Ajker Patrika

এখনো স্বাভাবিক হয়নি প্রসূতি অস্ত্রোপচার

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১২: ৪৩
এখনো স্বাভাবিক হয়নি প্রসূতি অস্ত্রোপচার

১৫ দিন পার হলেও পুরোপুরি চালু হয়নি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের অস্ত্রোপচার কার্যক্রম। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নতুন ‘ডায়াথার্মি’ মেশিন না আসা পর্যন্ত পুরোপুরিভাবে এ বিভাগের অস্ত্রোপচার চালু করা সম্ভব নয়। তবে জরুরি প্রয়োজনে অন্য বিভাগ থেকে ‘ডায়াথার্মি’ মেশিন এনে কাজ চালানো হচ্ছে। এদিকে অস্ত্রোপচার কার্যক্রম পুরোপুরি চালু না হওয়ায় ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।

গাইনি বিভাগ সূত্রে জানা গেছে, ‘ডায়াথার্মি’ নষ্ট হওয়ায় গত ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত কোনো অস্ত্রোপচার করা হয়নি। এ সময় প্রায় ২০ জন রোগী অপারেশন করতে না পেরে নিজ নিজ দায়িত্বে অন্য জায়গায় চলে যান। পরে রোগীদের কথা বিবেচনা করে দুই তারিখ থেকে জরুরি প্রয়োজনে অন্য বিভাগ থেকে ‘ডায়াথার্মি’ মেশিন এনে কোনোরকমে অপারেশন কার্যক্রম চালানো হচ্ছে।

এ বিষয়ে ২৫০ শয্যার টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, ‘অটোক্লেভ ও ডায়াথার্মি মেশিন নষ্ট থাকায় গাইনি বিভাগের সিজারিয়ান অপারেশনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অস্ত্রোপচার করা যাচ্ছিল না। এদিকে হাসপাতালে প্রতিদিন অনেক প্রসূতি আসেন জরুরি সেবা নিতে। যাদের আমরা অন্যত্র রেফার করতে পারছি না। বিষয়টি চিন্তা করে অন্য বিভাগ থেকে ‘ডায়াথার্মি’ এনে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার চালানো হচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠিয়েছি। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান করা হবে।’

সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, অস্ত্রোপচার বন্ধ থাকায় রোগীদের অনেক সমস্যা হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে অপারেশন করাচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত