ক্রীড়া ডেস্ক
ইতিহাসই গড়ে ফেলল জানুয়ারির দলবদল। মৌসুমের মাঝখানের এই দলবদল বা ট্রান্সফার উইন্ডোতে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বিনিয়োগ দেখলে যে কারও চোখ কপালে উঠবেই! মোট ৮১৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ১১ হাজার কোটি টাকা) খরচ হয়ে গেছে তাদের গত এক মাসে। যেটা গত মৌসুমের ২৯৫ মিলিয়ন পাউন্ড খরচের চেয়ে তিন গুণ!
এর আগে প্রিমিয়ার লিগে জানুয়ারির দলবদলে সর্বোচ্চ খরচ হয়েছিল ২০১৮ সালে ৪৩০ কোটি মিলিয়ন পাউন্ড, যা এবারের চেয়ে ৯০ শতাংশ কম। ২০২২-২৩ মৌসুমের প্রিমিয়ার লিগে দলবদলে মোট খরচ ২.৫ বিলিয়ন পাউন্ড। আর জানুয়ারির দলবদলের শেষদিনেই ব্যয় হয়েছে ২৭৫ পাউন্ড। দেলোইত্তি স্পোর্টস বিজনেস গ্রুপের সহকারী পরিচালক কালাম রস বলেছেন, ‘জানুয়ারিতে দলবদলে রেকর্ড হয়েছে। পেরিয়ে গেছে ২০১৮ জানুয়ারির ৪৩০ মিলিয়ন পাউন্ডের রেকর্ড।’
প্রিমিয়ার লিগে ২০০৩ সালের দিকে দলবদলের ঘর ছিল শতক মিলিয়ন পাউন্ডের ঘরে। তবে দুই দশকের সেটি এখন ৮০০-এর ঘরে।ইউরোপের ফুটবল শত বছরের ইতিহাসে প্রথম মিলিয়ন ইউরো দলবদল দেখেছে ২০১৩ সালে। সে বছর টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদ ওয়েলস উইঙ্গারকে কিনে ১০০ মিলিয়ন ইউরোতে। বেলের নামই হয়ে যায় ‘হানড্রেড মিলিয়ন ম্যান’। এখন তো প্রতি মৌসুমে এমন চুক্তি এক-দুইটা হয়েই থাকে। তবে সর্বোচ্চ ২২২ মিলিয়ন ইউরো চুক্তির রেকর্ডটি এখনো ধরে রেখেছেন নেইমার। ২০১৭-১৮ মৌসুমে বার্সেলোনা ছেড়ে এই রেকর্ডগড়া চুক্তিতে পিএসজিতে যোগ দেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
২০২১-২২ মৌসুমে ১১৮ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন জ্যাক গ্রিলিশ। এত দিন পর্যন্ত ইংলিশ ফুটবল এটিই ছিল সর্বোচ্চ দামি চুক্তি। তবে পরশু সেটি ভেঙে দিয়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এনজো ফার্নান্দেজ। জানুয়ারির দলবদলের শেষ দিনের শেষ মুহূর্তে বেনফিকা থেকে ১২১ মিলিয়ন ইউরোর বিনিময়ে (প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা) ২২ বছর বয়সী তারকাকে কিনেছে চেলসি। শেষ মুহূর্তে এনজোকে কেনার গুঞ্জনকে সত্যি করে ব্লুজরা।
মধ্যবর্তী দলবদলে সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি। কাতার বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা এনজোকে কেনার আগেই ২০৮.৫ মিলিয়ন ইউরো খরচ করে ক্লাবটি। ৪৯.৪ মিলিয়ন খরচ করে দুইয়ে নিউক্যাসল।
ইতিহাসই গড়ে ফেলল জানুয়ারির দলবদল। মৌসুমের মাঝখানের এই দলবদল বা ট্রান্সফার উইন্ডোতে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বিনিয়োগ দেখলে যে কারও চোখ কপালে উঠবেই! মোট ৮১৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ১১ হাজার কোটি টাকা) খরচ হয়ে গেছে তাদের গত এক মাসে। যেটা গত মৌসুমের ২৯৫ মিলিয়ন পাউন্ড খরচের চেয়ে তিন গুণ!
এর আগে প্রিমিয়ার লিগে জানুয়ারির দলবদলে সর্বোচ্চ খরচ হয়েছিল ২০১৮ সালে ৪৩০ কোটি মিলিয়ন পাউন্ড, যা এবারের চেয়ে ৯০ শতাংশ কম। ২০২২-২৩ মৌসুমের প্রিমিয়ার লিগে দলবদলে মোট খরচ ২.৫ বিলিয়ন পাউন্ড। আর জানুয়ারির দলবদলের শেষদিনেই ব্যয় হয়েছে ২৭৫ পাউন্ড। দেলোইত্তি স্পোর্টস বিজনেস গ্রুপের সহকারী পরিচালক কালাম রস বলেছেন, ‘জানুয়ারিতে দলবদলে রেকর্ড হয়েছে। পেরিয়ে গেছে ২০১৮ জানুয়ারির ৪৩০ মিলিয়ন পাউন্ডের রেকর্ড।’
প্রিমিয়ার লিগে ২০০৩ সালের দিকে দলবদলের ঘর ছিল শতক মিলিয়ন পাউন্ডের ঘরে। তবে দুই দশকের সেটি এখন ৮০০-এর ঘরে।ইউরোপের ফুটবল শত বছরের ইতিহাসে প্রথম মিলিয়ন ইউরো দলবদল দেখেছে ২০১৩ সালে। সে বছর টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদ ওয়েলস উইঙ্গারকে কিনে ১০০ মিলিয়ন ইউরোতে। বেলের নামই হয়ে যায় ‘হানড্রেড মিলিয়ন ম্যান’। এখন তো প্রতি মৌসুমে এমন চুক্তি এক-দুইটা হয়েই থাকে। তবে সর্বোচ্চ ২২২ মিলিয়ন ইউরো চুক্তির রেকর্ডটি এখনো ধরে রেখেছেন নেইমার। ২০১৭-১৮ মৌসুমে বার্সেলোনা ছেড়ে এই রেকর্ডগড়া চুক্তিতে পিএসজিতে যোগ দেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
২০২১-২২ মৌসুমে ১১৮ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন জ্যাক গ্রিলিশ। এত দিন পর্যন্ত ইংলিশ ফুটবল এটিই ছিল সর্বোচ্চ দামি চুক্তি। তবে পরশু সেটি ভেঙে দিয়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এনজো ফার্নান্দেজ। জানুয়ারির দলবদলের শেষ দিনের শেষ মুহূর্তে বেনফিকা থেকে ১২১ মিলিয়ন ইউরোর বিনিময়ে (প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা) ২২ বছর বয়সী তারকাকে কিনেছে চেলসি। শেষ মুহূর্তে এনজোকে কেনার গুঞ্জনকে সত্যি করে ব্লুজরা।
মধ্যবর্তী দলবদলে সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি। কাতার বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা এনজোকে কেনার আগেই ২০৮.৫ মিলিয়ন ইউরো খরচ করে ক্লাবটি। ৪৯.৪ মিলিয়ন খরচ করে দুইয়ে নিউক্যাসল।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪