আয়নাল হোসেন ও শরীফ হাসান দোহার থেকে ফিরে
দোহার উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-১ আসন। স্বাধীনতার পরে দোহারে আওয়ামী লীগ থেকে নির্বাচন করে সর্বোচ্চ ভোটে জয়লাভ করেন আশরাফ আলী খান চৌধুরী ওরফে মধু চৌধুরী। তবে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত আসনটি বিএনপির দখলে যায়। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আবার আওয়ামী লীগ আসনটির নিয়ন্ত্রণ ফিরে পায়। বর্তমানে এই আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।
সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী দ্বাদশ নির্বাচন ঘিরে এখনো এই আসনের রাজনীতি খুব একটা জমে ওঠেনি; বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা রাজনীতির মাঠে নেই। এর মূল কারণ সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে চলছে ঢাকার দোহার ও নবাবগঞ্জের রাজনীতি। গত বছর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর মনোনীতরাই জয়লাভ করেন। তবে তাঁর হয়ে মাঠে কাজ করেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন। তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করছেন।
জানতে চাইলে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ও বেক্সিমকো গ্রুপের কর্মকর্তা আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সালমান এফ রহমান একজন উচ্চমানের রাজনীতিবিদ। তাঁর কারণে দোহারের নদীভাঙন রক্ষা পেয়েছে। এলাকার অনেক উন্নয়নমূলক প্রকল্প তিনি নিয়েছেন। তবে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হওয়ায় সারা দেশের উন্নয়নের কথা তাঁর চিন্তা করতে হচ্ছে।’
স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত কেউ কেউ বলেছেন, সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ী হলেও নেতা-কর্মীরা অনেকেই তাঁর কাছে ভিড়তে পারেন না। কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মান্নান খান, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল ও সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা মামলা-হামলার শিকার হওয়ায় বর্তমানে তাঁরাও দলীয় কর্মকাণ্ডে কম যাচ্ছেন। সব মিলিয়ে এই আসনে আওয়ামী লীগের তৎপরতা অনেকটাই কম।
জানা গেছে, আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কার্গো ভেসেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূরুল হক ব্যাপারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। কিন্তু দলীয় মনোনয়নের দিক থেকে পিছিয়ে আছেন। সালমান এফ রহমান প্রতিদ্বন্দ্বিতা না করলে নূরুল হক ব্যাপারী ও ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমানও আওয়ামী লীগ প্রার্থী হতে চান। ইউনিক গ্রুপের চেয়ারম্যান নূর আলীও আওয়ামী লীগ প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচন করে একসময় পরাজিত হন। তবে মনোনয়ন পেলে নির্বাচনে তিনিও অংশ নিতে পারেন বলে শোনা যাচ্ছে।
এদিকে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হলেও বিএনপি নেতারা এবং জাতীয় পার্টির অ্যাডভোকেট সালমা ইসলাম এই আসনে বেশ সক্রিয়। তাঁদের সঙ্গে তৃণমূলের ভালো যোগাযোগ রয়েছে। বিএনপি ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক ও বিএনপি নেত্রী ফাহিদা জুবলি দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন। এ ছাড়া বিএনপির সাবেক বেসামরিক প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের মেয়ে মেহনাজ মান্নান সাংগঠনিকভাবে সক্রিয় রয়েছেন।
বিএনপির ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক ও বিএনপি নেত্রী ফাহিদা জুবলি দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন। এ ছাড়া বিএনপির সাবেক বেসামরিক প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের মেয়ে মেহনাজ মান্নান সাংগঠনিকভাবে সক্রিয় রয়েছে। এ ছাড়া বিএনপির তিনবারের সংসদ সদস্য ও দুবারের মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা তৃণমূল বিএনপির পরিবর্তে মূল দল বিএনপি থেকে নির্বাচন করার কথা রয়েছে। তাঁর হয়ে মেয়ে অন্তরা হুদা এলাকায় সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন।
বিএনপি ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক আজকের পত্রিকাকে বলেন, ‘শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়। তবে এখনো যদি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আওয়ামী লীগ নেতারা জামানত হারাবেন।
দোহার উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-১ আসন। স্বাধীনতার পরে দোহারে আওয়ামী লীগ থেকে নির্বাচন করে সর্বোচ্চ ভোটে জয়লাভ করেন আশরাফ আলী খান চৌধুরী ওরফে মধু চৌধুরী। তবে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত আসনটি বিএনপির দখলে যায়। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আবার আওয়ামী লীগ আসনটির নিয়ন্ত্রণ ফিরে পায়। বর্তমানে এই আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।
সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী দ্বাদশ নির্বাচন ঘিরে এখনো এই আসনের রাজনীতি খুব একটা জমে ওঠেনি; বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা রাজনীতির মাঠে নেই। এর মূল কারণ সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে চলছে ঢাকার দোহার ও নবাবগঞ্জের রাজনীতি। গত বছর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর মনোনীতরাই জয়লাভ করেন। তবে তাঁর হয়ে মাঠে কাজ করেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন। তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করছেন।
জানতে চাইলে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ও বেক্সিমকো গ্রুপের কর্মকর্তা আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সালমান এফ রহমান একজন উচ্চমানের রাজনীতিবিদ। তাঁর কারণে দোহারের নদীভাঙন রক্ষা পেয়েছে। এলাকার অনেক উন্নয়নমূলক প্রকল্প তিনি নিয়েছেন। তবে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হওয়ায় সারা দেশের উন্নয়নের কথা তাঁর চিন্তা করতে হচ্ছে।’
স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত কেউ কেউ বলেছেন, সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ী হলেও নেতা-কর্মীরা অনেকেই তাঁর কাছে ভিড়তে পারেন না। কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মান্নান খান, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল ও সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা মামলা-হামলার শিকার হওয়ায় বর্তমানে তাঁরাও দলীয় কর্মকাণ্ডে কম যাচ্ছেন। সব মিলিয়ে এই আসনে আওয়ামী লীগের তৎপরতা অনেকটাই কম।
জানা গেছে, আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কার্গো ভেসেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূরুল হক ব্যাপারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। কিন্তু দলীয় মনোনয়নের দিক থেকে পিছিয়ে আছেন। সালমান এফ রহমান প্রতিদ্বন্দ্বিতা না করলে নূরুল হক ব্যাপারী ও ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমানও আওয়ামী লীগ প্রার্থী হতে চান। ইউনিক গ্রুপের চেয়ারম্যান নূর আলীও আওয়ামী লীগ প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচন করে একসময় পরাজিত হন। তবে মনোনয়ন পেলে নির্বাচনে তিনিও অংশ নিতে পারেন বলে শোনা যাচ্ছে।
এদিকে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হলেও বিএনপি নেতারা এবং জাতীয় পার্টির অ্যাডভোকেট সালমা ইসলাম এই আসনে বেশ সক্রিয়। তাঁদের সঙ্গে তৃণমূলের ভালো যোগাযোগ রয়েছে। বিএনপি ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক ও বিএনপি নেত্রী ফাহিদা জুবলি দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন। এ ছাড়া বিএনপির সাবেক বেসামরিক প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের মেয়ে মেহনাজ মান্নান সাংগঠনিকভাবে সক্রিয় রয়েছেন।
বিএনপির ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক ও বিএনপি নেত্রী ফাহিদা জুবলি দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন। এ ছাড়া বিএনপির সাবেক বেসামরিক প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের মেয়ে মেহনাজ মান্নান সাংগঠনিকভাবে সক্রিয় রয়েছে। এ ছাড়া বিএনপির তিনবারের সংসদ সদস্য ও দুবারের মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা তৃণমূল বিএনপির পরিবর্তে মূল দল বিএনপি থেকে নির্বাচন করার কথা রয়েছে। তাঁর হয়ে মেয়ে অন্তরা হুদা এলাকায় সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন।
বিএনপি ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক আজকের পত্রিকাকে বলেন, ‘শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়। তবে এখনো যদি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আওয়ামী লীগ নেতারা জামানত হারাবেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে