Ajker Patrika

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৩: ০৮
স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মীর হোসেন ব্যাপারীকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের দক্ষিণ নীলকমল এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। নিহত মীর হোসেন শরীয়তপুর সদর উপজেলার পূর্ব সোনামুখী গ্রামের বাসিন্দা পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউপির চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সরদার স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর হোসেনের পূর্ব পরিচিত। পঞ্চম ধাপের নির্বাচনে সালাউদ্দিন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নির্বাচনে তাঁকে সহায়তা করতে মীর হোসেন চাঁদপুর যান।

গত বুধবার ভোটে সালাউদ্দিন সরদার পরাজিত হন। নির্বাচনের দিন দক্ষিণ নীলকমল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সরদার ও সৈয়দ আল নাসেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই কেন্দ্রের পাশের একটি খালের পাড় থেকে গত বৃহস্পতিবার মীর হোসেনের মরদেহ উদ্ধার করে হাইমচর থানা-পুলিশ। খবর পেয়ে হাইমচরে যান মীর হোসেনের স্বজনেরা। লাশ শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সালাউদ্দিন সরদার বলেন, ‘মীর হোসেন আওয়ামী পরিবারের লোক। তিনি আমার পূর্বপরিচিত। নির্বাচন দেখতে এখানে আসেন। প্রতিপক্ষের সমর্থকেরা তাঁকে কুপিয়ে হত্যা করেন। বৃহস্পতিবার বিকেলে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।’

মীর হোসেনের ভাই মকবুল হোসেন ব্যাপারী বলেন, ‘তিনি কেন ওখানে গিয়েছিলেন তা জানি না। আমরা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছি।’ গতকাল শুক্রবার সকালে মীর হোসেনের গ্রামের বাড়িতে হাজির হন কয়েক শ নেতা-কর্মী।

কল্যানি আক্তার বলেন, ‘গত মঙ্গলবার দুপুরে দুজন লোক মোটরসাইকেলে বাড়িতে আসেন। তাঁদের সঙ্গে মীর হোসেন বাইরে যান। কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন কিছুই বলে যাননি। পরে জেনেছি, তিনি চাঁদপুরে গেছেন। কারা তাঁকে হত্যা করল, তা জানি না।’

চাঁদপুরের হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান মোল্যা বলেন, ‘গত বুধবার নির্বাচনী সহিংসতায় এক যুবককে কুপিয়ে হত্যার খবর পাই। রাতে সেই মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন বৃহস্পতিবার শরীয়তপুর থেকে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন। তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত