আজকের পত্রিকা ডেস্ক
রাঙামাটিতে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তারের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের সংবাদকর্মীরা। গতকাল বুধবার রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
বক্তারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ করা, দ্রুত সময়ের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আবেদন জানান।
এদিকে গতকাল বুধবার দুপুরে ফজলে এলাহীকে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে জামিন মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা। আগামী ৭ দিনের মধ্যে এলাহীকে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ দেন তিনি। এর আগে নাজনীন আনোয়ার নিপুনের করা মামলায় গত মঙ্গলবার সন্ধ্যায় কাঠালতলি নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফজলে এলাহীকে গ্রেপ্তার করে কোতোয়ালি পুলিশ। নাজনীন আনোয়ার রাঙামাটি মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে।
সাংবাদিক ফজলে এলাহীকে এলাহী একাধিক জাতীয় সংবাদমাধ্যমের রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া তিনি পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক দৈনিক পার্বত্য চট্টগ্রাম এবং অনলাইন পাহাড় ২৪ ডটকমের সম্পাদক।
রাঙামাটি: রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গতকাল সকাল ১০টার দিকে মানববন্ধন করেন জেলায় কর্মরত সাংবাদিকেরা। এতে সংহতি রেখে বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতারা।
প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, খাগড়াছড়ি জেলার সিনিয়র সাংবাদিক আবু দাউদ, বিএনপি নেতা সাইফুল ইসলাম শাকিল, দুপ্রক রাঙামাটি সাধারণ সম্পাদক ললিত চন্দ্র চাকমা। এ ছাড়া বক্তব্য দেন নির্মল বড়ুয়া মিলন, প্রান্ত রনি, সৈকত রঞ্জন চৌধুরী। এ সময় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান তাঁরা।
বান্দরবান: বান্দরবান প্রেসক্লাবের সামনে ফজলে এলাহীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বুধবার সকালে মানববন্ধন ও সমাবেশ করেন সাংবাদিকেরা। ‘বান্দরবানে কর্মরত সাংবাদিক’ ব্যানারে কর্মসূচির সভাপতিত্ব করেন বান্দরবান প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, বাংলাভিশন প্রতিনিধি আল ফয়সাল বিকাশ, এনটিভি প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, মাছরাঙা প্রতিনিধি কৌশিক দাশগুপ্ত প্রমুখ। মানববন্ধনে বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
মনিরুল ইসলাম বলেন, ‘সারা দেশে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন, মামলা দিয়ে হয়রানি, গ্রেপ্তার করা হচ্ছে। এটা স্বাধীন সংবাদমাধ্যমের জন্য অশুভ ইঙ্গিত। সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ লেখনী স্তব্ধ করার অপচেষ্টা সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।’
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে গতকাল সকাল ১১টার দিকে ‘খাগড়াছড়ি সাংবাদিক সমাজ’ ব্যানারে মানববন্ধন হয়েছে। এতে সংহতি জানায় উপজেলার সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতারা। এতে ফজলে এলাহীর বিরুদ্ধে করা মামলা বাতিল ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান বক্তারা।
চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি নুরুচ্ছফা মানিকের সঞ্চালনায় বক্তব্য দেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সহসভাপতি জহুরুল আলম, বাংলাভিশনের প্রতিনিধি এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি কানন আচার্য, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সমির মল্লিক, পানছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি নতুন ধন চাকমা, দীঘিনালার সাংবাদিক উজ্জ্বল চৌধুরী, মাটিরাঙ্গার সাংবাদিক জসিমউদদীন প্রমুখ।
রাঙামাটিতে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তারের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের সংবাদকর্মীরা। গতকাল বুধবার রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
বক্তারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ করা, দ্রুত সময়ের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আবেদন জানান।
এদিকে গতকাল বুধবার দুপুরে ফজলে এলাহীকে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে জামিন মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা। আগামী ৭ দিনের মধ্যে এলাহীকে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ দেন তিনি। এর আগে নাজনীন আনোয়ার নিপুনের করা মামলায় গত মঙ্গলবার সন্ধ্যায় কাঠালতলি নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফজলে এলাহীকে গ্রেপ্তার করে কোতোয়ালি পুলিশ। নাজনীন আনোয়ার রাঙামাটি মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে।
সাংবাদিক ফজলে এলাহীকে এলাহী একাধিক জাতীয় সংবাদমাধ্যমের রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া তিনি পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক দৈনিক পার্বত্য চট্টগ্রাম এবং অনলাইন পাহাড় ২৪ ডটকমের সম্পাদক।
রাঙামাটি: রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গতকাল সকাল ১০টার দিকে মানববন্ধন করেন জেলায় কর্মরত সাংবাদিকেরা। এতে সংহতি রেখে বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতারা।
প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, খাগড়াছড়ি জেলার সিনিয়র সাংবাদিক আবু দাউদ, বিএনপি নেতা সাইফুল ইসলাম শাকিল, দুপ্রক রাঙামাটি সাধারণ সম্পাদক ললিত চন্দ্র চাকমা। এ ছাড়া বক্তব্য দেন নির্মল বড়ুয়া মিলন, প্রান্ত রনি, সৈকত রঞ্জন চৌধুরী। এ সময় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান তাঁরা।
বান্দরবান: বান্দরবান প্রেসক্লাবের সামনে ফজলে এলাহীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বুধবার সকালে মানববন্ধন ও সমাবেশ করেন সাংবাদিকেরা। ‘বান্দরবানে কর্মরত সাংবাদিক’ ব্যানারে কর্মসূচির সভাপতিত্ব করেন বান্দরবান প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, বাংলাভিশন প্রতিনিধি আল ফয়সাল বিকাশ, এনটিভি প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, মাছরাঙা প্রতিনিধি কৌশিক দাশগুপ্ত প্রমুখ। মানববন্ধনে বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
মনিরুল ইসলাম বলেন, ‘সারা দেশে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন, মামলা দিয়ে হয়রানি, গ্রেপ্তার করা হচ্ছে। এটা স্বাধীন সংবাদমাধ্যমের জন্য অশুভ ইঙ্গিত। সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ লেখনী স্তব্ধ করার অপচেষ্টা সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।’
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে গতকাল সকাল ১১টার দিকে ‘খাগড়াছড়ি সাংবাদিক সমাজ’ ব্যানারে মানববন্ধন হয়েছে। এতে সংহতি জানায় উপজেলার সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতারা। এতে ফজলে এলাহীর বিরুদ্ধে করা মামলা বাতিল ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান বক্তারা।
চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি নুরুচ্ছফা মানিকের সঞ্চালনায় বক্তব্য দেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সহসভাপতি জহুরুল আলম, বাংলাভিশনের প্রতিনিধি এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি কানন আচার্য, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সমির মল্লিক, পানছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি নতুন ধন চাকমা, দীঘিনালার সাংবাদিক উজ্জ্বল চৌধুরী, মাটিরাঙ্গার সাংবাদিক জসিমউদদীন প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে