রিমন রহমান, রাজশাহী
বছরখানেক আগে মারা গেছেন নজরুল ইসলাম। কিন্তু তাঁর পরিবার তাঁর নামে বয়স্ক ভাতার বই জমা দেননি। স্থানীয় কাউন্সিলরও এ বিষয়ে কোনো উদ্যোগ নেননি। ফলে মৃত্যুর পরও একাধিকবার নজরুলের মোবাইলে গেছে সেই টাকা।
নজরুল ইসলাম ছিলেন রাজশাহী মহানগরীর ভাটাপাড়া মহল্লার বাসিন্দা। ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু বলেন, ‘নজরুলের ছেলে রতনকে অনেক বলেছি, যেন তার বাবার বইটা জমা দেয়। তাহলে বইয়ের তথ্যগুলো সমাজসেবা অফিসে দিয়ে নজরুলের মৃত্যুর খবরটা জানিয়ে দেব। কিন্তু রতন বই জমা না দেওয়ায় ভাতা বন্ধ হয়নি।’
সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহী শহরে বয়স্ক ভাতার উপকারভোগী ১৩ হাজার ২৩ জন। উপকারভোগী মারা যাওয়ার পরও তাঁর স্বজনেরা বিষয়টি চেপে যান। আবার কখনো কখনো এলাকার কাউন্সিলররাও ভাতা বন্ধের উদ্যোগ নেন না। তাই সমাজসেবা কার্যালয় এবার উপকারভোগীদের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের ভাতা বন্ধ করে দিয়েছে। রাজশাহী শহর সমাজসেবা কার্যালয়ে ‘লাইফ ভেরিফিকেশন’ করার পরই দেওয়া হচ্ছে টাকা। এতে গত দুই মাসে প্রায় ২০০ মৃত উপকারভোগীর সন্ধান পাওয়া গেছে। রাজশাহী মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম তজু বলেন, ‘উপকারভোগী মারা যান, কিন্তু কেউ কেউ জানান না। তবে আমার ওয়ার্ডে এ রকম হয় না। মৃত্যুর বিষয়টি জানতে পারলেই ভাতা বন্ধের উদ্যোগ নিই।’
গত সোমবার সকালে রাজশাহী শহর সমাজসেবা কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভাতার টাকা না পেয়ে অনেকে বই হাতে অফিসে ছুটে আসছেন। কর্মকর্তারা বইয়ের ছবির সঙ্গে
ব্যক্তির চেহারা এবং মোবাইল নম্বর মিলিয়ে দেখছেন।
শহর সমাজসেবা কর্মকর্তা আবদুল মমিন বলেন, ‘আমরা তালিকা খতিয়ে দেখছি। এতে মৃত উপকারভোগী শনাক্ত হচ্ছে, ভাতা বন্ধ হচ্ছে। সেই জায়গায় আমরা অন্য প্রবীণকে ভাতা দেওয়ার ব্যবস্থা করব।’
বছরখানেক আগে মারা গেছেন নজরুল ইসলাম। কিন্তু তাঁর পরিবার তাঁর নামে বয়স্ক ভাতার বই জমা দেননি। স্থানীয় কাউন্সিলরও এ বিষয়ে কোনো উদ্যোগ নেননি। ফলে মৃত্যুর পরও একাধিকবার নজরুলের মোবাইলে গেছে সেই টাকা।
নজরুল ইসলাম ছিলেন রাজশাহী মহানগরীর ভাটাপাড়া মহল্লার বাসিন্দা। ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু বলেন, ‘নজরুলের ছেলে রতনকে অনেক বলেছি, যেন তার বাবার বইটা জমা দেয়। তাহলে বইয়ের তথ্যগুলো সমাজসেবা অফিসে দিয়ে নজরুলের মৃত্যুর খবরটা জানিয়ে দেব। কিন্তু রতন বই জমা না দেওয়ায় ভাতা বন্ধ হয়নি।’
সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহী শহরে বয়স্ক ভাতার উপকারভোগী ১৩ হাজার ২৩ জন। উপকারভোগী মারা যাওয়ার পরও তাঁর স্বজনেরা বিষয়টি চেপে যান। আবার কখনো কখনো এলাকার কাউন্সিলররাও ভাতা বন্ধের উদ্যোগ নেন না। তাই সমাজসেবা কার্যালয় এবার উপকারভোগীদের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের ভাতা বন্ধ করে দিয়েছে। রাজশাহী শহর সমাজসেবা কার্যালয়ে ‘লাইফ ভেরিফিকেশন’ করার পরই দেওয়া হচ্ছে টাকা। এতে গত দুই মাসে প্রায় ২০০ মৃত উপকারভোগীর সন্ধান পাওয়া গেছে। রাজশাহী মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম তজু বলেন, ‘উপকারভোগী মারা যান, কিন্তু কেউ কেউ জানান না। তবে আমার ওয়ার্ডে এ রকম হয় না। মৃত্যুর বিষয়টি জানতে পারলেই ভাতা বন্ধের উদ্যোগ নিই।’
গত সোমবার সকালে রাজশাহী শহর সমাজসেবা কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভাতার টাকা না পেয়ে অনেকে বই হাতে অফিসে ছুটে আসছেন। কর্মকর্তারা বইয়ের ছবির সঙ্গে
ব্যক্তির চেহারা এবং মোবাইল নম্বর মিলিয়ে দেখছেন।
শহর সমাজসেবা কর্মকর্তা আবদুল মমিন বলেন, ‘আমরা তালিকা খতিয়ে দেখছি। এতে মৃত উপকারভোগী শনাক্ত হচ্ছে, ভাতা বন্ধ হচ্ছে। সেই জায়গায় আমরা অন্য প্রবীণকে ভাতা দেওয়ার ব্যবস্থা করব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে