Ajker Patrika

উদ্বোধনের এক মাস না যেতেই সিংড়ায় বাঁধে দুই দফা ধস

সিংড়া (নাটোর) প্রতিনিধি
উদ্বোধনের এক মাস না যেতেই সিংড়ায় বাঁধে দুই দফা ধস

উদ্বোধনের এক মাস না যেতেই নাটোরের সিংড়ায় শহর রক্ষা বাঁধে দুই দফা ধস দেখা দিয়েছে। প্রথম দফা ধসের পর জিও ব্যাগ ফেলে সংস্কার করা হয়। এরপর সপ্তাহ না যেতেই বাঁধের একটি অংশ দেবে গর্ত হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নিম্নমানের কাজের কারণেই বারবার বাঁধে ধস দেখা দিচ্ছে। তবে জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের দাবি, অতিবৃষ্টি ও শহরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাঁধে এই ধস হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৮ সালে আত্রাই নদের ভাঙন থেকে সিংড়া শহরকে রক্ষা করতে একটি প্রকল্প হাতে নেয় জেলা পানি উন্নয়ন বোর্ড। ২০১৯ সালে সে কাজ শুরু হয়। ওই প্রকল্পের আওতায় ১৬ কিলোমিটার নদ খনন, প্রায় দুই কিলোমিটার নদের তীর রক্ষা বাঁধ, এক কিলোমিটার ফ্লাডওয়াল বা বন্যা রক্ষা বাঁধ ও চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হয়। এতে খরচ হয় ৪১ কোটি ৩৬ লাখ টাকা। এ বছরের ৩০ জুলাই এই শহর রক্ষা বাঁধের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; কিন্তু ২৬ আগস্ট বাঁধে প্রথম ধস দেখা দেয়।

ওই বাঁধ নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ন্যাচারালের স্বত্বাধিকারী হাসান আলী বলেন, ‘চুক্তি অনুযায়ী ২০২১ সালের জুন মাসে নাটোর পানি উন্নয়ন বোর্ডের কাছে শহর রক্ষা বাঁধ হস্তান্তর করা হয়েছে। এখন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’

নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম বলেন, ‘অতিবৃষ্টি ও পৌর এলাকার নালার পানির কারণে শহর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। সেখানে জিও ব্যাগ ফেলে আপাতত সংস্কার করা হয়েছে; কিন্তু সেটিও দেবে গিয়ে নতুন করে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত