জুবাইদুল ইসলাম, শেরপুর
শেরপুরে মোট ৬১টি ইটভাটার মধ্যে ৫৮টিই অবৈধ। এগুলোর কোনোটিরই পরিবেশ ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন নেই। গতকাল বুধবার জেলার শ্রীবরদী উপজেলায় অভিযান চালিয়ে ৬টি ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
জরিমানা করা ইটভাটাগুলো হলো আল আমিন-১ ও ২ ব্রিকসকে ৭ লাখ টাকা, ফাতেমা ব্রিকসকে ৩ লাখ, জনতা ব্রিকসকে ২ লাখ, মনিরা ব্রিকসকে ৩ লাখ ও একতা ব্রিকসকে ৩ লাখ টাকা। অভিযানে দুটি ইটভাটার আংশিক ভেঙে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ বলেন, ইটভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৪ ধারা মোতাবেক ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বিধান রয়েছে। কিন্তু জরিমানা করা ইটভাটাগুলোর পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স হালনাগাদ নেই।
জানা গেছে, জেলায় অবৈধভাবে চলছে ৫৮টি ইটভাটা। এসব ইটভাটা নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র স্থাপন করা হয়েছে। এমনকি ইটভাটার আশপাশের দুই/তিন ফসলি জমির উর্বর মাটি কেটে তৈরি করা হচ্ছে ইট। এ ছাড়া কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা থাকলেও অবাধে পোড়ানো হচ্ছে কাঠ।
সরকারি নীতিমালা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের ভিত্তিতে জেলা প্রশাসন ইটভাটা স্থাপনের লাইসেন্স দিয়ে থাকে। এ ক্ষেত্রে পরিত্যক্ত অনাবাদি জমি, নিচু জলাশয়ের ধারে, নদীর পাশে, পৌর শহর ও আবাসিক এলাকার কমপক্ষে চারদিকে এক কিলোমিটার দূরে জনশূন্য এলাকায় ইটভাটা স্থাপনের নির্দেশনা রয়েছে।
কয়েকজন ইটভাটার মালিক জানান, তাঁরা বৈধভাবেই ব্যবসা করতে চান। ইটভাটার ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে তাঁরা আবেদনও করেছিলেন। কিন্তু অনুমোদনের সব শর্ত পূরণ করা সম্ভব না হওয়ায় সেগুলো আটকে আছে।
শেরপুরের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, জেলার অবৈধ ইটভাটাগুলোর মধ্যে ছয়টিতে অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শেরপুর জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে জেলার অবৈধ ইটভাটাগুলো চিহ্নিত করা হয়েছে। নীতিমালা অনুসরণ করে এগুলোর বিরুদ্ধে অভিযান চালানো শুরু হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
শেরপুরে মোট ৬১টি ইটভাটার মধ্যে ৫৮টিই অবৈধ। এগুলোর কোনোটিরই পরিবেশ ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন নেই। গতকাল বুধবার জেলার শ্রীবরদী উপজেলায় অভিযান চালিয়ে ৬টি ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
জরিমানা করা ইটভাটাগুলো হলো আল আমিন-১ ও ২ ব্রিকসকে ৭ লাখ টাকা, ফাতেমা ব্রিকসকে ৩ লাখ, জনতা ব্রিকসকে ২ লাখ, মনিরা ব্রিকসকে ৩ লাখ ও একতা ব্রিকসকে ৩ লাখ টাকা। অভিযানে দুটি ইটভাটার আংশিক ভেঙে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ বলেন, ইটভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৪ ধারা মোতাবেক ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বিধান রয়েছে। কিন্তু জরিমানা করা ইটভাটাগুলোর পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স হালনাগাদ নেই।
জানা গেছে, জেলায় অবৈধভাবে চলছে ৫৮টি ইটভাটা। এসব ইটভাটা নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র স্থাপন করা হয়েছে। এমনকি ইটভাটার আশপাশের দুই/তিন ফসলি জমির উর্বর মাটি কেটে তৈরি করা হচ্ছে ইট। এ ছাড়া কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা থাকলেও অবাধে পোড়ানো হচ্ছে কাঠ।
সরকারি নীতিমালা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের ভিত্তিতে জেলা প্রশাসন ইটভাটা স্থাপনের লাইসেন্স দিয়ে থাকে। এ ক্ষেত্রে পরিত্যক্ত অনাবাদি জমি, নিচু জলাশয়ের ধারে, নদীর পাশে, পৌর শহর ও আবাসিক এলাকার কমপক্ষে চারদিকে এক কিলোমিটার দূরে জনশূন্য এলাকায় ইটভাটা স্থাপনের নির্দেশনা রয়েছে।
কয়েকজন ইটভাটার মালিক জানান, তাঁরা বৈধভাবেই ব্যবসা করতে চান। ইটভাটার ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে তাঁরা আবেদনও করেছিলেন। কিন্তু অনুমোদনের সব শর্ত পূরণ করা সম্ভব না হওয়ায় সেগুলো আটকে আছে।
শেরপুরের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, জেলার অবৈধ ইটভাটাগুলোর মধ্যে ছয়টিতে অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শেরপুর জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে জেলার অবৈধ ইটভাটাগুলো চিহ্নিত করা হয়েছে। নীতিমালা অনুসরণ করে এগুলোর বিরুদ্ধে অভিযান চালানো শুরু হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪