স্বতন্ত্রের মোড়কে মাঠে বিএনপি

সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ০৯: ০৪
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৭: ০৮

প্রকাশ্যে দলীয় প্রার্থী না হলেও স্বতন্ত্রের মোড়কে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনেও চেয়ারম্যান পদে অন্তত ৩২ জন বিএনপি নেতা প্রার্থী হয়েছেন। দলীয় প্রতীক কিংবা প্রকাশ্যে কেউ বিএনপির ব্যানারে প্রচার না চালালেও তৃণমূল নেতারা ঠিকই আছেন ভোটের মাঠে। ফলে জয় পরাজয়ে বড় বিষয় হয়ে উঠেছেন তাঁরা।

প্রথম ধাপে সিলেট জেলার কোনো ইউপিতে নির্বাচন হয়নি। দ্বিতীয় ধাপে জেলার ১৫ ইউপিতে ভোটগ্রহণ হয়। সে ধাপে বিএনপির ১৫ জন নেতা-কর্মী চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে ১১ জন জয়ী হন।

বিএনপি ভোটে অংশ না নেওয়ায় অনেকটা ফাঁকা মাঠে গোল করার মতো অবস্থায় থাকার কথা আওয়ামী লীগের প্রার্থীদের। কিন্তু দলীয় বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্রের মোড়কে বিএনপি নেতারা প্রার্থী হওয়ায় চরম বেকায়দায় পড়েছেন নৌকার প্রার্থীরা। আগামী ২৮ নভেম্বর জেলার ১৬ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দক্ষিণ সুরমার ৫ ইউপিতে তৃতীয় ধাপে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ৪টিতে প্রার্থী হয়েছেন বিএনপির ৭ নেতা-কর্মী। উপজেলার লালাবাজার ইউপিতে স্বতন্ত্র থেকে প্রার্থী হয়েছেন ইউনিয়ন বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরী সিত্তা ও শহিদুর রহমান। মোগলাবাজার ইউপিতে দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সদস্য মঈনুল ইসলাম মঞ্জু ও উপজেলা শ্রমিক দলের সদস্য আব্দুল মুকিত প্রার্থী হয়েছেন। জালালপুরে বিএনপি নেতা মামুনুর রহমান চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলাম ইউপিতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সদস্য আত্তর আলী ও ফাইজুল হক প্রার্থী হয়েছেন।

গোয়াইনঘাট উপজেলার ৬ ইউপির ৫ টিতে স্বতন্ত্রের মোড়কে বিএনপি দলীয় প্রার্থী আছেন ১৫ জন। এর মধ্যে নন্দীরগাঁও ইউপিতে স্থানীয় বিএনপি নেতা মামুনুর রশীদ শাহীন, আব্দুল ওয়াহিদ, জামাল উদ্দিন আহমদ ও তাজ উদ্দিন প্রার্থী হয়েছেন। রুস্তমপুর ইউপিতে বিএনপির আবুল কালাম আজাদ, সাহাব উদ্দিন শিহাব, হাবিবুর রহমান হাবিব ও সালেহ আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। লেঙ্গুড়া ইউপিতে বিএনপির মাহবুব আহমদ, গোলাম কিবরিয়া সাত্তার ও আব্দুল মান্নান লড়ছেন চেয়ারম্যান পদে। তোয়াকুল ইউপিতে বিএনপির খালেদুর রহমান খালেদ এবং ফতেহপুর ইউপিতে স্থানীয় বিএনপির মিনহাজ উদ্দিন, মীর হোসেন আমির ও সোহেল আহমদ প্রার্থী হয়েছেন।

এদিকে জৈন্তাপুর উপজেলার ৫ ইউপিতে বিএনপির ১০ জন নেতা-কর্মী স্বতন্ত্র থেকে প্রার্থী হয়েছেন।

এর মধ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ ও উপজেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন জৈন্তাপুর ইউপিতে প্রার্থী হয়েছেন। চারিকাটা ইউপিতে স্থানীয় বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান শাহ আলাম চৌধুরী তোফায়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল, বিএনপি নেতা ডি এম ডি আজাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দরবস্ত ইউপিতে সাবেক উপজেলা ছাত্রদল নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, বিএনপি নেতা খায়রুল আমিন প্রার্থী হয়েছেন। ফতেপুর ইউপিতে ইউনিয়ন বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ এবং চিকনাগুল ইউপিতে উপজেলা বিএনপির আহ্বায়ক এ বি এম জাকারিয়া নির্বাচনে লড়ছেন।

বিএনপি নেতাদের প্রার্থী হওয়ার পেছনে দলের কোনো সংযোগ নেই বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

তিনি বলেন, কেন্দ্রের নির্দেশমতে ইউপি নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছেন না। যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁরা নিজ উদ্যোগেই হয়েছেন। দল থেকে তাঁদের প্রার্থী করা হয়নি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত