আজকের পত্রিকা ডেস্ক
সারা দেশের মতো বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মানববন্ধন, জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, আলোচনা সভা, বেলুন উড়িয়ে গতকাল বৃহস্পতিবার দিবসটি উদ্যাপন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব দুর্নীতিকে না বলুন’। প্রতিনিধিদের পাঠানো খবর:
শেরপুর: বগুড়ার শেরপুরে গতকাল মানববন্ধন করে দিবসটির কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলা পরিষদের সামনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটি শেরপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ এতে সভাপতিত্ব করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের রূপকল্প বাস্তবায়নে দুর্নীতি এখন প্রধান অন্তরায়। শক্তিশালী দুর্নীতিবিরোধী সংস্কৃতিচর্চা প্রসারের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন কাজ করছে। তাঁদের এই প্রচেষ্টা সফল করার জন্য বক্তারা জনগণের প্রতি আহ্বান জানান।
সারিয়াকান্দি: দিবসটিতে গতকাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা প্রশাসন চত্বরে মানববন্ধন এবং উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলকুচি: গতকাল উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
কামারখন্দ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পর্যায়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মিনি অডিটোরিয়ামে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পাবলিক লাইব্রেরির সামনে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও বেলুন উড়িয়ে দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন করা হয়েছে।
চৌহালী: গতকাল মানববন্ধন করে দিবসটি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে চৌহালী সরকারি কলেজ চত্বরে মানববন্ধনে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
তাড়াশ: দিবসটিতে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। গতকাল সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে তাড়াশ বাসস্ট্যান্ড এলাকায় ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চৌধুরী এলিজা আমীনের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
কালাই: জয়পুরহাটের কালাই উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২১ পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি দমন কমিশনের দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন পালিত হয়েছে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সারা দেশের মতো বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মানববন্ধন, জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, আলোচনা সভা, বেলুন উড়িয়ে গতকাল বৃহস্পতিবার দিবসটি উদ্যাপন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব দুর্নীতিকে না বলুন’। প্রতিনিধিদের পাঠানো খবর:
শেরপুর: বগুড়ার শেরপুরে গতকাল মানববন্ধন করে দিবসটির কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলা পরিষদের সামনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটি শেরপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ এতে সভাপতিত্ব করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের রূপকল্প বাস্তবায়নে দুর্নীতি এখন প্রধান অন্তরায়। শক্তিশালী দুর্নীতিবিরোধী সংস্কৃতিচর্চা প্রসারের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন কাজ করছে। তাঁদের এই প্রচেষ্টা সফল করার জন্য বক্তারা জনগণের প্রতি আহ্বান জানান।
সারিয়াকান্দি: দিবসটিতে গতকাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা প্রশাসন চত্বরে মানববন্ধন এবং উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলকুচি: গতকাল উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
কামারখন্দ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পর্যায়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মিনি অডিটোরিয়ামে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পাবলিক লাইব্রেরির সামনে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও বেলুন উড়িয়ে দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন করা হয়েছে।
চৌহালী: গতকাল মানববন্ধন করে দিবসটি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে চৌহালী সরকারি কলেজ চত্বরে মানববন্ধনে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
তাড়াশ: দিবসটিতে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। গতকাল সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে তাড়াশ বাসস্ট্যান্ড এলাকায় ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চৌধুরী এলিজা আমীনের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
কালাই: জয়পুরহাটের কালাই উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২১ পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি দমন কমিশনের দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন পালিত হয়েছে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে