Ajker Patrika

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সদস্য লায়েকউজ্জামান

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৭
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সদস্য লায়েকউজ্জামান

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদে লায়েকউজ্জামান শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় উপজেলা সমাজসেবা অফিসার ও নির্বাচনের রিটানিং কর্মকর্তা রাকিবুল হাসান শুভ লায়েকউজ্জামান শেখকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।

তিনি বলেন, ‘পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে লায়েকউজ্জামান শেখসহ তিনজন সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে আনোয়ার হোসেনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাতিল হয়ে যায়। অপরদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আবুল হোসেন শেখ নামে অপর এক প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তাই লায়েকউজ্জামান শেখকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।’

এ বিষয়ে লায়েকউজ্জামান শেখ বলেন, ‘আমি গত পাঁচ বছর ধরে এই ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এ সময়ে আমি আমার ওয়ার্ডে উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। এবার আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলাম। আগামীতেও আমি আমার ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত