আকস্মিক মৃত্যু থেকে পানাহ চাইতেন মহানবী (সা.)

মুফতি আবু দারদা
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ১৯
Thumbnail image

মৃত্যু এক অমোঘ সত্য। সব সৃষ্টিকেই একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে। যার মৃত্যু যখন নির্ধারণ করা হয়েছে, ঠিক তখনই তার মৃত্যু হবে। এক মুহূর্ত আগে-পরে হবে না। তবে দুর্ঘটনার কবলে পড়ে আকস্মিকভাবে মারা যাওয়া নিশ্চয়ই কারও জন্য সুখকর নয়। মহানবী (সা.) আকস্মিক মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন।

স্বাভাবিক মৃত্যু মুমিনের জন্য আল্লাহর রহমত। মৃত্যুর মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে এবং ভালো কাজের পুরস্কার বুঝে নেবে। মহানবী (সা.) বলেন, ‘মুমিন ব্যক্তি যখন মারা যায়, তখন সে দুনিয়ার দুঃখ-কষ্ট থেকে নিষ্কৃতি পায়।’ (নাসায়ি: ১৯৩০) অন্যদিকে তা আল্লাহর অবাধ্যদের জন্য বিপদের কারণ। অবাধ্যতার জন্য তাকে কঠিন সাজা ভোগ করতে হবে। বিশেষ করে আকস্মিক মৃত্যু পাপাচারীদের তওবা করারও সুযোগ দেয় না। তাই এটি তাদের জন্য সবচেয়ে বেশি ভয়ংকর। হাদিসে এসেছে, ‘(হঠাৎ মৃত্যু) পাপীর জন্য আফসোস আর মুমিনের জন্য নিষ্কৃতির কারণ।’ (বায়হাকি: ৩ / ৩৭৯)

এক হাদিসে আকস্মিক মৃত্যুকে কিয়ামতের আলামতও বলা হয়েছে। কিয়ামতের আগে আকস্মিক মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে। মহানবী (সা.) বলেছেন, ‘কিয়ামতের একটি আলামত হলো আকস্মিক মৃত্যু প্রকাশ পাওয়া।’ (তাবারানি: ২৩৩)

আকস্মিক মৃত্যু থেকে বাঁচতে মহানবী (সা.) একটি বিশেষ দোয়া পড়তেন। দোয়াটি হলো—আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাদমি, ওয়া আউজুবিকা মিনাত তারাদ্দি, ওয়া আউজুবিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি, ওয়া আউজুবিকা আইয়াতাখব্বাতানিশ শাইতনু ইনদাল মাওতি, ওয়া আউজুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান, ওয়া আউজুবিকা আন আমুতা লাদি-গান।

অর্থ: হে আল্লাহ, আপনার কাছে চাপা পড়ে মারা যাওয়া থেকে আশ্রয় চাই, গহ্বরে পড়ে মারা যাওয়া থেকে আশ্রয় চাই, আপনার কাছে পানিতে ডুবে ও আগুনে পুড়ে মৃত্যুবরণ থেকে এবং অতিবার্ধক্য থেকে আশ্রয় চাই। আপনার কাছে মৃত্যুকালে শয়তানের প্রভাব থেকে আশ্রয় চাই, আপনার পথে যুদ্ধ থেকে পলায়নপর অবস্থায় মারা যাওয়া থেকে আশ্রয় চাই এবং আপনার কাছে বিষাক্ত প্রাণীর দংশনে মারা যাওয়া থেকে আশ্রয় চাই। (আবু দাউদ: ১৫৫২; নাসায়ি: ৫৫৪৬; হাকিম: ১ / ৫৩১)

আমাদেরও আকস্মিক মৃত্যু থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত। সব ধরনের বিপদ-আপদ থেকে মুক্ত থেকে স্বাভাবিকভাবে জীবনাবসানের জন্য প্রার্থনা করা উচিত। আল্লাহ আমাদের হেফাজত করুন। 

লেখক: ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সদা প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনছে বাংলালিংকের মালিক ভিওন

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

৭ মাস না যেতেই যুক্তরাষ্ট্রে সন্তান প্রসবের হিড়িক ভারতীয় নারীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত