Ajker Patrika

১২ ইউপিতে নৌকা চান ১১১ জন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩: ৫৪
১২ ইউপিতে নৌকা চান ১১১ জন

চাঁদপুরের কচুয়ায় আসন্ন পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১২ ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক চান ১১১ জন। এ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য গত ১২ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ইউনিয়নগুলোতে বর্ধিত সভা করে উপজেলা আওয়ামী লীগ। এতে এসব প্রার্থী ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে নাম প্রস্তাব করেন।

এর মধ্যে সাচার ইউপিতে ৭ জন, পাথৈরে ৯ জন, বিতারায় ১১ জন, পালাখাল মডেল ইউপিতে ৫ জন, পশ্চিম সহদেবপুরে ৯ জন, উত্তর কচুয়ায় ১৩ জন, সদর দক্ষিনে ৮ জন, কাদলায় ১১ জন, কড়ইয়ায় ১৪ জন, গোহট উত্তরে ৮ জন, গোহট দক্ষিণে ১১ জন ও আশ্রাফপুর ইউপিতে ৫ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান।

এদিকে কচুয়ায় ১২টি ইউনিয়নের বর্ধিত সভা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সোরহাব হোসেন সোহাগ চৌধুরী। তাঁরা বলেন, দলীয় সিদ্ধান্ত ও গঠনতন্ত্র মোতাবেক সবার সহযোগিতায় ১২ ইউনিয়নে বর্ধিত সভা সম্পন্ন করেছি। নিয়ম অনুযায়ী জেলার পর কেন্দ্রে এ সব প্রার্থীর নামের তালিকা পাঠানো হবে। পরে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড যাচাই বাছাই শেষে যাকে নৌকার মাঝি মনোনীত করবেন, আমরা তাঁদের পক্ষে বিজয়ের লক্ষ্যে কাজ করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত