Ajker Patrika

পতিত জমিতে মাষকলাইয়ের চাষে বাড়তি আয় চাষিদের

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৫: ৩৫
পতিত জমিতে মাষকলাইয়ের চাষে বাড়তি আয় চাষিদের

সিরাজগঞ্জের কাজীপুরে কৃষকেরা এখন মাষকলাই চাষে ব্যস্ত সময় পার করছেন। গতবার মাষকলাই চাষে লাভের মুখ দেখায় এবারও তাঁরা ব্যাপকভাবে চাষ শুরু করেছেন।

ভাঙন জনপদের এই উপজেলায় প্রতিবছর হাজার হাজার আবাদি জমির ফসল বন্যার পানিতে তলিয়ে যায়। সেই পতিত জমিতে মাষকলাই চাষ করে কৃষকদের বাড়তি আয় হচ্ছে। কৃষি কর্মকর্তাদের পরামর্শে মাষকলাই চাষে লাভের স্বপ্ন বুনছেন এ উপজেলার কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে এ বছর মাষকলাই চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫৫০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জন হয়েছে ৭১৫ হেক্টর। গতবার এই অঞ্চলে মাষকলাই চাষ হয়েছিল ৫৫০ হেক্টর জমিতে।

আরও জানা গেছে, বন্যা-পরবর্তী সময়ে মাষকলাই চাষ হয়। সেই সুবাদে চরাঞ্চলের ছয় ইউনিয়নে এই ফসল বেশি ফলে। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে জুলাই-আগস্ট মাসে মাষকলাইয়ের বীজ বপন করতে হয়।

মনসুরনগর ইউনিয়নের চাষি মানিক মিয়া বলেন, ‘এ বছর দুই বিঘা জমিতে মাষকলাই চাষ করেছি। এই চাষে খরচ কম কিন্তু লাভ হয় বেশি। সার ও পানির খরচও কম।’

চরগিরিশের চাষি আব্দুর রহমান বলেন, ‘নিজের তিন বিঘার পাশাপাশি আরও এক বিঘা বর্গা নিয়ে মাষকলাই বুনেছি। স্যারেরা নিয়মিত পরামর্শ দেন।’

তেকানীর চাষি হেলাল উদ্দিন বলেন, মাষকলাইয়ের পর ধানের আবাদ করলে ফলন ভালো হয়। আর বন্যার পর তো জমি পতিতই থাকে। সেখানে কলাই চাষ করে বাড়তি আয়ও হচ্ছে। প্রতি বিঘায় ৫-৭ মণ পর্যন্ত মাষকলাই পাওয়া যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম জানান, কৃষকেরা যেন অধিক লাভবান হতে পারেন, সে জন্য কৃষি অফিস সবসময় পাশে আছে। মাষকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ভালো ফলন পেতে কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত