Ajker Patrika

৩ জেলার ৪৬ ইউপিতে আ.লীগের প্রার্থী চূড়ান্ত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪: ০৭
৩ জেলার ৪৬ ইউপিতে আ.লীগের প্রার্থী চূড়ান্ত

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

নোয়াখালী: নোয়াখালী সদরের নয়টি এবং কবিরহাট উপজেলার সাতটি ইউপিতে চতুর্থ ধাপে নির্বাচন হচ্ছে। নির্বাচনে দলটির প্রার্থীরা হলেন, সদর উপজেলার চরমটুয়াতে মো. কামাল উদ্দিন, দাদপুরে মো. দেলোয়ার হোসেন, কাদির হানিফে আবদুর রহিম চৌধুরী, এওজবালিয়ায় আবদুজ জাহের, কালাদরাপে মিজানুর রহমান, অশ্বদিয়ায় গোলাম হোসেন বাবলু, নেওয়াজপুরে আমির হোসেন বাহাদুর, পূর্ব চরমটুয়ায় মো. নুরুল আলম এবং আন্ডারচর ইউপিতে মো. আবদুর রব। এ ছাড়া জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুরে এ কে এম সিরাজ উল্যাহ, সুন্দলপুরে নুরুল আমিন রুমি, ধানসিঁড়িতে কামাল উদ্দিন, ঘোষবাগে কে এম আলা উদ্দিন, চাপরাশিরহাটে মোহাম্মদ মহিউদ্দিন টিটু, ধানশালিকে ইয়াকুব নবী এবং বাটইয়া ইউপিতে জসিম উদ্দিন শাহীন।

জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, চতুর্থ ধাপে জেলার ১৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফেনী: ফেনীর দাগনভূঞা ও সোনাগাজীর ১৫টি ইউপিতে চতুর্থ ধাপে ইউপি নির্বাচন হতে যাচ্ছে। দাগনভূঞায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন, সিন্দুরপুরে নুর নবী, রাজাপুরে জয়নাল আবেদীন মামুন, পূর্বচন্দ্রপুরে মো. মাসুদ রায়হান, ইয়াকুবপুরে আবুল ফোরকান বুলবুল, মাতুভূঞায় আবদুল্লা আল মামুন এবং জায়লস্করে মামুনুর রশীদ।

এ ছাড়া সোনাগাজীর চরমজলিশপুরে এম এ হোসেন, বগাদানায় আলা উদ্দিন বাবুল, মঙ্গলকান্দিতে মোশারফ হোসেন বাদল, মতিগঞ্জে মো. রবিউজ্জামান, চরদরবেশে নুরুল ইসলাম, চরচান্দিয়ায় মো. মোশারফ হোসেন মিলন, সোনাগাজী সদরে উম্মে রুমা, আমিরাবাদে আজিজুল হক এবং নবাবপুর ইউপিতে মো. দেলোয়ার হোসেন।

দুই উপজেলার ১৫টি ইউপিতে ৬৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন। এর মধ্য থেকে স্থানীয়ভাবে তৃণমূলের ভোটে বিজয়ীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে ১৫ প্রার্থীর নাম বাছাই করে পাঠান। এর মধ্যে সোনাগাজী সদর ও আমিরাবাদ ইউপি এবং দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউপিতে এবার নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন, উত্তর হামছাদিতে এমরান হোসেন নান্নু, পার্বতীনগরে সালাউদ্দিন আহমেদ ভূঁইয়া, বশিকপুরে আবুল কাশেম জিহাদি, দত্তপাড়ায় এ টি এম কামাল, উত্তর জয়পুরে মিজানুর রহমান, চন্দ্রগঞ্জে আইনুল আহমেদ তানভীর, হাজিরপাড়ায় নূরুল মোরছালিন, চরশাহীতে জাহাঙ্গীর আলম রাজু, দিঘলীতে শেখ মুজিবুর রহমান, মান্দারীতে মো. মিজানুর রহিম, শাকচরে মোহাম্মদ মাহফুজুর রহমান, ভবানীগঞ্জে আবদুল খালেদ বাদল, কুশাখালীতে নুরুল আমিন, চর রমণী মোহনে আবু ইউছুফ ছৈয়াল এবং টুমচর ইউপিতে সৈয়দ নুরুল আমিন লোলা। এর মধ্যে আটটিতে বর্তমান চেয়ারম্যান এবং সাতটিতে নতুন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত