Ajker Patrika

‘পরিমাপ নিশ্চিতে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ সময়ের দাবি’

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২২, ১৩: ০৫
‘পরিমাপ নিশ্চিতে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ সময়ের দাবি’

বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক খোদেজা খাতুন বলেছেন, ‘শিল্প কারখানায় উৎপাদিত ও বিপণন কাজে ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ এখন সময়ের দাবি।’

গতকাল সোমবার মেট্রোলজি দিবস উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

খোদেজা খাতুন আরও বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে উৎপাদন থেকে শুরু করে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ভোক্তা সাধারণ যাতে সঠিক মানসম্পন্ন পণ্য সঠিক পরিমাণে পেতে পারেন সে জন্য পণ্যের মোড়ক জাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া পণ্যের মোড়কে নিট ওজনের পাশে লোগোর ব্যবহার এবং নিট ওজন ও সর্বোচ্চ খুচরা মূল্য লেখা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়াও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে পণ্যের গুণগত মান ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে দেশের অর্থনীতিকেও সমৃদ্ধি করবে বলে তিনি জানান।’

‘ডিজিটাল যুগে পরিমাপ’ এই প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি উপলক্ষে সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

সভার প্রধান অতিথি মোহাম্মদ কামরুল হাসান বলেন, ভোক্তা সাধারণের সঠিক ওজনে ও মানে পণ্য পেতে পারে তার জন্য বিএসটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিএসটিআইয়ের বর্তমানে সক্ষমতা অনেক বাড়ছে। গুণগত মানসম্মত পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে ব্যবসায়ীদের বিএসটিআইয়ের নির্দেশনা অন্তরে ধারণ করতে হবে।

বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক খোদেজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কুমিল্লা জেলা সভাপতি ও বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক ডক্টর ওয়ালি উল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত