ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচটিতেই আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত চার বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। অন্যদিকে উপজেলার বুধন্তী ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে বলে জানা গেছে।
আওয়ামী লীগের বিদ্রোহী ও বিজয়ী প্রার্থীরা হলেন চম্পকনগর ইউপিতে দুটি পাতা প্রতীকের আনোয়ার হোসেন চৌধুরী, ইছাপুরায় আনারস প্রতীকের জিয়াউল হক বকুল, পত্তনে ঘোড়া প্রতীকের তাজুল ইসলাম ও বিষ্ণুপুরে চশমা প্রতীকের জামাল উদ্দিন।
খোঁজ নিয়ে জানা যায়, চতুর্থ ধাপে জেলার বিজয়নগর উপজেলায় তফসিল ঘোষণার পর ১০ ইউপিতে প্রার্থী মনোনয়ন দেয় আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন না পেয়ে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ১৭ জনকে দল থেকে বহিষ্কার করা হয়। গত রোববার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে বহিষ্কৃত নেতাদের মধ্যে চারজনই চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।
নবনির্বাচিত চম্পকনগর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ আছে। তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করাসহ লুটপাটের অভিযোগ রয়েছে। তারপরেও তাঁকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়। যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় জনগণ তা গ্রহণ করেননি। সাধারণ মানুষের ভালোবাসায় আমি চেয়ারম্যান পদে জয়লাভ করেছি।’
এ দিকে বুধন্তী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী অংশ নেন। ফলাফলে সাত প্রার্থীর মধ্যে ১ হাজার ৪২৬ ভোট পেয়ে ষষ্ঠ হয়েছেন আওয়ামী লীগ মনোনীত এফতেহারুল ইসলাম। এই ইউপির স্বতন্ত্র প্রার্থী কাজি সাইয়েদুল ইসলাম চশমা প্রতীকে সাত হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলম ঘোড়া প্রতীকে চার হাজার ১৫৪ ভোট পেয়েছেন। ওই ইউপিতে মোট ভোট পড়েছে ১৯ হাজার ১৯৫ টি।
এই ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট ভোটের সাড়ে ১২ শতাংশ কোনো প্রার্থী ভোট না পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত করা হবে। সে অনুযায়ী ২ হাজার ৩৯৯ ভোটের কম ভোট পাওয়া বুধন্তী ইউপির আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হবে।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরাজয়ের বিষয়ে বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া বলেন, এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। ফলে বিদ্রোহী প্রার্থীরা বিএনপির কিছু ভোট পেয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ করার কারণে কিছু ভোট তাঁরা দলীয়ভাবে পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচটিতেই আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত চার বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। অন্যদিকে উপজেলার বুধন্তী ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে বলে জানা গেছে।
আওয়ামী লীগের বিদ্রোহী ও বিজয়ী প্রার্থীরা হলেন চম্পকনগর ইউপিতে দুটি পাতা প্রতীকের আনোয়ার হোসেন চৌধুরী, ইছাপুরায় আনারস প্রতীকের জিয়াউল হক বকুল, পত্তনে ঘোড়া প্রতীকের তাজুল ইসলাম ও বিষ্ণুপুরে চশমা প্রতীকের জামাল উদ্দিন।
খোঁজ নিয়ে জানা যায়, চতুর্থ ধাপে জেলার বিজয়নগর উপজেলায় তফসিল ঘোষণার পর ১০ ইউপিতে প্রার্থী মনোনয়ন দেয় আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন না পেয়ে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ১৭ জনকে দল থেকে বহিষ্কার করা হয়। গত রোববার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে বহিষ্কৃত নেতাদের মধ্যে চারজনই চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।
নবনির্বাচিত চম্পকনগর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ আছে। তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করাসহ লুটপাটের অভিযোগ রয়েছে। তারপরেও তাঁকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়। যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় জনগণ তা গ্রহণ করেননি। সাধারণ মানুষের ভালোবাসায় আমি চেয়ারম্যান পদে জয়লাভ করেছি।’
এ দিকে বুধন্তী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী অংশ নেন। ফলাফলে সাত প্রার্থীর মধ্যে ১ হাজার ৪২৬ ভোট পেয়ে ষষ্ঠ হয়েছেন আওয়ামী লীগ মনোনীত এফতেহারুল ইসলাম। এই ইউপির স্বতন্ত্র প্রার্থী কাজি সাইয়েদুল ইসলাম চশমা প্রতীকে সাত হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলম ঘোড়া প্রতীকে চার হাজার ১৫৪ ভোট পেয়েছেন। ওই ইউপিতে মোট ভোট পড়েছে ১৯ হাজার ১৯৫ টি।
এই ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট ভোটের সাড়ে ১২ শতাংশ কোনো প্রার্থী ভোট না পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত করা হবে। সে অনুযায়ী ২ হাজার ৩৯৯ ভোটের কম ভোট পাওয়া বুধন্তী ইউপির আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হবে।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরাজয়ের বিষয়ে বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া বলেন, এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। ফলে বিদ্রোহী প্রার্থীরা বিএনপির কিছু ভোট পেয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ করার কারণে কিছু ভোট তাঁরা দলীয়ভাবে পেয়েছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে