Ajker Patrika

আলোচিত ঘটনা

বিনোদন ডেস্ক
আলোচিত ঘটনা

বয়কট
২০২২ সালজুড়েই একের পর এক হিন্দি সিনেমা বয়কটের ডাক দিয়েছে নেটিজেনরা। এই তালিকায় ছিল আমির খানের ‘লাল সিং চাড্ডা’, বিজয় দেবেরাকোন্ডার ‘লাইগার’, রণবীর কাপুরের ‘শমশেরা’ সিনেমাগুলো। এই তালিকায় সবশেষ যুক্ত হয়েছে শাহরুখ-দীপিকার ‘পাঠান’। বছরজুড়ে বলিউডের ব্যর্থতার পেছনে বয়কট ইস্যুকেও দায়ী করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। 

দ্য কাশ্মীর ফাইলস
মার্চে মুক্তি পাওয়া বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ তুমুল আলোচনার জন্ম দেয়। ১৯৯০ সালে কাশ্মিরী পণ্ডিতরা যে অত্যাচারের মুখে পড়েছেন, তাই নিয়ে সিনেমা। ফলে, এই সিনেমা সাম্প্রদায়িক দাঙ্গার উসকানি দেয় বলে অভিযোগ তোলেন অনেকে। অভিনয়শিল্পী থেকে শুরু করে রাজনীতিবিদ অনেকেই জড়ান এই বিতর্কে। নভেম্বরে গোয়া চলচ্চিত্র উৎসবে সিনেমাটির সমালোচনা করেন ইসরায়েলের চলচ্চিত্র নির্মাতা ও উৎসবের জুরি নাদাভ লাপিড। 

রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট 
বছরের শুরুতে একটি ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ফটোশুট করায় বিতর্কে জড়ান রণবীর সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে সেসব ছবি। এমনকি তার বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে সেই ফটোশুটের কারণে।

আমির খানের বিচ্ছেদ 
১৫ বছর একসঙ্গে থাকার পর প্রযোজক কিরণ রাওয়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় আমির খানের। 

কান উৎসবের বিচারক দীপিকা 
৭৫তম কান চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন দীপিকা পাডুকোন। তাঁর সঙ্গে বিচারকের আসনে ছিলেন বিভিন্ন দেশের আরও আটজন। স্বর্ণপামসহ সামনের সারির পুরস্কারগুলো কারা জিতবে, সেই বিচারকাজের গুরুদায়িত্ব পালন করেন দীপিকা। এ ছাড়া প্রথম ভারতীয় হিসেবে এ বছরের ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেন দীপিকা পাড়ুকোন।

লাগাতার জেরার মুখে জ্যাকুলিন 
২০০ কোটি রুপি আত্মসাতের মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগ থাকার কারণে দফায় দফায় জেরার মুখে পড়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। মামলার সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে জ্যাকুলিনের। বর্তমানে জামিনে রয়েছেন জ্যাকুলিন। তবে বিদেশ ভ্রমণে রয়েছে নিষেধাজ্ঞা। 

বিশ্বকাপের থিম সংয়ে নোরা 
কাতার ফুটবল বিশ্বকাপের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন বলিউডের নোরা ফাতেহি। বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানেও পারফর্ম করেন তিনি। 

সেরা পঞ্চাশে শাহরুখ
সর্বকালের সেরা ৫০ অভিনয়শিল্পীর তালিকায় স্থান পেয়েছেন বলিউডের শাহরুখ খান। ব্রিটিশ ম্যাগাজিন এম্পায়ার সেরা এবং চিরস্মরণীয় ৫০ অভিনয়শিল্পীর তালিকা করে। 

টানা ব্যর্থ অক্ষয় 
অক্ষয় কুমারের অবস্থা ছিল বেশ নাজুক। তাঁর অভিনীত টানা চারটি সিনেমা বক্স অফিসে থুবড়ে পড়ে। গুঞ্জন রয়েছে ব্যর্থতার কারণে নিজের পারিশ্রমিক ৩০-৪০ শতাংশ কমিয়ে দিতে চান অক্ষয় কুমার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত