সরিষার ফলন ও দামে খুশি কৃষক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ১৭
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৭

অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় এবার বগুড়ার নন্দীগ্রামে সরিষার বাম্পার ফলন হয়েছে। অল্প সময়ে সরিষার ভালো ফলনের পাশাপাশি বেশি দাম পাওয়ায় চলতি মৌসুমে বেশ লাভবান হয়েছেন সরিষাচাষিরা।

উপজেলার সরিষাচাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্য যেকোনো আবাদের চেয়ে সরিষা চাষে খরচ ও পরিশ্রম দুটোই কম লাগে। তিন মাসেরও কম সময়ের মধ্যেই সরিষার ফলন পাওয়া যায়। এ বছর আবহাওয়া অনুকূলে আছে, তাই সরিষার ফলন ভালো। এ ছাড়া বেশি দাম পাওয়ায় কৃষকেরা খুশি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলায় চলতি মৌসুমে ৪ হাজার ৭৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উপজেলার কৃষকেরা তাঁদের অধিকাংশ জমিতে উচ্চফলনশীল বারি-১৪, বারি-১৫, বারি-১৭, বিনা-৪ বিনা-৯, বিনা-১১ ও স্থানীয় টরে-৭ ও সম্পদ জাতের সরিষা আবাদ করেছেন।

উপজেলার শিমলা গ্রামের কৃষক জিয়াউর রহমান জানান, প্রতি বিঘা জমিতে ৮-১০ মণ সরিষার ফলন হয়েছে। সরিষার বর্তমান বাজারদর প্রতি মণ ২ হাজার থেকে ২২শ টাকা। তবে রোদে শুকিয়ে গুদামজাত করে পরে বিক্রি করলে সরিষার বাজারদর আরও বেশি পাওয়া যাবে।

উপজেলার দোহার গ্রামের কৃষক শ্রীকৃষ্ণ চন্দ্র বলেন, অল্প শ্রম আর স্বল্প খরচে অধিক লাভ সরিষা চাষে পাওয়া যায়। সরিষা চাষে প্রতি বিঘা জমিতে ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘা জমি থেকে ২০ থেকে ২২ হাজার টাকার সরিষা বিক্রি করা যায়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা আদনান আজকের পত্রিকাকে বলেন, সরিষাচাষিদের মাঠপর্যায় পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। এতে নন্দীগ্রামে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত