কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ২০ বছর বয়সী যুবক রোহান আগরওয়াল। তিনি দুই বছর আগে হেঁটে পৃথিবী যাত্রার উদ্দেশ্যে বেরিয়েছেন। ৮০০ দিনে ১৫ হাজার কিলোমিটার ভ্রমণ করে এখন তিনি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থান করছেন।
প্লাস্টিকের ব্যবহার, পরিবেশ সম্পর্কে জনসচেতনতা তৈরি করা, ভালোবাসা, শান্তির বার্তা দেওয়া এবং বৈচিত্র্যের প্রচার করা তাঁর উদ্দেশ্য বলে রোহান জানান।
গতকাল মঙ্গলবার সকালে তিনি কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইনের দপ্তরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি কাপ্তাই প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
রোহান আগরওয়াল জানান, দুই বছর আগে ভারতের উত্তর প্রদেশ থেকে হেঁটে যাত্রা শুরু করেছি। এরপর ভারতের ঝাড়খন্ড, বিহার, ওডিশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অরুণাচল, আসাম ও ত্রিপুরা রাজ্য ঘুরে সপ্তাহখানেক আগে বাংলাদেশে এসেছি। সফরের অংশ হিসেবে আমি ফেনী, চট্টগ্রাম ও রাঙামাটির বিভিন্ন জনপ্রতিনিধি, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে প্লাস্টিকের নেতিবাচক ব্যবহার, পরিবেশ সম্পর্কে সচেতনতা বিষয়ে মতবিনিময় করেছি।’
রোহান আরও জানান, প্রতিটি জায়গায় আমি তাঁদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। এরপর আমি বান্দরবান জেলা, কক্সবাজার জেলা ঘুরে মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং পরে সাইবেরিয়ার ওমিয়াকমে হেঁটে যাব। যেখানে তাপমাত্রা ৭২ ডিগ্রি এবং এটি পৃথিবীর সবচেয়ে শীতল স্থান। স্থলপথে ভারত থেকে সেখানে পৌঁছানো প্রথম দক্ষিণ এশীয় হিসেবে আমি গিনেস বুকে রেকর্ড করব।
যেখানে হেঁটে যেতে সময় লাগবে পাঁচ বছর। কোনো রকম সরকারি বা কোনো করপোরেট কোম্পানির সহযোগিতা ছাড়া আমি এই বিশ্ব পরিভ্রমণে বের হয়েছি। কোনো কোনো সময় না খেয়েও ছিলাম। তবে বিভিন্ন জায়গায় মানুষ আমাকে সহযোগিতা করেছেন।
ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ২০ বছর বয়সী যুবক রোহান আগরওয়াল। তিনি দুই বছর আগে হেঁটে পৃথিবী যাত্রার উদ্দেশ্যে বেরিয়েছেন। ৮০০ দিনে ১৫ হাজার কিলোমিটার ভ্রমণ করে এখন তিনি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থান করছেন।
প্লাস্টিকের ব্যবহার, পরিবেশ সম্পর্কে জনসচেতনতা তৈরি করা, ভালোবাসা, শান্তির বার্তা দেওয়া এবং বৈচিত্র্যের প্রচার করা তাঁর উদ্দেশ্য বলে রোহান জানান।
গতকাল মঙ্গলবার সকালে তিনি কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইনের দপ্তরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি কাপ্তাই প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
রোহান আগরওয়াল জানান, দুই বছর আগে ভারতের উত্তর প্রদেশ থেকে হেঁটে যাত্রা শুরু করেছি। এরপর ভারতের ঝাড়খন্ড, বিহার, ওডিশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অরুণাচল, আসাম ও ত্রিপুরা রাজ্য ঘুরে সপ্তাহখানেক আগে বাংলাদেশে এসেছি। সফরের অংশ হিসেবে আমি ফেনী, চট্টগ্রাম ও রাঙামাটির বিভিন্ন জনপ্রতিনিধি, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে প্লাস্টিকের নেতিবাচক ব্যবহার, পরিবেশ সম্পর্কে সচেতনতা বিষয়ে মতবিনিময় করেছি।’
রোহান আরও জানান, প্রতিটি জায়গায় আমি তাঁদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। এরপর আমি বান্দরবান জেলা, কক্সবাজার জেলা ঘুরে মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং পরে সাইবেরিয়ার ওমিয়াকমে হেঁটে যাব। যেখানে তাপমাত্রা ৭২ ডিগ্রি এবং এটি পৃথিবীর সবচেয়ে শীতল স্থান। স্থলপথে ভারত থেকে সেখানে পৌঁছানো প্রথম দক্ষিণ এশীয় হিসেবে আমি গিনেস বুকে রেকর্ড করব।
যেখানে হেঁটে যেতে সময় লাগবে পাঁচ বছর। কোনো রকম সরকারি বা কোনো করপোরেট কোম্পানির সহযোগিতা ছাড়া আমি এই বিশ্ব পরিভ্রমণে বের হয়েছি। কোনো কোনো সময় না খেয়েও ছিলাম। তবে বিভিন্ন জায়গায় মানুষ আমাকে সহযোগিতা করেছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে