ীতে বোরো-পতিত-রোপা আমন, শস্যবিন্যাস প্রায় সাড়ে আট হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। এ শস্যবিন্যাসের উন্নয়নে প্রথমত বোরো এবং রোপা আমন ধানের মধ্যবর্তী সময়ে সরিষা চাষ করে কৃষক লাভবান হতে পারেন।

সরিষা কেন যুক্ত করা হলো—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভোজ্যতেলের জন্য আমরা পরনির্ভরশীল। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। শস্যবিন্যাসে সরিষা অন্তর্ভুক্তি করতে পারলে ২ দশমিক ৬০ মিলিয়ন টন সরিষা উৎপাদন সম্ভব, যা থেকে বছরে ১ দশমিক শূন্য ৪ মিলিয়ন টন সরিষার তেল পাওয়া যেতে পারে।’

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ধনবাড়ীতে উন্নত শস্যবিন্যাস পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। আমি কিছুদিন আগে নিজ বাড়ি মুশুদ্দি গ্রামে গিয়েছিলাম। এ সময় ধান গবেষণা ইনস্টিটিউটের উচ্চফলনশীল ব্রি ধান-৭৫ ও ৮৭ আবাদ দেখে আমার বুক ভরে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত