এক মাস মাটি বিক্রির পর জানা গেল খাসজমি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
Thumbnail image

খাসজমি ব্যক্তিমালিকানার বলে প্রচার করে প্রায় এক মাস ধরে প্রায় দুই বিঘা জমিতে খনন করে মাটি বিক্রি করে আসছিলেন তাঁরা। অভিযানের সময় জানা গেল, ব্যক্তিমালিকানা নয়, জমিটি ছিল খাস।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের গহব্বরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরোজ হোসেন ঘটনাস্থলে অভিযান চালানোর পর খাসজমির বিষয়টি ধরা পড়ে।

উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক মাস ধরে ভান্ডারীপাড়া গ্রামের আনোয়ার পারভেজসহ স্থানীয় কয়েকজন আক্কেলপুর-জয়পুরহাট সড়কের হালির মোড় এলাকার পূর্ব পাশে গহব্বরপুর ফসলি মাঠের মাটি এলাকায় বিক্রি করে আসছিলেন। মাটি ট্রাকে করে বহনের জন্য সড়কের এক পাশ কেটে রাস্তাও তৈরি করেছিলেন তাঁরা। এতে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান স্থানীয় কয়েকজন।

এরপর গতকাল সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরোজ হোসেন এবং রুকিন্দীপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোমিনুল হককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। খবর পেয়ে আগেই খননযন্ত্রের চালক পালিয়ে যান।

এদিকে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোমিনুল হক জমির দলিল পরচা দেখে খনন করা জায়গাটি সরকারি খাস সম্পত্তি বলে শনাক্ত করেন। এরপর খননযন্ত্রটি খননকারী আনোয়ার পারভেজের জিম্মায় দেওয়া হয়।

রুকিন্দীপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোমিনুল বলেন, ওই মাঠের মধ্যে ৫৬ শতক জায়গা ১ নম্বর খতিয়ানভুক্ত। সেখানেই তাঁরা ব্যক্তিমালিকানা বলে এলাকায় 
প্রচার করে মাটি কেটে আসছিলেন। আজ সেখানে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) খননকাজ বন্ধ করে দিয়েছেন। খননযন্ত্র জব্দ করা হয়েছে।

খননকারী আনোয়ার পারভেজ বলেন, ‘ওই জমি আমাদের ব্যক্তিমালিকানা মনে করে জমিতে খননকাজ করছিলাম। আজকে জানতে পারলাম, ওই জমি সরকারি।’ তবে তাঁর জমির কাগজপত্র রয়েছে বলে তিনি দাবি করেছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন বলেন, স্থানীয়দের অভিযোগে ভিত্তিতে ওই মাঠে অভিযান পরিচালনা করা হয়। খননকাজ বন্ধ এবং যন্ত্র জব্দ করে জমির মালিক দাবিদার আনোয়ার পারভেজের জিম্মায় দেওয়া হয়েছে। যে জমিতে খনন করা হচ্ছিল, সেটি ছিল খাসজমি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, অভিযানের পর খননকাজ বন্ধ এবং মাটি কাটার যন্ত্র জব্দ করা হয়েছে। তবে দোষীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত