Ajker Patrika

কলকাতায় প্রশিক্ষণের সুযোগ পাবেন টেনিস খেলোয়াড়েরা

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২২, ১৪: ৩৯
কলকাতায় প্রশিক্ষণের সুযোগ পাবেন টেনিস খেলোয়াড়েরা

বাংলাদেশি টেনিস খেলোয়াড়েরা কলকাতায় প্রশিক্ষণ ও খেলার সুযোগ পাচ্ছেন। এ নিয়ে রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সঙ্গে কলকাতার বেঙ্গল টেনিসের প্রাথমিক চুক্তি হয়েছে।

গতকাল শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলকাতায় প্রাথমিক চুক্তি সই হয়েছে। অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু বেঙ্গলের সব শর্তের সঙ্গে একমত হয়েছেন। তবে নির্বাহী কমিটি ও পৃষ্ঠপোষকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্বাক্ষর করতে বেঙ্গলের কর্মকর্তাদের রাজশাহীতে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী আগস্টে কলকাতা থেকে পাঁচ-সাতজনের একটি দল কলকাতায় আসবে।

১৯৮১ সালে অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স প্রতিষ্ঠিত হওয়ার পর এটি আন্তর্জাতিক ভেন্যু হিসেবে চলছে। এখানে আটটি টেনিস কোর্ট রয়েছে। এ পর্যন্ত ২৮টি আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট এখানে হয়েছে। বেঙ্গল টেনিসের সঙ্গে চুক্তির ফলে রাজশাহীসহ সারা দেশের খেলোয়াড়েরা কলকাতায় প্রশিক্ষণের সুযোগ পাবেন। এ ছাড়া বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাঁরা ভারতে খেলারও সুযোগ পাবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু জানান, বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন খেলোয়াড়দের প্রশিক্ষণ এবং টুর্নামেন্টের আয়োজন করে থাকে। ২০০৩ সাল থেকে পশ্চিম বাংলা সরকারের সহযোগিতায় টেনিস বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে এটি পরিচালিত হয়। এই অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত হতে তিনি ২০১৯ সাল থেকেই চেষ্টা চালিয়ে আসছিলেন। ২০২০ সালে এমওইউ চুক্তির ব্যাপারে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন নিয়ম ও শর্তাবলি অবহিত করে চিঠি দেয়। তাদের প্রস্তাব পর্যালোচনা করে রাজশাহী থেকেও চিঠি পাঠানো হয়। ১ জুন বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সম্মেলনকক্ষে সভা হয়। সেখানে বেঙ্গল টেনিসের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সুদর্শন ঘোষ, কোষাধ্যক্ষ কিতান সেখ, সহসভাপতি আরনিয়া ভট্টাচার্য, ডেভেলপমেন্ট অফিসার গ্যারি ওব্রেইন, কোচ রবি সংকর সিংহ ও রনি সরকার উপস্থিত ছিলেন। রাজশাহী থেকে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু।

এহসানুল হুদা দুলু বলেন, ‘এই চুক্তির ফলে অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের খেলোয়াড় ছাড়াও বাংলাদেশের যেকোনো টেনিস খেলোয়াড় আমাদের মাধ্যমে কলকাতায় ব্যক্তিগত প্রশিক্ষণ ও আশপাশের টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। এই চুক্তি সম্পাদনের জন্য আমি বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত