সরিষায় বেশি লাভের আশা

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ০৪: ৫৯
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ১৮

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পাটাগ্রামে বারি-১৪ জাতের সরিষার ফলন ভালো হয়েছে। নতুন জাতের এই সরিষায় বেশি লাভ করার আশা করছেন কৃষকেরা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষকদের মধ্যে নতুন জাতের বারি সরিষা-১৪ চাষে আগ্রহ বাড়াতেই প্রকল্পের প্রদর্শনী করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেখানে ৩০ বিঘা জমিতে উন্নত জাতের এই সরিষা আবাদ করা হয়েছে। কাজীপুর কৃষি কার্যালয় থেকে বিনা খরচে বীজ-সার দেওয়া হয়েছে। এখানে আরও ৪৫ বিঘা জমিতে একই জাতের সরিষার আবাদ করেছেন স্থানীয় চাষিরা। পুরো উপজেলায় এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৮৫ হেক্টর। অর্জিত হয়েছে ৮৯০ হেক্টর।

কাজীপুরে গত বছর অর্জিত লক্ষ্যমাত্রা ছিল ৮৫০ হেক্টর। বারি সরিষা-১৪ জাতের ফলন বেশি। দেশি জাতের চেয়ে ২ মণের অধিক বেশি ফলন হওয়ার সম্ভাবনা থাকে। এই জাতের সরিষায় দানায় বেশি তেল পাওয়া যায়। এতে ক্ষতিকারক অ্যাসিডের পরিমাণ কম থাকায় স্বাস্থ্যের জন্যও ভালো।

পাটাগ্রামের চাষি জেল হোসেন বলেন, ‘আড়াই বিঘা জমিতে নতুন জাতের বারি সরিষা-১৪ আবাদ করছি। প্রথমে ভেবেছিলাম কৃষি কার্যালয়ের কথা শুনে ভুল করেছি। পরে দেখি দেশি জাতের চেয়ে এই জাতে ফলন ভালো।’

পাটাগ্রামের আরেক চাষি ফারুক মিয়া বলেন, ‘কৃষি স্যারদের পরামর্শে দুই বিঘা জমিতে নতুন জাতের সরিষা আবাদ করছি। সবকিছুই স্যারেরা দিছে। প্রতি বিঘায় ৭ থেকে ৮ মণ সরিষা হতে পারে। দেশি জাতে যেখানে ৫ থেকে ৬ মণ হতো।’

চরাঞ্চলের তেকানী ইউপির চাষি নিজাম উদ্দিন বলেন, ‘৭ বিঘা জমিতে আবাদ করছি। এতে চাষে খরচ কম কিন্তু লাভ বেশি। গাছগুলো বড় হওয়ায় জ্বালানি হিসেবে হাটে বিক্রি করে অধিক টাকা আয় করতে পারব।’

কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম বলেন, ‘চাষিদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি কার্যালয়। ফলন ভালো হওয়ায় নতুন জাতের এই সরিষা চাষে ব্যাপক আগ্রহ বেড়েছে চাষিদের। আশা করছি আগামী মৌসুমে লক্ষ্যমাত্রা বাড়বে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত