Ajker Patrika

নারী ইউপি সদস্যের ‘আত্মহত্যা’

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৪: ৫৪
নারী ইউপি সদস্যের ‘আত্মহত্যা’

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলায় ফরদাবাদ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য লাকি মান্নানের আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মানুষের কাছে থেকে অনেক টাকা ধার নিয়েছে। টাকা পরিশোধ করতে পারেননি। এ জন্য স্বামীর সঙ্গে অভিমান করে কেরি বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন ইউপি সদস্য লাকি মান্নান।

ফরদাবাদের চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ইউপি সদস্য লাকি মান্নার পরিবারের কিছু সমস্যা ছিল। তবে কী কারণে মারা গেছেন তেমন জানি না। পরিবারের কলহের কারণে আত্মহত্যা করতে পারেন তিনি।

সাবেক ইউপি সদস্য ফুল মিয়া বলেন, লাকি মান্না আমার বাড়িতে যাতায়াত করত। তাকে আমরা অনেক টাকা ধার দিয়েছি। গিয়াস উদ্দীনের স্ত্রী বলেন, ‘ইউপি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমার কাছে থেকে লাকি ৩ লাখ টাকা নিয়েছেন। আমি টাকা ফেরত চাই।’

বাঞ্ছারামপুর পরিবার পরিকল্পনা পরিবার কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন বলেন, ফরদাবাদের একজন ইউপি সদস্যকে আমাদের হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তিনি কেরি বড়ি খেয়েছেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত