Ajker Patrika

স্কুলে যেতে ভয় শিক্ষার্থীদের

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১০: ১৯
স্কুলে যেতে ভয় শিক্ষার্থীদের

বরিশালের আগৈলঝাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই ভবনেই শিক্ষার্থীদের পড়ালেখা করতে হচ্ছে। নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের পূর্ব মোহনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ১৯৯৪ সালে নির্মাণ করা হয়েছিল। কাজের মান নিম্নমানের হওয়ায় কয়েক বছর যেতে না যেতেই ভবনটি ভেঙে পড়ার দশা। ওই ভবনেই চলছে শিক্ষার্থীদের ক্লাস। এতে চার জন্য শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী ঝুঁকিতে পড়েছেন। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা।

বিদ্যালয়ের ভবনের প্লাস্টার খসে পড়ায় সম্প্রতি শিক্ষার্থীসহ ৭-৮ জন আহত হয়েছে। তিন কক্ষ বিশিষ্ট ঝুঁকিপূর্ণ বিদ্যালয়টিতে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করানো হয়।

৫ম শ্রেণির শিক্ষার্থী সুরভী আক্তার জানায়, বিদ্যালয়টি এত ঝুঁকিপূর্ণ যে ক্লাসে আসতে ভয় লাগে। বেশির ভাগ সময়ই আতঙ্কে থাকি। বিদ্যালয়ের তিনটি রুমের অবস্থাই খারাপ।

৩য় শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার বলে, ‘ক্লাস করার সময় প্রায়ই ছাদের প্লাস্টার খসে আমাদের শরীরে এবং বইয়ে পড়ে। আমরা চাই বিদ্যালয়টি যেন দ্রুত মেরামত করা হয়।’

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম শরীফ জানান, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারকে একাধিকবার বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের কথা বলা হয়েছে। এ ছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ভবন সংস্কারের আবেদন করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত জানান, পূর্ব মোহনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত