Ajker Patrika

শান্তিপূর্ণ ভোট গ্রহণে প্রার্থীদের নিয়ে ডিসির মতবিনিময়

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২: ৫৭
শান্তিপূর্ণ ভোট গ্রহণে প্রার্থীদের নিয়ে ডিসির মতবিনিময়

মির্জাপুর উপজেলার আট ইউপিতে রাত পোহালেই ভোট। নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার মতবিনিময় সভার আয়োজন করেন জেলা প্রশাসক (ডিসি) ড. আতাউল গণি। এ সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রিসাইডিং কর্মকর্তা ও প্রার্থীদের আইনশৃঙ্খলা ও আচরণবিধি মেনে চলতে আহ্বান জানান তিনি।

মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক খন্দকার মাহাবুবুর রহমান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল মুনসুর মুসা, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু, মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফা বেগম বক্তব্য দেন।

এ সময় অনেক প্রার্থী সুষ্ঠু ভোট নিয়ে নানা শঙ্কার কথা তুলে ধরেন। তবে পুলিশ সুপার বলেন, নির্বাচনে সহিংসতা ও জাল ভোট বন্ধে পুলিশ ছাড়াও র‍্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে ৮ ইউপিতে ৪০ চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য ২৯৫ ও সংরক্ষিত নারী আসনে ৮৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উয়ার্শী ইউপির ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদে মো. সেলিম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে গত সোমবার মধ্যরাত থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। ৮ ইউপির ২ লাখ ৭ হাজার ভোটার তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত