Ajker Patrika

দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৮: ৪৯
দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত বুধবার গভীরে রাতে ৬ নম্বর ওয়ার্ডের দ্বীপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই দুই প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর থানায় মৌখিক অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত ওই এলাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তৌফিজুল ইসলামের নৌকা ও স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামানের আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে। একই এলাকায় প্রথমে নৌকা প্রতীকের এবং পরে স্বতন্ত্র প্রার্থী আনারসের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে। ভাঙচুরের খবর শুনে সকালে দুই প্রার্থী তাঁদের নির্বাচনী কার্যালয় দেখতে ছুটে যান।

নৌকা প্রতীকের প্রার্থী তোফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কয়েকজন দুর্বৃত্ত ৬ নম্বর ওয়ার্ডের তাঁর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা মূলত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এ কাজ করছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান বলেন, তাঁর আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে। তিনি মৌখিকভাবে থানায় জানিয়েছেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সেরাজুল ইসলাম মোবাইল ফোনে বলেন, লিখিতভাবে কেউ অভিযোগ দেননি। তবে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত