নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়ার মতো দল চাইলেই ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারে খেলোয়াড়দের। পাইপলাইন সমৃদ্ধ হলেই শুধু এই ‘রোটেশন’ পদ্ধতি কার্যকর করা সম্ভব।
টেস্ট ও টি-টোয়েন্টিতে বিশ্রাম দিয়ে খেলানোর চিন্তা বাংলাদেশের কাছে বিলাসিতা। এই দুই সংস্করণে এখনো পায়ের নিচে মাটি খুঁজে পায়নি বাংলাদেশ। তবে ওয়ানডেতে গত কয়েক বছরে দারুণ ধারাবাহিকতা দেখাচ্ছে তারা। তবু এই সংস্করণেও খুব একটা পরীক্ষা-নিরীক্ষার ঝুঁকি নিতে দেখা যায় না বাংলাদেশকে।
এখন অবশ্য স্কোয়াড থেকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর ভাবনা আরও কঠিন হয়েছে। ২০২০ সালের জুলাই থেকে ওয়ানডে সুপার লিগ চালু করে আইসিসি।
পয়েন্টের হিসাবনিকাশ থাকায় সুযোগটা আরও সংকুচিত হয়ে এসেছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ শেষ ওয়ানডেতে নিজেদের পুরোনো ভাবনা থেকে বের হতে পারে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেওয়ায় এ ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করতে চায় সফরকারীরা।
দ্বিতীয় ওয়ানডে শেষে অধিনায়ক তামিম ইকবাল নিজেই সেই পরিবর্তনের আভাস দিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। পয়েন্টের হিসাবনিকাশ মাথায় রাখতে হচ্ছে না বাংলাদেশকে। বেঞ্চ পরখ করার এমন সুযোগ যেহেতু কম মেলে, তাই এটা কাজে লাগাতে চান তামিম। দ্বিতীয় ওয়ানডের পর বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এখন সময় এসেছে বেঞ্চের শক্তি দেখার।
সাধারণত যখন পয়েন্টের খেলা হয়, তখন সুযোগ থাকে না। কিন্তু একটা সিরিজে যখন আপনি ২-০ ব্যবধানে জিতে যান, যারা খেলেনি বা লম্বা সময় ধরে আমরা যাদের নিয়ে ঘুরছি, তাদের সুযোগ দেওয়া উচিত।’
দ্বিতীয় ওয়ানডে একাদশের বাইরে ছিলেন এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন। তাসকিন প্রথম ওয়ানডের একাদশে ছিলেন।
কন্ডিশনের ভাবনায় দ্বিতীয় ম্যাচে একাদশে রাখা হয়নি তাঁকে। আজ একাদশে দেখা যেতে পারে তাসকিনকে। একাদশে থাকা নিয়ে জোর আলোচনায় আছেন বিজয়।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রেকর্ড রান করে লম্বা সময় পর দলে জায়গা পেয়েছেন এই ওপেনার। তবে গত কয়েক সিরিজের স্কোয়াডের সঙ্গে থাকা নাজমুল হোসেন শান্তকে সুযোগ দিতে গিয়ে একাদশে জায়গা মেলেনি বিজয়ের। আজ দেখা যেতে পারে তাঁকেও।
বেঞ্চের শক্তি বাজিয়ে দেখতে প্রয়োজনে তামিম নিজেও বসতে রাজি, ‘এটার (সুযোগ দেওয়ার) জন্য যদি আমাকে এক ম্যাচ মিস করতে হয়, তবু ঠিক আছে। মূল একাদশের কেউ যদি চোটে পড়ে, বেঞ্চ থেকে হঠাৎ করে কেউ যদি খেলে, সেটা তার জন্য কঠিন।’
ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশের পরের গন্তব্য জিম্বাবুয়ে। তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টিতে সুযোগটা থাকছে বাংলাদেশের সামনে। সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে জিম্বাবুয়েতে নতুনদের সুযোগ দেওয়ার কথা শোনা গেলেও এখন অবশ্য সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি।
সাকিব আল হাসান ছাড়া সফরে বাকিদের থাকার কথাই কদিন আগে জানিয়েছেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
সম্প্রতি সংবাদমাধ্যমকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও বললেন প্রায় একই কথা, ‘আমরা মূল (শক্তিশালী) দলই দিচ্ছি। যেহেতু তিনটা টি-টোয়েন্টি আছে এবং সামনে বিশ্বকাপ আছে, সে হিসেবে একটা প্রস্তুতিরও ব্যাপার আছে।’
ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়ার মতো দল চাইলেই ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারে খেলোয়াড়দের। পাইপলাইন সমৃদ্ধ হলেই শুধু এই ‘রোটেশন’ পদ্ধতি কার্যকর করা সম্ভব।
টেস্ট ও টি-টোয়েন্টিতে বিশ্রাম দিয়ে খেলানোর চিন্তা বাংলাদেশের কাছে বিলাসিতা। এই দুই সংস্করণে এখনো পায়ের নিচে মাটি খুঁজে পায়নি বাংলাদেশ। তবে ওয়ানডেতে গত কয়েক বছরে দারুণ ধারাবাহিকতা দেখাচ্ছে তারা। তবু এই সংস্করণেও খুব একটা পরীক্ষা-নিরীক্ষার ঝুঁকি নিতে দেখা যায় না বাংলাদেশকে।
এখন অবশ্য স্কোয়াড থেকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর ভাবনা আরও কঠিন হয়েছে। ২০২০ সালের জুলাই থেকে ওয়ানডে সুপার লিগ চালু করে আইসিসি।
পয়েন্টের হিসাবনিকাশ থাকায় সুযোগটা আরও সংকুচিত হয়ে এসেছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ শেষ ওয়ানডেতে নিজেদের পুরোনো ভাবনা থেকে বের হতে পারে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেওয়ায় এ ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করতে চায় সফরকারীরা।
দ্বিতীয় ওয়ানডে শেষে অধিনায়ক তামিম ইকবাল নিজেই সেই পরিবর্তনের আভাস দিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। পয়েন্টের হিসাবনিকাশ মাথায় রাখতে হচ্ছে না বাংলাদেশকে। বেঞ্চ পরখ করার এমন সুযোগ যেহেতু কম মেলে, তাই এটা কাজে লাগাতে চান তামিম। দ্বিতীয় ওয়ানডের পর বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এখন সময় এসেছে বেঞ্চের শক্তি দেখার।
সাধারণত যখন পয়েন্টের খেলা হয়, তখন সুযোগ থাকে না। কিন্তু একটা সিরিজে যখন আপনি ২-০ ব্যবধানে জিতে যান, যারা খেলেনি বা লম্বা সময় ধরে আমরা যাদের নিয়ে ঘুরছি, তাদের সুযোগ দেওয়া উচিত।’
দ্বিতীয় ওয়ানডে একাদশের বাইরে ছিলেন এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন। তাসকিন প্রথম ওয়ানডের একাদশে ছিলেন।
কন্ডিশনের ভাবনায় দ্বিতীয় ম্যাচে একাদশে রাখা হয়নি তাঁকে। আজ একাদশে দেখা যেতে পারে তাসকিনকে। একাদশে থাকা নিয়ে জোর আলোচনায় আছেন বিজয়।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রেকর্ড রান করে লম্বা সময় পর দলে জায়গা পেয়েছেন এই ওপেনার। তবে গত কয়েক সিরিজের স্কোয়াডের সঙ্গে থাকা নাজমুল হোসেন শান্তকে সুযোগ দিতে গিয়ে একাদশে জায়গা মেলেনি বিজয়ের। আজ দেখা যেতে পারে তাঁকেও।
বেঞ্চের শক্তি বাজিয়ে দেখতে প্রয়োজনে তামিম নিজেও বসতে রাজি, ‘এটার (সুযোগ দেওয়ার) জন্য যদি আমাকে এক ম্যাচ মিস করতে হয়, তবু ঠিক আছে। মূল একাদশের কেউ যদি চোটে পড়ে, বেঞ্চ থেকে হঠাৎ করে কেউ যদি খেলে, সেটা তার জন্য কঠিন।’
ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশের পরের গন্তব্য জিম্বাবুয়ে। তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টিতে সুযোগটা থাকছে বাংলাদেশের সামনে। সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে জিম্বাবুয়েতে নতুনদের সুযোগ দেওয়ার কথা শোনা গেলেও এখন অবশ্য সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি।
সাকিব আল হাসান ছাড়া সফরে বাকিদের থাকার কথাই কদিন আগে জানিয়েছেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
সম্প্রতি সংবাদমাধ্যমকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও বললেন প্রায় একই কথা, ‘আমরা মূল (শক্তিশালী) দলই দিচ্ছি। যেহেতু তিনটা টি-টোয়েন্টি আছে এবং সামনে বিশ্বকাপ আছে, সে হিসেবে একটা প্রস্তুতিরও ব্যাপার আছে।’
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৩ ঘণ্টা আগেপর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে