মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া
বরিশালের আগৈলঝাড়ায় একটি সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় বিপাকে পড়েছে তিনটি গ্রামের কয়েক শ পরিবার। উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের রামেরবাজার খালের ওপর ২০০০ সালে এলজিইডির অর্থায়নে নির্মিত সেতুটির মাঝের অংশ দেবে গেছে। কিন্তু দীর্ঘ ছয় বছরেও তা সংস্কার হয়নি। এলাকাবাসীর আশঙ্কা—যেকোনো মুহূর্তে এটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ঝুঁকিপূর্ণ সেতু গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। শুধু হেঁটে চলাচল করা যাচ্ছে। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজের শত শত কোমলমতি শিক্ষার্থী ও বিভিন্ন ইরি ব্লকের চাষিরা।
সরেজমিন দেখা যায়, সেতুর মাঝের অংশ দেবে যাওয়ায় এ রাস্তা দিয়ে মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যান চলাচল বন্ধ রয়েছে। প্রতিদিনই সেতু পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ছেন কেউ না কেউ। সেতুটি সংস্কারে স্থানীয় জনপ্রতিনিধিদের তেমন কোনো তৎপরতা না থাকায় এলাকাবাসী সেতুর ওপর বাঁশ রেখে গাড়ি চলাচল বন্ধ করে রেখেছেন।
স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য অমল হালদার বলেন, ‘২০০০ সালে নির্মিত এই সেতুতে মানুষ উঠলে সবাই আতঙ্কে থাকেন। অথচ সেতুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কোনো মাথাব্যথাই নেই।’
স্থানীয় লীলা বিশ্বাস বলেন, এই সেতুর ওপর দিয়ে পশ্চিম মোল্লাপাড়া, দীঘিবালী ও ঐচারমাঠ গ্রামের শতাধিক পরিবারের প্রায় ১০ হাজার মানুষ চলাচল করেন।
ধান ব্যবসায়ী অজয় সমদ্দার জানান, এখানকার চাষিরা ধান বিক্রি করতে চাইলেও শুধু ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে কোনো পরিবহন নিতে না পারায় ধান বিক্রি করেত পারছেন না।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, এলজিইডির উপজেলা প্রকৌশলী শিবলু কর্মকার বলেন, গুরুত্বপূর্ণ এই সেতুটি বেহাল। সেতুটি সংস্কার করা হলে এই এলাকাসহ আশপাশের অনেক গ্রামের মানুষ উপকৃত হবেন। অচিরেই সমস্যার সমাধান করা হবে।
বরিশালের আগৈলঝাড়ায় একটি সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় বিপাকে পড়েছে তিনটি গ্রামের কয়েক শ পরিবার। উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের রামেরবাজার খালের ওপর ২০০০ সালে এলজিইডির অর্থায়নে নির্মিত সেতুটির মাঝের অংশ দেবে গেছে। কিন্তু দীর্ঘ ছয় বছরেও তা সংস্কার হয়নি। এলাকাবাসীর আশঙ্কা—যেকোনো মুহূর্তে এটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ঝুঁকিপূর্ণ সেতু গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। শুধু হেঁটে চলাচল করা যাচ্ছে। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজের শত শত কোমলমতি শিক্ষার্থী ও বিভিন্ন ইরি ব্লকের চাষিরা।
সরেজমিন দেখা যায়, সেতুর মাঝের অংশ দেবে যাওয়ায় এ রাস্তা দিয়ে মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যান চলাচল বন্ধ রয়েছে। প্রতিদিনই সেতু পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ছেন কেউ না কেউ। সেতুটি সংস্কারে স্থানীয় জনপ্রতিনিধিদের তেমন কোনো তৎপরতা না থাকায় এলাকাবাসী সেতুর ওপর বাঁশ রেখে গাড়ি চলাচল বন্ধ করে রেখেছেন।
স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য অমল হালদার বলেন, ‘২০০০ সালে নির্মিত এই সেতুতে মানুষ উঠলে সবাই আতঙ্কে থাকেন। অথচ সেতুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কোনো মাথাব্যথাই নেই।’
স্থানীয় লীলা বিশ্বাস বলেন, এই সেতুর ওপর দিয়ে পশ্চিম মোল্লাপাড়া, দীঘিবালী ও ঐচারমাঠ গ্রামের শতাধিক পরিবারের প্রায় ১০ হাজার মানুষ চলাচল করেন।
ধান ব্যবসায়ী অজয় সমদ্দার জানান, এখানকার চাষিরা ধান বিক্রি করতে চাইলেও শুধু ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে কোনো পরিবহন নিতে না পারায় ধান বিক্রি করেত পারছেন না।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, এলজিইডির উপজেলা প্রকৌশলী শিবলু কর্মকার বলেন, গুরুত্বপূর্ণ এই সেতুটি বেহাল। সেতুটি সংস্কার করা হলে এই এলাকাসহ আশপাশের অনেক গ্রামের মানুষ উপকৃত হবেন। অচিরেই সমস্যার সমাধান করা হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে