নুরুল আমীন রবীন, শরীয়তপুর
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে শরীয়তপুরে চলছে মেলা। জেলা শহরের প্রেমতলা এলাকার শরীয়তপুর-নড়িয়া সড়কের পাশে চলমান ৫ দিনব্যাপী মেলায় প্রতিদিন ভিড় করছে হাজারো দর্শনার্থী। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক বিহীন ঘুরছে দর্শনার্থীরা। এতে করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। করোনা সংক্রমণ বিস্তার রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনার মধ্যে এমন আয়োজনে হতবাক স্থানীয়রা।
মেলার আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুরেশ্বর দরবার শরিফের জামাল নুড়ির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুরেশ্বরীর স্মরণে সপ্তাহ ব্যাপী বার্ষিক ওরস শরিফ আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, বাউল সংগীত ও ৫ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। ১৮ জানুয়ারি থেকে শুরু হয়ে মেলা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। সুরেশ্বর দরবারের শরিফের খলিফা আবদুল আলী সুরেশ্বরী ও তাঁর অনুসারীরা এ মেলার আয়োজন করেন। আয়োজকদের সঙ্গে দেড় লাখ টাকা চুক্তিতে মেলা পরিচালনা করছেন স্থানীয় ডেকোরেটর ব্যবসায়ী মো. তৈয়বুর রহমান।
সাপ্তাহিক ছুটির দিন গতকাল শুক্রবার মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, মেলার জন্য নির্ধারিত মাঠে ৬০ থেকে ৭০টি অস্থায়ী দোকান বসানো হয়েছে। মেলার প্রবেশ পথ থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড়। আগত দর্শনার্থীদের অধিকাংশের মুখে নেই মাস্ক। বিনোদনের জন্য নির্মিত বিভিন্ন রাইডে চড়ছে অভিভাবক ও শিশুরা।
জাজিরা থেকে মেলায় ঘুরতে আসেন জান্নাতুল ফেরদৌসী। কাপড় দিয়ে নিজে মুখ ঢাকলেও সঙ্গে থাকা ২ শিশুর মুখে মাস্ক নেই। তিনি বলেন, ‘শরীয়তপুরে বিনোদনের তেমন কোনো স্থান নেই। দীর্ঘদিন পর হলেও একটু বিনোদনের জন্য ছেলে মেয়ে ও পরিবার নিয়ে মেলায় বেড়াতে এসেছি।’ মাস্ক না পরিয়ে শিশুদের আনা ঠিক হয়নি তিনি জানান।
মেলায় আচারের দোকান দিয়েছেন মো. সিরাজ হাওলাদার। দোকানে ৪ কর্মচারীর কারও মুখে মাস্ক নেই। এ বিষয়ে তিনি বলেন, ‘করোনার কারণে ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে। পেটের তাগিদে এখানে এসেছি। এখন মাস্ক কিনে এনে সবাই পরব।’
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার বলেন, ‘করোনাভাইরাস মানুষের দেহে বসবাস করে। যা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে অন্যের শরীরে ছড়িয়ে পড়ে। তা ছাড়া করোনার ওমিক্রন ধরনটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই ধরনের জনসমাগমের কারণে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’
মেলা পরিচালনার দায়িত্বে থাকা মো. তৈয়বুর রহমান বলেন, ‘প্রতিদিন ৩০ হাজার টাকা আয়োজকদের দেওয়া হচ্ছে।’ তবে প্রশাসনের অনুমতি রয়েছে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি জানা বলে জানান। মূল আয়োজক আব্দুল আলী সুরেশ্বরীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। মেলা প্রাঙ্গণ ঘুরে আয়োজক আব্দুল আলী সুরেশ্বরীরকে পাওয়া যায়নি। তাই তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সীমিত পরিসরে ইসলামি জলশার নামে মেলা পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই মুঠোফোনে বলেন, ‘ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছি। তবে এ সময়ে মেলা আয়োজনের কোনো সুযোগ নেই। আর কেউ অনুমতি নেয়নি।’
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে শরীয়তপুরে চলছে মেলা। জেলা শহরের প্রেমতলা এলাকার শরীয়তপুর-নড়িয়া সড়কের পাশে চলমান ৫ দিনব্যাপী মেলায় প্রতিদিন ভিড় করছে হাজারো দর্শনার্থী। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক বিহীন ঘুরছে দর্শনার্থীরা। এতে করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। করোনা সংক্রমণ বিস্তার রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনার মধ্যে এমন আয়োজনে হতবাক স্থানীয়রা।
মেলার আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুরেশ্বর দরবার শরিফের জামাল নুড়ির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুরেশ্বরীর স্মরণে সপ্তাহ ব্যাপী বার্ষিক ওরস শরিফ আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, বাউল সংগীত ও ৫ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। ১৮ জানুয়ারি থেকে শুরু হয়ে মেলা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। সুরেশ্বর দরবারের শরিফের খলিফা আবদুল আলী সুরেশ্বরী ও তাঁর অনুসারীরা এ মেলার আয়োজন করেন। আয়োজকদের সঙ্গে দেড় লাখ টাকা চুক্তিতে মেলা পরিচালনা করছেন স্থানীয় ডেকোরেটর ব্যবসায়ী মো. তৈয়বুর রহমান।
সাপ্তাহিক ছুটির দিন গতকাল শুক্রবার মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, মেলার জন্য নির্ধারিত মাঠে ৬০ থেকে ৭০টি অস্থায়ী দোকান বসানো হয়েছে। মেলার প্রবেশ পথ থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড়। আগত দর্শনার্থীদের অধিকাংশের মুখে নেই মাস্ক। বিনোদনের জন্য নির্মিত বিভিন্ন রাইডে চড়ছে অভিভাবক ও শিশুরা।
জাজিরা থেকে মেলায় ঘুরতে আসেন জান্নাতুল ফেরদৌসী। কাপড় দিয়ে নিজে মুখ ঢাকলেও সঙ্গে থাকা ২ শিশুর মুখে মাস্ক নেই। তিনি বলেন, ‘শরীয়তপুরে বিনোদনের তেমন কোনো স্থান নেই। দীর্ঘদিন পর হলেও একটু বিনোদনের জন্য ছেলে মেয়ে ও পরিবার নিয়ে মেলায় বেড়াতে এসেছি।’ মাস্ক না পরিয়ে শিশুদের আনা ঠিক হয়নি তিনি জানান।
মেলায় আচারের দোকান দিয়েছেন মো. সিরাজ হাওলাদার। দোকানে ৪ কর্মচারীর কারও মুখে মাস্ক নেই। এ বিষয়ে তিনি বলেন, ‘করোনার কারণে ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে। পেটের তাগিদে এখানে এসেছি। এখন মাস্ক কিনে এনে সবাই পরব।’
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার বলেন, ‘করোনাভাইরাস মানুষের দেহে বসবাস করে। যা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে অন্যের শরীরে ছড়িয়ে পড়ে। তা ছাড়া করোনার ওমিক্রন ধরনটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই ধরনের জনসমাগমের কারণে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’
মেলা পরিচালনার দায়িত্বে থাকা মো. তৈয়বুর রহমান বলেন, ‘প্রতিদিন ৩০ হাজার টাকা আয়োজকদের দেওয়া হচ্ছে।’ তবে প্রশাসনের অনুমতি রয়েছে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি জানা বলে জানান। মূল আয়োজক আব্দুল আলী সুরেশ্বরীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। মেলা প্রাঙ্গণ ঘুরে আয়োজক আব্দুল আলী সুরেশ্বরীরকে পাওয়া যায়নি। তাই তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সীমিত পরিসরে ইসলামি জলশার নামে মেলা পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই মুঠোফোনে বলেন, ‘ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছি। তবে এ সময়ে মেলা আয়োজনের কোনো সুযোগ নেই। আর কেউ অনুমতি নেয়নি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে