Ajker Patrika

ইমন হত্যা মেনে নিতে পারছেন না সহপাঠীরা

দাউদকান্দি প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫: ১৬
ইমন হত্যা মেনে নিতে পারছেন না সহপাঠীরা

দাউদকান্দির শিক্ষার্থী ইফতেখার হাসান ইমন (১৮) ছিলেন প্রাণবন্ত এক তরুণ। হঠাৎ কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত হন তিনি। এ হত্যা মেনে নিতে পারছেন না তাঁর সহপাঠী ও শিক্ষকেরা। তাঁরা বলছেন, প্রশাসন কিশোর গ্যাং প্রতিরোধে উদ্যোগ না নিলে এ ধরনের ঘটনা বারবার ঘটবে।

গতকাল সোমবার বিকেলে উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে জড়িতদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও শোক র‍্যালি করেছেন।

ইমন হত্যা মামলায় এখন পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এ ঘটনায় ইমনের চাচা জামাল হোসেন বাদী হয়ে ১২ জন নামীয় ও অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে দাউদকান্দি থানায় মামলা করেছিলেন।

মানববন্ধনে কলেজটির অধ্যক্ষ জসিম উদ্দিন আহম্মেদ, প্রভাষক জাকির হোসেন ভূঁইয়া, ত্রিবান্দম বিকাশ মিত্রসহ ইমনের সহপাঠী ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইফতেখার হাসান ইমন হত্যার জন্য দায়ী মালাখালা এলাকায় দীঘদিন ধরে বেড়ে উঠা কিশোর গ্যাং। তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। নয়তো ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি করবে তারা। এ ছাড়া বক্তারা কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

গত ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নাড়িকেলতলা গ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইফতেখার হাসান ইমন নিহত হন। তিনি এ বছর বরকোটা স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিয়েছেন। কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত