Ajker Patrika

হাজার মাইল পাড়ি দিয়ে ভারতের রোহান এখন কাপ্তাইয়ে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
হাজার মাইল পাড়ি দিয়ে ভারতের রোহান এখন কাপ্তাইয়ে

ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ২০ বছর বয়সী যুবক রোহান আগরওয়াল। তিনি দুই বছর আগে হেঁটে পৃথিবী যাত্রার উদ্দেশ্যে বেরিয়েছেন। ৮০০ দিনে ১৫ হাজার কিলোমিটার ভ্রমণ করে এখন তিনি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থান করছেন।

প্লাস্টিকের ব্যবহার, পরিবেশ সম্পর্কে জনসচেতনতা তৈরি করা, ভালোবাসা, শান্তির বার্তা দেওয়া এবং বৈচিত্র্যের প্রচার করা তাঁর উদ্দেশ্য বলে রোহান জানান।

গতকাল মঙ্গলবার সকালে তিনি কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইনের দপ্তরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি কাপ্তাই প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।  

রোহান আগরওয়াল জানান, দুই বছর আগে ভারতের উত্তর প্রদেশ থেকে হেঁটে যাত্রা শুরু করেছি। এরপর ভারতের ঝাড়খন্ড, বিহার, ওডিশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অরুণাচল, আসাম ও ত্রিপুরা রাজ্য ঘুরে সপ্তাহখানেক আগে বাংলাদেশে এসেছি। সফরের অংশ হিসেবে আমি ফেনী, চট্টগ্রাম ও রাঙামাটির বিভিন্ন জনপ্রতিনিধি, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে প্লাস্টিকের নেতিবাচক ব্যবহার, পরিবেশ সম্পর্কে সচেতনতা বিষয়ে মতবিনিময় করেছি।’

রোহান আরও জানান, প্রতিটি জায়গায় আমি তাঁদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। এরপর আমি বান্দরবান জেলা, কক্সবাজার জেলা ঘুরে মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং পরে  সাইবেরিয়ার ওমিয়াকমে হেঁটে যাব। যেখানে তাপমাত্রা ৭২ ডিগ্রি এবং এটি পৃথিবীর সবচেয়ে শীতল স্থান। স্থলপথে ভারত থেকে সেখানে পৌঁছানো প্রথম দক্ষিণ এশীয় হিসেবে আমি গিনেস বুকে রেকর্ড করব।

যেখানে হেঁটে যেতে সময় লাগবে পাঁচ বছর। কোনো রকম সরকারি বা কোনো করপোরেট কোম্পানির সহযোগিতা ছাড়া আমি এই বিশ্ব পরিভ্রমণে বের হয়েছি। কোনো কোনো সময় না খেয়েও ছিলাম। তবে বিভিন্ন জায়গায় মানুষ আমাকে সহযোগিতা করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত