হোটেল শ্রমিকদের ছাঁটাই বন্ধের দাবি

সিলেট সংবাদদাতা
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১০: ৫৭
Thumbnail image

করোনাভাইরাসের অজুহাত দেখিয়ে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং মজুরি বাড়ানোর দাবি জানিয়েছে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। গতকাল রোববার এই দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনেরনেতা-কর্মীরা।

মিছিলটি নগরীর তালতলা পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সহসভাপতি মো. ইউসুফ জামিলের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার উপদেষ্টা এস এম নুরুল হুদা শালেহ।

বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা হোটেল মিষ্টি বেকারি অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কামাল আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উজ্জ্বল, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হারুন-রশিদ, অর্থ সম্পাদক মো. মোজ্জাম্মেল হক, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. বশির মিয়া, জেলা কমিটির কার্যকরী সদস্য মো. মুজ্জামেল আলী, মহানগর কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অন্তর ইসলাম জাবেদ, মহানগর কমিটির কার্যকারী সদস্য মো. সেজওয়ান আহমদ, কোতোয়ালি থানা কমিটির সভাপতি মো. নান্নু মিয়া, সদস্য মো. রাজু মিয়া, মো. রহিম মিয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল করল বিটিআরসি

রাউজানে ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষে মারামারি

ফরিদপুরে কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

তথ্য কমিশনারের পদ থেকে মাসুদা ভাট্টিকে অপসারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত